ETV Bharat / state

KP Tear Gas Training: তিলজলা থেকে শিক্ষা, কাঁদানে গ্যাস ছোড়ায় বিশেষ প্রশিক্ষণের বন্দোবস্ত করছে কলকাতা পুলিশ - তিলজলায় নাবালিকা খুন

কলকাতা পুলিশের কর্মীদের এবং কমব্যাট ফোর্সকে টিয়ার গ্যাসের সেল ফাটানোর ট্রেনিং দেওয়া হবে (Kolkata Police Tear Gas Training) ৷ তিলজলাকাণ্ডে পুলিশের বিরুদ্ধে সিদ্ধান্তহীনতার অভিযোগ ওঠার পরেই পুলিশ কমিশনার এই সিদ্ধান্ত নিয়েছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল ৷

Kolkata Police Tear Gas Training ETV BHARAT
Kolkata Police Tear Gas Training
author img

By

Published : Mar 28, 2023, 6:54 PM IST

কলকাতা, 28 মার্চ: কলকাতার রাজপথে আইনশৃঙ্খলার অবনতি ঘটনায় মাঝেমধ্যেই ব্যাকফুটে আসতে হয় পুলিশকে ৷ উন্মত্ত জনতার ইট বৃষ্টি থেকে শুরু করে, কাঁচের বোতল ছোড়া ৷ বিক্ষোভে সামিল হওয়া জনরোষ ঠেকানো সবসময় সম্ভব হয় না পুলিশের পক্ষে ৷ আবার অনেক সময় বিক্ষোভকারীদের দিকে তাক করে টিয়ার গ্যাস ফায়ারিংয়ের ক্ষেত্রেও ভুল করে ফেলেন পুলিশ কর্মীরা ৷ কিছু কিছু ক্ষেত্রে, পুলিশ কর্মীদের অজ্ঞতাও চোখে পড়ে ৷ এই সব সমস্যার সমাধানের জন্য এবার বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা করছে লালবাজার (Joint Commissioner to Train Cops in Tear Gas Firing) ৷ আর সেই প্রশিক্ষণ দেবেন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি (ট্রেনিং) মেহমুদ আখতার ৷

লালবাজারের তরফে দেওয়া খবর অনুযায়ী, কলকাতা পুলিশের সকল কমব্যাট ফোর্স এবং পুলিশ বাহিনীকে টিয়ার গ্যাস ফায়ারিংয়ের বিশেষ ট্রেনিং দেওয়া হবে ৷ আর এই কর্মকাণ্ডের দায়িত্বে থাকবেন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি (ট্রেনিং) মেহমুদ আখতার ৷ লালবাজার সূত্রে খবর, গতকাল তিলজলায় 7 বছরের নাবালিকাকে খুন এবং যৌন হেনস্থার ঘটনায় দফায় দফায় উত্তেজনো ছড়ায় বন্ডেল গেট চত্বরে ৷ বিক্ষভকারীরা রেললাইনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ৷ যার জেরে শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল প্রায় 4 ঘণ্টা বন্ধ থাকে ৷ এমনকি রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভকারীরা ৷

সেই ঘটনায় বেলা 12টা থেকে বন্ডেল গেট চত্বর উত্তাল হয়ে ওঠে ৷ বেশ কয়েক হাজার লোক পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে ৷ দোকানপাট বন্ধ করে চলে বিক্ষোভ ৷ ভাঙচুর করা হয় পুলিশ কিয়স্ক ও গাড়ি ৷ পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা ৷ তিলজলা থানার পাশাপাশি গড়ফা, বেনিয়াপুকুর, কসবা থানার ওসি এবং প্রত্যেকটি ডিভিশনের দু’জন করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার-সহ চারজন আইপিএস-এর নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ৷ কিন্তু, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে ৷ পরিস্থিতি স্বাভাবিক করতে অনেকটা সময় পেরিয়ে যায় বলে অভিযোগ ওঠে ৷

কিন্তু এই ঘটনার পর্যবেক্ষণ করার জন্য গতকাল রাতেই লালবাজারে একটি বৈঠক ডাকা হয় ৷ সেই বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান-সহ কমিশনার বিনীত গোয়েল ৷ ভিডিয়ো দেখে কলকাতার কমিশনার বিনীত গোয়েল লক্ষ্য করেন, ঘটনাস্থলে কর্তব্যরত বেশ কয়েকজন পুলিশ কর্মীর হাতে কোনও লাঠি বা অস্ত্র কিছুই নেই ৷ রীতিমতো ঢাল-তলোয়ারহীন নিধিরাম সর্দার পুলিশ ৷

আরও পড়ুন: তিলজলা কাণ্ডের জের, নয়া নির্দেশিকা আনল লালবাজার

এমনকি কখন টিয়ার গ্যাসের সেল ফাটানো হবে ? সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও কোনও ইতিবাচক ভূমিকা নিতে পারেননি উপস্থিত আধিকারিকরা ৷ আর তার জেরে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে ৷ বাড়তে থাকে উত্তেজনা ৷ পরে উচ্চপদস্থ কর্তারা সেখানে পৌঁছলে কাঁদানে গ্যাস ছোড়া হয় এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ ৷ কিন্তু এত সময় কেন লাগল ? সেই প্রশ্ন তোলেন পুলিশ কমিশনার ৷

