ETV Bharat / state

শহরে ফের অঙ্গদান, প্রতিস্থাপন হল হার্ট-লিভার-কিডনি - ক্যমন্ড হাসপাতাল

শহরে সফল অঙ্গদান ৷ একাধিক রোগীর শরীরে প্রতিস্থাপন হল হার্ট, লিভার ও দুটি কিডনি ৷

ছবি
ছবি
author img

By

Published : Mar 5, 2020, 8:35 AM IST

Updated : Mar 5, 2020, 9:44 AM IST

কলকাতা, 5 মার্চ : কলকাতায় আবারও ব্রেন ডেথ ঘোষিত এক রোগীর অঙ্গ প্রতিস্থাপন হল অন্য রোগীদের শরীরে । রোগীর হার্ট, লিভার, এবং দুটি কিডনি প্রতিস্থাপন করা হয়েছে অন্য চার রোগীর শরীরে । শেষ পাওয়া খবর পর্যন্ত এই চার অঙ্গ গ্রহীতার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে ।

হাসপাতাল সূত্রে খবর, ওই ব্যক্তি কাঁথির বাসিন্দা । গত 1 মার্চ সকাল 9 নাগাদ রাস্তা পারাপারের সময় তাঁকে একটি মোটর বাইক ধাক্কা মারে ৷ প্রথমে স্থানীয় হাসপাতালে ভরতি করা হলে পরে সেখান থেকে ওই দিনই রাত আটটা নাগাদ তাঁকে নিয়ে আসা হয় কলকাতার কম্যান্ড হাসপাতালে । পথদুর্ঘটনায় তাঁর মাথায় মারাত্মক আঘাত লাগে । তাঁকে যখন আনা হয়েছিল কলকাতার এই হাসপাতালে, তখন তিনি কোমায় ছিলেন । চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে । মঙ্গলবার সকাল আটটা নাগাদ চিকিৎসকরা লক্ষ্য করেন তাঁর ব্রেন কাজ করছে না । এরপর বেলা 12টা নাগাদ চিকিৎসকরা বুঝতে পারেন ওই ব্যক্তির ব্রেন ডেথ হয়েছে । সন্ধেয় সাড়ে ছ'টা নাগাদ ওই ব্যক্তির দ্বিতীয়বারের জন্য অ্যাপনিয়া টেস্ট করার পরে ব্যক্তির ব্রেন ডেথ ঘোষণা করা হয় ।

মৃত ব্যক্তির পরিজনরা তাঁর অঙ্গ দানের সিদ্ধান্ত নেন । ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর অঙ্গ অন্য কোনও রোগীদের শরীরে প্রতিস্থাপন করা সম্ভব হবে, শুরু হয় তার খোঁজ । ঠিক হয়, রোগীর হার্ট এবং একটি কিডনি প্রতিস্থাপন করা হবে SSKM হাসপাতালের দুই রোগীর শরীরে এবং লিভার প্রতিস্থাপন করা হবে মুকুন্দপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালের অন্য আর এক রোগীর শরীরে । এছাড়াও কিডনি প্রতিস্থাপন করা হবে কম্যান্ড হাসপাতালেরই এক রোগীর শরীরে । মৃত এই ব্যক্তির কর্নিয়াও দান করা হয়েছে ।

গতকাল ভোর পাঁচটা নাগাদ ব্রেন ডেথ ঘোষিত ওই রোগীর শরীর থেকে অঙ্গ সংগ্রহের কাজ শুরু হয় । এরপরে গ্রিন করিডর গড়ে হার্ট এবং একটি কিডনি পৌঁছে দেওয়া হয় SSKM হাসপাতালে । লিভার পৌঁছে দেওয়া হয় মুকুন্দপুরে অবস্থিত বেসরকারি হাসপাতালে । জানা গিয়েছে, SSKM হাসপাতালে হাওড়ার বাসিন্দা ৫২ বছর বয়সি এক ব্যক্তির শরীরে প্রতিস্থাপন করা হয়েছে হার্ট । ওই একই হাসপাতালে কল্যাণীর বাসিন্দা 43 বছর বয়সি এক মহিলা রোগীর শরীরে প্রতিস্থাপন করা হয়েছে একটি কিডনি । অন্যদিকে, মকুন্দপুরের বেসরকারি হাসপাতালে ভরতি নিউ ব্যারাকপুরের বাসিন্দা 61 বছর বয়সি এক মহিলা প্রতিস্থাপন করা হয়েছে ব্রেন ডেথ ঘোষিত রোগীর লিভার । এবং ওই রোগীর অন্য একটি কিডনি কম্যান্ড হাসপাতালে 25 বছর বয়সি এক সেনার শরীরে প্রতিস্থাপন করা হয়েছে বলে হাসপাতাল থেকে জানা গিয়েছে ।

