ETV Bharat / state

State on DA Dues: কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া সম্ভব নয় রাজ্যের, হাইকোর্টে জানালেন অ্যাডভোকেট জেনারেল

রাজ্য সামর্থ্য মত মহার্ঘভাতা দিয়ে দিয়েছে ৷ কেন্দ্রীয় হারে দেওয়া সম্ভব নয় বলে আদালতে (Calcutta High Court) জানালেন অ্যাডভোকেট জেনারেল (Advocate General) ৷

State on DA Dues
High court
author img

By

Published : Sep 8, 2022, 6:34 PM IST

কলকাতা, 8 সেপ্টেম্বর: রাজ্য সামর্থ্য মত মহার্ঘভাতা (DA) দিয়েছে । কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া রাজ্যের (State Government) পক্ষে সম্ভব নয় ৷ মহার্ঘভাতা সংক্রান্ত নির্দেশ পুনর্বিবেচনার আবেদনে জানাল রাজ্য ।

এদিন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় (Advocate General) জানান, 31 অগস্ট 2018 সালে হাইকোর্ট (Calcutta High Court) ট্রাইব্যুনালকে দু'টি বিষয় ঠিক করতে নির্দেশ দিয়েছিল । নির্দেশে বলা হয়েছিল, ডিএ কর্মচারীদের অধিকার। পাশাপাশি রাজ্যের কর্মচারীও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হারে ডিএ পাবে কি না, সে বিষয়ে জানতে চাওয়া হয়। আর দিল্লির বঙ্গভবনে কর্মরত কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছেন সেটাও অপরিবর্তিত থাকবে কি না, তাও জানতে চাওয়া হয় । নির্দেশ সবটাই রাজ্যের বিরুদ্ধে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি ।

এজি আরও জানান, রাজ্যের যে কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছেন তাদের থেকে সেটা ফেরত নেওয়া সম্ভব নয় । কিন্তু সবাইকে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া সম্ভব নয় । কেন্দ্রীয় হার অনেক বেশি । রাজ্য সামর্থ্য মত 16 শতাংশ ডিএ ইতিমধ্যে দিয়ে দিয়েছে ।

গতকালই বিচারপতি হরিশ ট্যাণ্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ মামলার শুনানির শুরুতেই জানিয়ে দিয়েছিলেন মহার্ঘভাতা মামলার রায় পুনর্বিবেচনার সুযোগ খুব কম । তাই অহেতুক এই মামলার শুনানি যেন দীর্ঘায়িত না হয় ।

আরও পড়ুন: ডিএ রাজ্যের আর্থিক সামর্থের উপর নির্ভরশীল, আদালতে সওয়াল এজির

এদিন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল(AG) তাঁর বক্তব্য শেষ করেছেন । আগামিকাল আদালতের দ্বিতীয়ার্ধে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের আইনজীবীরা তাঁদের বক্তব্য জানাবেন আদালতে । শুক্রবার 2টোর সময় ফের মামলার শুনানি হবে ৷

কলকাতা, 8 সেপ্টেম্বর: রাজ্য সামর্থ্য মত মহার্ঘভাতা (DA) দিয়েছে । কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া রাজ্যের (State Government) পক্ষে সম্ভব নয় ৷ মহার্ঘভাতা সংক্রান্ত নির্দেশ পুনর্বিবেচনার আবেদনে জানাল রাজ্য ।

এদিন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় (Advocate General) জানান, 31 অগস্ট 2018 সালে হাইকোর্ট (Calcutta High Court) ট্রাইব্যুনালকে দু'টি বিষয় ঠিক করতে নির্দেশ দিয়েছিল । নির্দেশে বলা হয়েছিল, ডিএ কর্মচারীদের অধিকার। পাশাপাশি রাজ্যের কর্মচারীও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হারে ডিএ পাবে কি না, সে বিষয়ে জানতে চাওয়া হয়। আর দিল্লির বঙ্গভবনে কর্মরত কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছেন সেটাও অপরিবর্তিত থাকবে কি না, তাও জানতে চাওয়া হয় । নির্দেশ সবটাই রাজ্যের বিরুদ্ধে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি ।

এজি আরও জানান, রাজ্যের যে কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছেন তাদের থেকে সেটা ফেরত নেওয়া সম্ভব নয় । কিন্তু সবাইকে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া সম্ভব নয় । কেন্দ্রীয় হার অনেক বেশি । রাজ্য সামর্থ্য মত 16 শতাংশ ডিএ ইতিমধ্যে দিয়ে দিয়েছে ।

গতকালই বিচারপতি হরিশ ট্যাণ্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ মামলার শুনানির শুরুতেই জানিয়ে দিয়েছিলেন মহার্ঘভাতা মামলার রায় পুনর্বিবেচনার সুযোগ খুব কম । তাই অহেতুক এই মামলার শুনানি যেন দীর্ঘায়িত না হয় ।

আরও পড়ুন: ডিএ রাজ্যের আর্থিক সামর্থের উপর নির্ভরশীল, আদালতে সওয়াল এজির

এদিন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল(AG) তাঁর বক্তব্য শেষ করেছেন । আগামিকাল আদালতের দ্বিতীয়ার্ধে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের আইনজীবীরা তাঁদের বক্তব্য জানাবেন আদালতে । শুক্রবার 2টোর সময় ফের মামলার শুনানি হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.