তাহলে কি আগে থেকে প্রস্তুত ছিল না কলকাতা পুলিশের বাহিনী ? কোনও প্রস্তুতি ছাড়াই কি তাঁরা ঘটনাস্থলে গিয়েছিলেন ? পুলিশি ব্যবস্থাপনা নিয়ে এই সব প্রশ্ন উঠতেই কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল একটি নির্দেশিকা জারি করেছেন ৷ সেখানে বলা হয়েছে, খুব দ্রুত কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ট্রেনিং-এর নেতৃত্বে শুরু হবে টিয়ার গ্যাস ফায়ারিংয়ের বিশেষ প্রশিক্ষণ ৷

কলকাতা, 28 মার্চ: কলকাতার রাজপথে আইনশৃঙ্খলার অবনতি ঘটনায় মাঝেমধ্যেই ব্যাকফুটে আসতে হয় পুলিশকে ৷ উন্মত্ত জনতার ইট বৃষ্টি থেকে শুরু করে, কাঁচের বোতল ছোড়া ৷ বিক্ষোভে সামিল হওয়া জনরোষ ঠেকানো সবসময় সম্ভব হয় না পুলিশের পক্ষে ৷ আবার অনেক সময় বিক্ষোভকারীদের দিকে তাক করে টিয়ার গ্যাস ফায়ারিংয়ের ক্ষেত্রেও ভুল করে ফেলেন পুলিশ কর্মীরা ৷ কিছু কিছু ক্ষেত্রে, পুলিশ কর্মীদের অজ্ঞতাও চোখে পড়ে ৷ এই সব সমস্যার সমাধানের জন্য এবার বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা করছে লালবাজার (Joint Commissioner to Train Cops in Tear Gas Firing) ৷ আর সেই প্রশিক্ষণ দেবেন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি (ট্রেনিং) মেহমুদ আখতার ৷

লালবাজারের তরফে দেওয়া খবর অনুযায়ী, কলকাতা পুলিশের সকল কমব্যাট ফোর্স এবং পুলিশ বাহিনীকে টিয়ার গ্যাস ফায়ারিংয়ের বিশেষ ট্রেনিং দেওয়া হবে ৷ আর এই কর্মকাণ্ডের দায়িত্বে থাকবেন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি (ট্রেনিং) মেহমুদ আখতার ৷ লালবাজার সূত্রে খবর, গতকাল তিলজলায় 7 বছরের নাবালিকাকে খুন এবং যৌন হেনস্থার ঘটনায় দফায় দফায় উত্তেজনো ছড়ায় বন্ডেল গেট চত্বরে ৷ বিক্ষভকারীরা রেললাইনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ৷ যার জেরে শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল প্রায় 4 ঘণ্টা বন্ধ থাকে ৷ এমনকি রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভকারীরা ৷

সেই ঘটনায় বেলা 12টা থেকে বন্ডেল গেট চত্বর উত্তাল হয়ে ওঠে ৷ বেশ কয়েক হাজার লোক পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে ৷ দোকানপাট বন্ধ করে চলে বিক্ষোভ ৷ ভাঙচুর করা হয় পুলিশ কিয়স্ক ও গাড়ি ৷ পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা ৷ তিলজলা থানার পাশাপাশি গড়ফা, বেনিয়াপুকুর, কসবা থানার ওসি এবং প্রত্যেকটি ডিভিশনের দু’জন করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার-সহ চারজন আইপিএস-এর নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ৷ কিন্তু, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে ৷ পরিস্থিতি স্বাভাবিক করতে অনেকটা সময় পেরিয়ে যায় বলে অভিযোগ ওঠে ৷

কিন্তু এই ঘটনার পর্যবেক্ষণ করার জন্য গতকাল রাতেই লালবাজারে একটি বৈঠক ডাকা হয় ৷ সেই বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান-সহ কমিশনার বিনীত গোয়েল ৷ ভিডিয়ো দেখে কলকাতার কমিশনার বিনীত গোয়েল লক্ষ্য করেন, ঘটনাস্থলে কর্তব্যরত বেশ কয়েকজন পুলিশ কর্মীর হাতে কোনও লাঠি বা অস্ত্র কিছুই নেই ৷ রীতিমতো ঢাল-তলোয়ারহীন নিধিরাম সর্দার পুলিশ ৷

আরও পড়ুন: তিলজলা কাণ্ডের জের, নয়া নির্দেশিকা আনল লালবাজার

এমনকি কখন টিয়ার গ্যাসের সেল ফাটানো হবে ? সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও কোনও ইতিবাচক ভূমিকা নিতে পারেননি উপস্থিত আধিকারিকরা ৷ আর তার জেরে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে ৷ বাড়তে থাকে উত্তেজনা ৷ পরে উচ্চপদস্থ কর্তারা সেখানে পৌঁছলে কাঁদানে গ্যাস ছোড়া হয় এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ ৷ কিন্তু এত সময় কেন লাগল ? সেই প্রশ্ন তোলেন পুলিশ কমিশনার ৷

তাহলে কি আগে থেকে প্রস্তুত ছিল না কলকাতা পুলিশের বাহিনী ? কোনও প্রস্তুতি ছাড়াই কি তাঁরা ঘটনাস্থলে গিয়েছিলেন ? পুলিশি ব্যবস্থাপনা নিয়ে এই সব প্রশ্ন উঠতেই কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল একটি নির্দেশিকা জারি করেছেন ৷ সেখানে বলা হয়েছে, খুব দ্রুত কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ট্রেনিং-এর নেতৃত্বে শুরু হবে টিয়ার গ্যাস ফায়ারিংয়ের বিশেষ প্রশিক্ষণ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.