কলকাতা, 16 অগস্ট: মাস পয়লায় নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন রাজ্য মন্ত্রিসভার রদবদল হতে চলেছে । ইতিমধ্যেই সেই রদবদল সম্পন্ন হয়েছে । বাবুল সুপ্রিয়, প্রদীপ মজুমদার, পার্থ ভৌমিক, স্নেহাশিস চক্রবর্তী-সহ একাধিক নতুন মুখ যুক্ত হয়েছেন মমতার মন্ত্রিসভায় । আর এমতাবস্থায় আগামী বৃহস্পতিবার ফের মন্ত্রিসভার বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সকলেই এখন তাকিয়ে সেই বৈঠকের দিকে (after reshuffle first cabinet meeting will be held on Thursday at Nabanna)৷ এখান থেকে নয়া মন্ত্রীদের মুখ্যমন্ত্রী কি বার্তা দেন, সেটাই এখন দেখার ।
রাজভবনে আনুষ্ঠানিক শপথ গ্রহণের পর এই প্রথম মন্ত্রিসভার বৈঠকে যোগ দেবেন নতুন মন্ত্রীরা । মনে করা হচ্ছে সেক্ষেত্রে নয়া মন্ত্রীদের কীভাবে কাজ করতে হবে সে বিষয়ে বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী ।
আরও পড়ুন : মন্ত্রিসভা থেকে সংগঠন, পার্থর ধাক্কায় একাধিক রদবদলের সামনে শাসকদল
মন্ত্রিসভা সূত্রে খবর, শেষ বৈঠকে মুখ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইস্যুকে সামনে এনে মন্ত্রীদের বার্তা দিয়েছিলেন, এমন কিছু করবেন না যাতে মন্ত্রিসভা ও দলকে অসম্মানিত হতে হয়। যদিও মুখ্যমন্ত্রী শুধুমাত্র এই বার্তা দিয়েই থেমে থাকেননি । ইতিমধ্যেই দেখা গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার পাশাপাশি বেশ কয়েকজন মন্ত্রীরও ডানা ছাঁটা হয়েছে । শুধু তাই নয়, কয়েকজন মন্ত্রীর দফতরও বদল করা হয়েছে ৷
সেই জায়গা থেকে বৃহস্পতিবারের মন্ত্রিসভার বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল । নতুন মন্ত্রী অর্থাৎ বাবুল সুপ্রিয়, প্রদীপ মজুমদার, স্নেহাশিস চক্রবর্তী, পার্থ ভৌমিক, উদয়ন গুহ, সত্যজিৎ বর্মন, তাজমল হোসেন, বিপ্লব রায়চৌধুরীদের জন্য দলনেত্রী কী বার্তা দেন সেই দিকেই তাকিয়ে সকলে ৷
আরও পড়ুন : পার্থকে মন্ত্রিসভা থেকে সরালেন মমতা