ETV Bharat / state

Primary TET Corruption: দফায় দফায় প্রায় 14 ঘণ্টা জেরা মানিককে, রাত 12টার পর বেরলেন ইডি দফতর থেকে - Primary TET Corruption

চাকরি দুর্নীতি কাণ্ডে ফের মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করল ইডি ৷ জিজ্ঞাসাবাদে তিনি সহযোগিতা করেছেন তদন্তকারীদের (ED interrogates Manik Bhattacharya) এমনটাই খবর । মানিক ভট্টাচার্যের বয়ান রেকর্ড করেন ইডি-র গোয়েন্দারা ।

Primary TET Corruption
14 ঘণ্টা জিজ্ঞাসাবাদে পরও মানিক ভট্টাচার্যকে আর বিচলিত হতে দেখা গেল না
author img

By

Published : Jul 28, 2022, 6:53 AM IST

Updated : Jul 28, 2022, 10:57 AM IST

কলকাতা, 28 জুলাই: প্রাইমারি নিয়োগ দুর্নীতিকাণ্ডে গতবার কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দফতর থেকে বেরিয়ে দৌড়াদৌড়ি করতে শুরু করেছিলেন মানিক ভট্টাচার্য (ED interrogates Manik Bhattacharya) । শেষমেষ রাস্তায় গিয়ে কলকাতা পুলিশের একজন ট্রাফিক পুলিশ কর্মীকে একটি গাড়ি ঠিক করে দেওয়ার অনুরোধ জানান তিনি । কিন্তু বুধবার মানিক ভট্টাচার্যকে প্রায় চোদ্দ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । কিন্তু সেই জিজ্ঞাসাবাদের পর আর বিচলিত হতে দেখা গেল না মানিক ভট্টাচার্যকে । বুধবার বেলা বারোটার মধ্যে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল মানিক ভট্টাচার্যের । কিন্তু নির্ধারিত সময়ের প্রায় দু'ঘণ্টা আগে অর্থাৎ সকাল দশটা নাগাদ হাজির হয়ে যান মানিক ভট্টাচার্য । শুরু হয় শিক্ষা দুর্নীতি কাণ্ডের ঘটনায় মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া । রাত প্রায় সাড়ে 12টা পর্যন্ত জেরা করা হয় তাঁকে ৷

মূলত চার দফায় মানিক ভট্টাচার্যকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন ইডি-র গোয়েন্দারা । এর আগে মানিক ভট্টাচার্যের বাড়িতে প্রায় 10 ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । সেখান থেকে উদ্ধার হয়েছিল একাধিক ইলেকট্রনিক্স সামগ্রী থেকে শুরু করে নথিপত্র । উদ্ধার হওয়া নথিপত্র এবং ইলেকট্রনিক্স সামগ্রী ঘেঁটে এডি-র গোয়েন্দারা একাধিক তথ্য পেয়েছেন বলে সিজিও কমপ্লেক্স সূত্রের খবর ।

আরও পড়ুন : বিজেপি-র দুর্নীতিবিরোধী মিছিলে 'পার্থ'কে কিল, চড়, ঘুসি

এছাড়াও পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে একাধিক নথিপত্র এবং টাকা উদ্ধার করা হয়েছে । পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলে একাধিক তথ্য ইতিমধ্যেই পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা । মূলত এদিন পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে যে সকল তথ্য ইডির গোয়েন্দারা পেয়েছেন সেই তথ্যগুলি যাচাই করার জন্য এক দফায় মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গিয়েছে।

পরে মানিক ভট্টাচার্যের বাড়ি থেকে কিছুদিন আগে যে সব সামগ্রী এবং নথিপত্র বাজেয়াপ্ত করা হয় সেই নথিপত্র দেখিয়ে মানিক ভট্টাচার্যকে এদিন জিজ্ঞাসাবাদ করা হয় বলে ইডি সূত্রের খবর ।

14 ঘণ্টা জিজ্ঞাসাবাদে পরও মানিক ভট্টাচার্যকে আর বিচলিত হতে দেখা গেল না

জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদে মানিক ভট্টাচার্য সহযোগিতা করেছেন তদন্তকারীদের । এদিন মানিক ভট্টাচার্যের বয়ান রেকর্ড করেন ইডি-র গোয়েন্দারা । ফলে প্রায় চোদ্দ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর মানিক ভট্টাচার্যকে গতবারের মতো সিবিআই অফিস থেকে বেরিয়ে যেরকম বিচলিত দেখা গিয়েছিল সেই রকম বিচলিত হতে দেখা যায়নি । ফলে অনুমান করা হচ্ছে, শিক্ষা দুর্নীতি কাণ্ডে একাধিক তথ্য দিয়ে ইডি-র গোয়েন্দাদের সাহায্য করেছেন মানিক ভট্টাচার্য । এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর, প্রয়োজন পড়লে মানিক ভট্টাচার্যকে ফের ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে ।

