ETV Bharat / state

Illegal Arms Recovery : শহরের বেআইনি অস্ত্র উদ্ধার করতে তৎপর লালবাজার - Illegal Arms Recovery In Kolkata

বগটুই গ্রামে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই তৎপর কলকাতা পুলিশ (Illegal Arms Recovery In Kolkata) ৷ নিজ নিজ এলাকায় যে সকল বেআইনি অস্ত্র কারখানা গড়ে উঠেছে তার রাশ টানতে উদ্যোগ কলকাতা পুলিশ ৷

Illegal Arms Recovery In Kolkata
মুখ্যমন্ত্রীর নির্দেশের পর শহরের বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে তৎপর লালবাজার
author img

By

Published : Mar 26, 2022, 10:09 PM IST

কলকাতা, 26 মার্চ : বীরভূমের বগটুই গ্রামে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশ থেকে শুরু করে সমস্ত কমিশনারেটের পুলিশ কর্তাদের নির্দেশ দিয়েছিলেন নিজ নিজ এলাকায় যে সকল বেআইনি অস্ত্র কারখানা গড়ে উঠেছে তার রাশ টানতে । আর তারপরেই নড়েচড়ে বসে কলকাতা পুলিশ (Illegal Arms Recovery In Kolkata) ৷

শনিবার লালবাজার গোয়েন্দা বিভাগে পদস্থ কর্তাদের সঙ্গে একটি বৈঠক হয় । জানা গেছে সেই বৈঠকে উপস্থিত ছিলেন গুন্ডা দমন শাখা এবং স্পেশাল টাস্কফোর্স গোয়েন্দারা । লালবাজার সূত্রের খবর, ডিটেকটিভ ডিপার্টমেন্টকে স্পষ্ট বলা হয়েছে গোটা কলকাতায় প্রত্যেকটি থানার পুলিশ কর্মীদের সঙ্গে মিলে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে হবে । সূত্রের খবর, ইতিমধ্যেই শহরের বেআইনি অস্ত্রশস্ত্র উদ্ধার করার জন্য লালবাজারের গোয়েন্দা বিভাগকে বেশ কয়েকটি ভাগে ভাগ করতে চাইছেন পদস্থ কর্তারা ।

আরও পড়ুন :মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তৎপরতা, বেআইনি অস্ত্র উদ্ধার বারাসত জেলা পুলিশের

সম্প্রতি দোলের দিন একটি গোলমালকে কেন্দ্র করে তিলজলা এলাকায় তিন রাউন্ড গুলি চলে । তাছাড়াও কখনও কসবা আবার কখনও মেটিয়াবুরুজ বিভিন্ন জায়গায় আগ্নেয়াস্ত্রের ব্যবহার করছে দুষ্কৃতীরা । ফলে প্রশ্ন উঠছে, কোথা থেকে আসছে এত আগ্নেয়াস্ত্র ? পাশাপাশি এই বিষয়ে পুলিশের সোর্স নেটওয়ার্কিং নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে ।

কলকাতা, 26 মার্চ : বীরভূমের বগটুই গ্রামে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশ থেকে শুরু করে সমস্ত কমিশনারেটের পুলিশ কর্তাদের নির্দেশ দিয়েছিলেন নিজ নিজ এলাকায় যে সকল বেআইনি অস্ত্র কারখানা গড়ে উঠেছে তার রাশ টানতে । আর তারপরেই নড়েচড়ে বসে কলকাতা পুলিশ (Illegal Arms Recovery In Kolkata) ৷

শনিবার লালবাজার গোয়েন্দা বিভাগে পদস্থ কর্তাদের সঙ্গে একটি বৈঠক হয় । জানা গেছে সেই বৈঠকে উপস্থিত ছিলেন গুন্ডা দমন শাখা এবং স্পেশাল টাস্কফোর্স গোয়েন্দারা । লালবাজার সূত্রের খবর, ডিটেকটিভ ডিপার্টমেন্টকে স্পষ্ট বলা হয়েছে গোটা কলকাতায় প্রত্যেকটি থানার পুলিশ কর্মীদের সঙ্গে মিলে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে হবে । সূত্রের খবর, ইতিমধ্যেই শহরের বেআইনি অস্ত্রশস্ত্র উদ্ধার করার জন্য লালবাজারের গোয়েন্দা বিভাগকে বেশ কয়েকটি ভাগে ভাগ করতে চাইছেন পদস্থ কর্তারা ।

আরও পড়ুন :মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তৎপরতা, বেআইনি অস্ত্র উদ্ধার বারাসত জেলা পুলিশের

সম্প্রতি দোলের দিন একটি গোলমালকে কেন্দ্র করে তিলজলা এলাকায় তিন রাউন্ড গুলি চলে । তাছাড়াও কখনও কসবা আবার কখনও মেটিয়াবুরুজ বিভিন্ন জায়গায় আগ্নেয়াস্ত্রের ব্যবহার করছে দুষ্কৃতীরা । ফলে প্রশ্ন উঠছে, কোথা থেকে আসছে এত আগ্নেয়াস্ত্র ? পাশাপাশি এই বিষয়ে পুলিশের সোর্স নেটওয়ার্কিং নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.