ETV Bharat / state

করোনা মোকাবিলার রূপরেখা নির্ধারণে নবান্নে বৈঠক - করোনা মোকাবিলায় আজ নবান্নে বৈঠক

নবান্ন সূত্রের খবর, করোনা পরিস্থতি মোকাবিলায় সার্বিক রণকৌশল তৈরি করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন । রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সমস্ত দফতরের শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠক করছেন ।

Administrative meeeting at nabanna on corona
Administrative meeeting at nabanna on corona
author img

By

Published : Apr 19, 2021, 1:08 PM IST

কলকাতা, 19 এপ্রিল : উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণ । ভোটের আবহে সংক্রমণের মাত্রা বাড়ছে হু হু করে । করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে আজ নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়েছে । এরপর দুপুর দুটোয় সাংবাদিক বৈঠক করবেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ।

ভোটের বাংলায় করোনার রাশ টানা আরও কঠিন হয়ে পড়েছে । এই পরিস্থিতিতে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুটি টুইট করেছেন । তিনি লেখেন, করোনা মোকাবিলায় সবরকম পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার । রাজ্যবাসীকে রক্ষা করতে সরকার সব পদক্ষেপ নেওয়া হয়েছে । প্রধানমন্ত্রীর কাছে আরও ওষুধ এবং ভ্যাকসিন চেয়েছি । করোনা মোকাবিলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে । আজ দুপুর 2টোয় সাংবাদিক বৈঠক করবেন মুখ্যসচিব । অন্যদিকে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, টুইটে মুখ্যমন্ত্রীর কাছে জবাব চেয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ।

আরও পড়ুন : কলকাতায় প্রচারে না মমতার, জেলার কর্মসূচিতেও কাটছাঁট ; টুইট ডেরেকের

নবান্ন সূত্রের খবর, করোনা পরিস্থতি মোকাবিলায় সার্বিক রণকৌশল তৈরি করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন । রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সমস্ত দফতরের শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠক করছেন । এরপর দুপুর দু’টোয় অনলাইনে সাংবাদিকদের মুখোমুখি হবেন মুখ্যসচিব । ইতিমধ্যেই রাজ্য সরকার সমস্ত বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে বেডের সংখ্যা বৃদ্ধির কথা ঘোষণা করেছে । গঠিত হয়েছে একটি বিশেষ টাস্কফোর্স । এই টাস্কফোর্সের নেতৃত্বে রয়েছেন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের সচিব সঞ্জয় বনসল । চার সদস্যের এই টাস্কফোর্সের অন্য সদস্যরা হলেন ডঃ সোমা শীল, ডঃ হরেকৃষ্ণ চন্দ্র এবং ডঃ অর্ণব রায় । হাসপাতাল ও নার্সিং হোমগুলিতে বেড সংখ্যা বৃদ্ধির বিষয়টি এই টাস্কফোর্স পরিচালনা করবে ।

অন্যদিকে, দেশের অন্যান্য রাজ্য থেকে এই সময়ে বাংলায় আসতে গেলে আরটিপিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে । এই কথা জানিয়েছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রাজ্য সরকারের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড় টুইট করে বাংলার মানুষকে রাজ্য সরকারের সিদ্ধান্ত মেনে চলার জন্য অনুরোধ করেছেন ।

কলকাতা, 19 এপ্রিল : উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণ । ভোটের আবহে সংক্রমণের মাত্রা বাড়ছে হু হু করে । করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে আজ নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়েছে । এরপর দুপুর দুটোয় সাংবাদিক বৈঠক করবেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ।

ভোটের বাংলায় করোনার রাশ টানা আরও কঠিন হয়ে পড়েছে । এই পরিস্থিতিতে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুটি টুইট করেছেন । তিনি লেখেন, করোনা মোকাবিলায় সবরকম পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার । রাজ্যবাসীকে রক্ষা করতে সরকার সব পদক্ষেপ নেওয়া হয়েছে । প্রধানমন্ত্রীর কাছে আরও ওষুধ এবং ভ্যাকসিন চেয়েছি । করোনা মোকাবিলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে । আজ দুপুর 2টোয় সাংবাদিক বৈঠক করবেন মুখ্যসচিব । অন্যদিকে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, টুইটে মুখ্যমন্ত্রীর কাছে জবাব চেয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ।

আরও পড়ুন : কলকাতায় প্রচারে না মমতার, জেলার কর্মসূচিতেও কাটছাঁট ; টুইট ডেরেকের

নবান্ন সূত্রের খবর, করোনা পরিস্থতি মোকাবিলায় সার্বিক রণকৌশল তৈরি করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন । রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সমস্ত দফতরের শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠক করছেন । এরপর দুপুর দু’টোয় অনলাইনে সাংবাদিকদের মুখোমুখি হবেন মুখ্যসচিব । ইতিমধ্যেই রাজ্য সরকার সমস্ত বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে বেডের সংখ্যা বৃদ্ধির কথা ঘোষণা করেছে । গঠিত হয়েছে একটি বিশেষ টাস্কফোর্স । এই টাস্কফোর্সের নেতৃত্বে রয়েছেন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের সচিব সঞ্জয় বনসল । চার সদস্যের এই টাস্কফোর্সের অন্য সদস্যরা হলেন ডঃ সোমা শীল, ডঃ হরেকৃষ্ণ চন্দ্র এবং ডঃ অর্ণব রায় । হাসপাতাল ও নার্সিং হোমগুলিতে বেড সংখ্যা বৃদ্ধির বিষয়টি এই টাস্কফোর্স পরিচালনা করবে ।

অন্যদিকে, দেশের অন্যান্য রাজ্য থেকে এই সময়ে বাংলায় আসতে গেলে আরটিপিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে । এই কথা জানিয়েছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রাজ্য সরকারের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড় টুইট করে বাংলার মানুষকে রাজ্য সরকারের সিদ্ধান্ত মেনে চলার জন্য অনুরোধ করেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.