কলকাতা, 5 মার্চ : কলকাতায় আবারও ব্রেন ডেথ ঘোষিত এক রোগীর অঙ্গ প্রতিস্থাপন হল অন্য রোগীদের শরীরে । রোগীর হার্ট, লিভার, এবং দুটি কিডনি প্রতিস্থাপন করা হয়েছে অন্য চার রোগীর শরীরে । শেষ পাওয়া খবর পর্যন্ত এই চার অঙ্গ গ্রহীতার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে ।

হাসপাতাল সূত্রে খবর, ওই ব্যক্তি কাঁথির বাসিন্দা । গত 1 মার্চ সকাল 9 নাগাদ রাস্তা পারাপারের সময় তাঁকে একটি মোটর বাইক ধাক্কা মারে ৷ প্রথমে স্থানীয় হাসপাতালে ভরতি করা হলে পরে সেখান থেকে ওই দিনই রাত আটটা নাগাদ তাঁকে নিয়ে আসা হয় কলকাতার কম্যান্ড হাসপাতালে । পথদুর্ঘটনায় তাঁর মাথায় মারাত্মক আঘাত লাগে । তাঁকে যখন আনা হয়েছিল কলকাতার এই হাসপাতালে, তখন তিনি কোমায় ছিলেন । চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে । মঙ্গলবার সকাল আটটা নাগাদ চিকিৎসকরা লক্ষ্য করেন তাঁর ব্রেন কাজ করছে না । এরপর বেলা 12টা নাগাদ চিকিৎসকরা বুঝতে পারেন ওই ব্যক্তির ব্রেন ডেথ হয়েছে । সন্ধেয় সাড়ে ছ'টা নাগাদ ওই ব্যক্তির দ্বিতীয়বারের জন্য অ্যাপনিয়া টেস্ট করার পরে ব্যক্তির ব্রেন ডেথ ঘোষণা করা হয় ।

মৃত ব্যক্তির পরিজনরা তাঁর অঙ্গ দানের সিদ্ধান্ত নেন । ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর অঙ্গ অন্য কোনও রোগীদের শরীরে প্রতিস্থাপন করা সম্ভব হবে, শুরু হয় তার খোঁজ । ঠিক হয়, রোগীর হার্ট এবং একটি কিডনি প্রতিস্থাপন করা হবে SSKM হাসপাতালের দুই রোগীর শরীরে এবং লিভার প্রতিস্থাপন করা হবে মুকুন্দপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালের অন্য আর এক রোগীর শরীরে । এছাড়াও কিডনি প্রতিস্থাপন করা হবে কম্যান্ড হাসপাতালেরই এক রোগীর শরীরে । মৃত এই ব্যক্তির কর্নিয়াও দান করা হয়েছে ।

গতকাল ভোর পাঁচটা নাগাদ ব্রেন ডেথ ঘোষিত ওই রোগীর শরীর থেকে অঙ্গ সংগ্রহের কাজ শুরু হয় । এরপরে গ্রিন করিডর গড়ে হার্ট এবং একটি কিডনি পৌঁছে দেওয়া হয় SSKM হাসপাতালে । লিভার পৌঁছে দেওয়া হয় মুকুন্দপুরে অবস্থিত বেসরকারি হাসপাতালে । জানা গিয়েছে, SSKM হাসপাতালে হাওড়ার বাসিন্দা ৫২ বছর বয়সি এক ব্যক্তির শরীরে প্রতিস্থাপন করা হয়েছে হার্ট । ওই একই হাসপাতালে কল্যাণীর বাসিন্দা 43 বছর বয়সি এক মহিলা রোগীর শরীরে প্রতিস্থাপন করা হয়েছে একটি কিডনি । অন্যদিকে, মকুন্দপুরের বেসরকারি হাসপাতালে ভরতি নিউ ব্যারাকপুরের বাসিন্দা 61 বছর বয়সি এক মহিলা প্রতিস্থাপন করা হয়েছে ব্রেন ডেথ ঘোষিত রোগীর লিভার । এবং ওই রোগীর অন্য একটি কিডনি কম্যান্ড হাসপাতালে 25 বছর বয়সি এক সেনার শরীরে প্রতিস্থাপন করা হয়েছে বলে হাসপাতাল থেকে জানা গিয়েছে ।

Last Updated : Mar 5, 2020, 9:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.