ETV Bharat / state

কোরোনা সংক্রমণের আশঙ্কা, হাসপাতাল থেকে বাড়ি ফিরে যাচ্ছেন রোগীরা - fear of Corona infection

আর জি কর হাসপাতালে ইতিমধ্যে তিনজন মারা গিয়েছেন ৷ তাই কোরোনা সংক্রমণের আশঙ্কায় নিজেদের ইচ্ছায় বাড়ি ফিরে যাচ্ছেন বহু রোগী ৷

ভরতি হয়েও কোরোনা সংক্রমণের আশঙ্কায় বাড়ি ফিরে যাচ্ছেন রোগীরা
ভরতি হয়েও কোরোনা সংক্রমণের আশঙ্কায় বাড়ি ফিরে যাচ্ছেন রোগীরা
author img

By

Published : Apr 14, 2020, 7:35 PM IST

Updated : Apr 14, 2020, 7:42 PM IST

কলকাতা, 14 এপ্রিল : হাসপাতালে ভরতি হয়েছিলেন । কিন্তু, কোরোনা সংক্রমণের আশঙ্কায় নিজেদের ইচ্ছায় বাড়ি ফিরে যাচ্ছেন রোগীরা । এই ছবি দেখা গেল আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ।

কোরোনা সংক্রমণের আশঙ্কায় এমনিতেই হাসপাতালগুলিতে রোগীদের সংখ্যা কমে গিয়েছে । এই পরিস্থিতিতে যে সব রোগীকে ভরতি না নিলেই নয়, তাঁদেরকেই ভরতি নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে । সূত্রের খবর, গত শনি এবং রবিবার মিলিয়ে 50-এর বেশি রোগীকে ভরতি নেওয়া হয়েছে আর জি করের মেডিসিন বিভাগে । তবে, ভরতি হওয়ার পরও সেখানে থাকতে চাইছেন না বেশিরভাগ রোগী । বিভিন্ন ক্ষেত্রে তাঁদের পরিজনরাও রাখতে চাইছেন না । সূত্রের খবর, গত শনি এবং রবিবার মিলিয়ে ভরতি হওয়া ওই রোগীদের মধ্যে 12-14 জন নিজেদের ইচ্ছায় বাড়ি ফিরে গিয়েছেন । গতকাল এই মেডিসিন বিভাগে ভরতি থাকা আরও চার-পাঁচজন রোগীও বাড়ি চলে গিয়েছেন । সূত্রের খবর, ভরতি হওয়ার পর হাসপাতাল থেকে বাড়ি ফিরে যাওয়ার কারণ হিসেবে এই রোগীরা কোরোনা সংক্রমণের আশঙ্কার কথা জানিয়েছেন ।

ভরতি হওয়ার পর চিকিৎসকদের রোগীরা জানান, তাঁদের জন্য ওষুধ লিখে দেওয়া হোক, তাঁরা বাড়িতে গিয়ে তা খাবেন । কিন্তু, হাসপাতালে থাকবেন না । কারণ, এই হাসপাতাল থেকে কোরোনা সংক্রমণের আশঙ্কা রয়েছে । সূত্রের খবর, এই আশঙ্কার বিষয়টি লিখিতভাবে জানিয়ে রোগীরা হাসপাতাল থেকে বাড়ি ফিরে যাচ্ছেন । যে সব রোগীর জ্বর, সর্দি-কাশির সমস্যা নেই, শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, সেই সব রোগী হাসপাতালে থাকতে চাইছেন না । আর জি করে ইতিমধ্যেই তিন কোরোনা আক্রান্তের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে । এর মধ্যে এক রোগী এখানকার মেডিসিন বিভাগে ভরতি ছিলেন । এই রোগীর নমুনা পরীক্ষার রিপোর্ট আসে তাঁর মৃত্যুর পর । রিপোর্টে জানা যায়, মৃত ওই রোগী কোরোনা আক্রান্ত ছিলেন । এই হাসপাতালে মৃত অন্য দুই রোগীর ক্ষেত্রেও নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছিল তাঁদের মৃত্যুর পর । সূত্রের খবর, মেডিসিন বিভাগে কোরোনা আক্রান্ত রোগীর মৃত্যুর কথা জানার পর এখানে ভরতি হওয়া বেশিরভাগ রোগী সংক্রমণের আশঙ্কায় বাড়ি ফিরে যেতে চাইছেন ।