কলকাতা, 28 জুলাই: প্রাইমারি নিয়োগ দুর্নীতিকাণ্ডে গতবার কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দফতর থেকে বেরিয়ে দৌড়াদৌড়ি করতে শুরু করেছিলেন মানিক ভট্টাচার্য (ED interrogates Manik Bhattacharya) । শেষমেষ রাস্তায় গিয়ে কলকাতা পুলিশের একজন ট্রাফিক পুলিশ কর্মীকে একটি গাড়ি ঠিক করে দেওয়ার অনুরোধ জানান তিনি । কিন্তু বুধবার মানিক ভট্টাচার্যকে প্রায় চোদ্দ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । কিন্তু সেই জিজ্ঞাসাবাদের পর আর বিচলিত হতে দেখা গেল না মানিক ভট্টাচার্যকে । বুধবার বেলা বারোটার মধ্যে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল মানিক ভট্টাচার্যের । কিন্তু নির্ধারিত সময়ের প্রায় দু'ঘণ্টা আগে অর্থাৎ সকাল দশটা নাগাদ হাজির হয়ে যান মানিক ভট্টাচার্য । শুরু হয় শিক্ষা দুর্নীতি কাণ্ডের ঘটনায় মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া । রাত প্রায় সাড়ে 12টা পর্যন্ত জেরা করা হয় তাঁকে ৷

মূলত চার দফায় মানিক ভট্টাচার্যকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন ইডি-র গোয়েন্দারা । এর আগে মানিক ভট্টাচার্যের বাড়িতে প্রায় 10 ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । সেখান থেকে উদ্ধার হয়েছিল একাধিক ইলেকট্রনিক্স সামগ্রী থেকে শুরু করে নথিপত্র । উদ্ধার হওয়া নথিপত্র এবং ইলেকট্রনিক্স সামগ্রী ঘেঁটে এডি-র গোয়েন্দারা একাধিক তথ্য পেয়েছেন বলে সিজিও কমপ্লেক্স সূত্রের খবর ।

আরও পড়ুন : বিজেপি-র দুর্নীতিবিরোধী মিছিলে 'পার্থ'কে কিল, চড়, ঘুসি

এছাড়াও পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে একাধিক নথিপত্র এবং টাকা উদ্ধার করা হয়েছে । পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলে একাধিক তথ্য ইতিমধ্যেই পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা । মূলত এদিন পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে যে সকল তথ্য ইডির গোয়েন্দারা পেয়েছেন সেই তথ্যগুলি যাচাই করার জন্য এক দফায় মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গিয়েছে।

পরে মানিক ভট্টাচার্যের বাড়ি থেকে কিছুদিন আগে যে সব সামগ্রী এবং নথিপত্র বাজেয়াপ্ত করা হয় সেই নথিপত্র দেখিয়ে মানিক ভট্টাচার্যকে এদিন জিজ্ঞাসাবাদ করা হয় বলে ইডি সূত্রের খবর ।

14 ঘণ্টা জিজ্ঞাসাবাদে পরও মানিক ভট্টাচার্যকে আর বিচলিত হতে দেখা গেল না

জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদে মানিক ভট্টাচার্য সহযোগিতা করেছেন তদন্তকারীদের । এদিন মানিক ভট্টাচার্যের বয়ান রেকর্ড করেন ইডি-র গোয়েন্দারা । ফলে প্রায় চোদ্দ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর মানিক ভট্টাচার্যকে গতবারের মতো সিবিআই অফিস থেকে বেরিয়ে যেরকম বিচলিত দেখা গিয়েছিল সেই রকম বিচলিত হতে দেখা যায়নি । ফলে অনুমান করা হচ্ছে, শিক্ষা দুর্নীতি কাণ্ডে একাধিক তথ্য দিয়ে ইডি-র গোয়েন্দাদের সাহায্য করেছেন মানিক ভট্টাচার্য । এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর, প্রয়োজন পড়লে মানিক ভট্টাচার্যকে ফের ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে ।

Last Updated : Jul 28, 2022, 10:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.