আর জি কর হাসপাতালে কোরোনা আক্রান্তদের মৃত্যুর কারণে আতঙ্কে রয়েছেন একাধিক রোগী এবং তাঁদের পরিজনরা । হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের মধ্যেও আতঙ্ক দেখা দিয়েছে । এবিষয়ে আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ শুদ্ধধন বটব্যালের বক্তব্য জানতে চেয়ে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় । তবে তিনি ফোন ধরেননি ।

কলকাতা, 14 এপ্রিল : হাসপাতালে ভরতি হয়েছিলেন । কিন্তু, কোরোনা সংক্রমণের আশঙ্কায় নিজেদের ইচ্ছায় বাড়ি ফিরে যাচ্ছেন রোগীরা । এই ছবি দেখা গেল আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ।

কোরোনা সংক্রমণের আশঙ্কায় এমনিতেই হাসপাতালগুলিতে রোগীদের সংখ্যা কমে গিয়েছে । এই পরিস্থিতিতে যে সব রোগীকে ভরতি না নিলেই নয়, তাঁদেরকেই ভরতি নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে । সূত্রের খবর, গত শনি এবং রবিবার মিলিয়ে 50-এর বেশি রোগীকে ভরতি নেওয়া হয়েছে আর জি করের মেডিসিন বিভাগে । তবে, ভরতি হওয়ার পরও সেখানে থাকতে চাইছেন না বেশিরভাগ রোগী । বিভিন্ন ক্ষেত্রে তাঁদের পরিজনরাও রাখতে চাইছেন না । সূত্রের খবর, গত শনি এবং রবিবার মিলিয়ে ভরতি হওয়া ওই রোগীদের মধ্যে 12-14 জন নিজেদের ইচ্ছায় বাড়ি ফিরে গিয়েছেন । গতকাল এই মেডিসিন বিভাগে ভরতি থাকা আরও চার-পাঁচজন রোগীও বাড়ি চলে গিয়েছেন । সূত্রের খবর, ভরতি হওয়ার পর হাসপাতাল থেকে বাড়ি ফিরে যাওয়ার কারণ হিসেবে এই রোগীরা কোরোনা সংক্রমণের আশঙ্কার কথা জানিয়েছেন ।

ভরতি হওয়ার পর চিকিৎসকদের রোগীরা জানান, তাঁদের জন্য ওষুধ লিখে দেওয়া হোক, তাঁরা বাড়িতে গিয়ে তা খাবেন । কিন্তু, হাসপাতালে থাকবেন না । কারণ, এই হাসপাতাল থেকে কোরোনা সংক্রমণের আশঙ্কা রয়েছে । সূত্রের খবর, এই আশঙ্কার বিষয়টি লিখিতভাবে জানিয়ে রোগীরা হাসপাতাল থেকে বাড়ি ফিরে যাচ্ছেন । যে সব রোগীর জ্বর, সর্দি-কাশির সমস্যা নেই, শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, সেই সব রোগী হাসপাতালে থাকতে চাইছেন না । আর জি করে ইতিমধ্যেই তিন কোরোনা আক্রান্তের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে । এর মধ্যে এক রোগী এখানকার মেডিসিন বিভাগে ভরতি ছিলেন । এই রোগীর নমুনা পরীক্ষার রিপোর্ট আসে তাঁর মৃত্যুর পর । রিপোর্টে জানা যায়, মৃত ওই রোগী কোরোনা আক্রান্ত ছিলেন । এই হাসপাতালে মৃত অন্য দুই রোগীর ক্ষেত্রেও নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছিল তাঁদের মৃত্যুর পর । সূত্রের খবর, মেডিসিন বিভাগে কোরোনা আক্রান্ত রোগীর মৃত্যুর কথা জানার পর এখানে ভরতি হওয়া বেশিরভাগ রোগী সংক্রমণের আশঙ্কায় বাড়ি ফিরে যেতে চাইছেন ।

আর জি কর হাসপাতালে কোরোনা আক্রান্তদের মৃত্যুর কারণে আতঙ্কে রয়েছেন একাধিক রোগী এবং তাঁদের পরিজনরা । হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের মধ্যেও আতঙ্ক দেখা দিয়েছে । এবিষয়ে আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ শুদ্ধধন বটব্যালের বক্তব্য জানতে চেয়ে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় । তবে তিনি ফোন ধরেননি ।

Last Updated : Apr 14, 2020, 7:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.