ETV Bharat / state

সপ্তাহে 3 দিন খুলবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভাগ - যাদবপুর বিশ্ববিদ্যালয়ের খবর

8 জুন থেকে খুলে যাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় । তবে শুধুমাত্র প্রশাসনিক বিভাগগুলি । থাকছে বেশ কিছু নির্দেশিকাও ।

Jadavpur University
যাদবপুর বিশ্ববিদ্যালয়
author img

By

Published : Jun 6, 2020, 10:06 PM IST

কলকাতা, 6 জুন : কোরোনা আবহে আড়াই মাসের বেশি সময় ধরে বন্ধ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস । সরকারি নির্দেশ অনুযায়ী, লকডাউন চলাকালীন শুধুমাত্র প্রশাসনিক জরুরি বিভাগগুলি প্রয়োজনের ভিত্তিতে খোলা হচ্ছিল । 8 জুন থেকে সরকারি নির্দেশ অনুযায়ী প্রশাসনিক বিভাগগুলি খুলবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের । তবে, সব দিন নয় । সপ্তাহে তিন দিন করে খোলা থাকবে বেশিরভাগ বিভাগ । কিছু বিভাগ সপ্তাহে দু'দিন করেও খোলা হবে । কোন কোন দিন, কোন কোন বিভাগ খোলা থাকবে এবং কীভাবে বিভাগগুলি কাজ করবে সেই সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

এ-বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "সোমবার থেকে প্রশাসনিক বিভাগগুলি খুলবে । তবে, কিছু সীমাবদ্ধতা আছে । সপ্তাহে তিন দিন করে খোলা থাকবে ।" জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রয়োজন মতো খোলা হবে উপাচার্যের দপ্তর । দুই সহ-উপাচার্য প্রদীপ কুমার রায় ও চিরঞ্জীব ভট্টাচার্যের দপ্তর সোমবার, বুধবার ও শুক্রবার করে খোলা হবে। রেজিস্ট্রার ও রেজিস্ট্রারের তত্ত্বাবধানে থাকা বিভাগগুলি যেমন, আইন সংক্রান্ত সেল, জয়েন্ট রেজিস্ট্রার ও অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের দপ্তর, এস্টেট, রিসার্চ, স্কলারশিপ, রের্কড, বিদেশি ছাত্রদের সেলের মতো বিভাগগুলি খোলা থাকবে সোমবার, বুধবার ও শুক্রবার ।

Ph.D এবং পরীক্ষা সংক্রান্ত কাজের জন্য Ph.D সেল-সহ সব ফ্যাকাল্টির সচিবালয় মঙ্গলবার ও বৃহস্পতিবার খোলা থাকবে । অর্থ বিভাগের অধীনস্থ সব দপ্তর ও পরীক্ষা নিয়ামকের দপ্তর খোলা থাকবে সোমবার, বুধবার ও শুক্রবার । ওই দিনগুলিতে সংশ্লিষ্ট কর্মচারীদের সকাল 11 টা থেকে বিকেল 5 টা পর্যন্ত থাকতে বলা হয়েছে । যে সকল কর্মচারী ক্যাম্পাসে থাকেন তাঁদের সংশ্লিষ্ট দিনগুলিতে হাজিরা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে । পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের 10 কিলোমিটারের মধ্যে যাঁরা থাকেন তাঁদের নির্দিষ্ট সময়ে ক্যাম্পাসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জারি করা বিজ্ঞপ্তিতে, প্রত্যেক কর্মচারীকে COVID-19-এর স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে । প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে মাস্ক দেওয়ার কথাও বলা হয়েছে । এ ছাড়া, ক্যাম্পাস জীবাণুমুক্ত করার পাশাপাশি নানান জায়গায় স্যানিটাইজ়ার যন্ত্র লাগানো হয়েছে বলেও জানানো হয়েছে । খাবারের জন্য অরবিন্দ ভবন লাগোয়া আহার ক্যান্টিন খোলারও ব্যবস্থা করা হচ্ছে বলে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে ।

কলকাতা, 6 জুন : কোরোনা আবহে আড়াই মাসের বেশি সময় ধরে বন্ধ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস । সরকারি নির্দেশ অনুযায়ী, লকডাউন চলাকালীন শুধুমাত্র প্রশাসনিক জরুরি বিভাগগুলি প্রয়োজনের ভিত্তিতে খোলা হচ্ছিল । 8 জুন থেকে সরকারি নির্দেশ অনুযায়ী প্রশাসনিক বিভাগগুলি খুলবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের । তবে, সব দিন নয় । সপ্তাহে তিন দিন করে খোলা থাকবে বেশিরভাগ বিভাগ । কিছু বিভাগ সপ্তাহে দু'দিন করেও খোলা হবে । কোন কোন দিন, কোন কোন বিভাগ খোলা থাকবে এবং কীভাবে বিভাগগুলি কাজ করবে সেই সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

এ-বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "সোমবার থেকে প্রশাসনিক বিভাগগুলি খুলবে । তবে, কিছু সীমাবদ্ধতা আছে । সপ্তাহে তিন দিন করে খোলা থাকবে ।" জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রয়োজন মতো খোলা হবে উপাচার্যের দপ্তর । দুই সহ-উপাচার্য প্রদীপ কুমার রায় ও চিরঞ্জীব ভট্টাচার্যের দপ্তর সোমবার, বুধবার ও শুক্রবার করে খোলা হবে। রেজিস্ট্রার ও রেজিস্ট্রারের তত্ত্বাবধানে থাকা বিভাগগুলি যেমন, আইন সংক্রান্ত সেল, জয়েন্ট রেজিস্ট্রার ও অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের দপ্তর, এস্টেট, রিসার্চ, স্কলারশিপ, রের্কড, বিদেশি ছাত্রদের সেলের মতো বিভাগগুলি খোলা থাকবে সোমবার, বুধবার ও শুক্রবার ।

Ph.D এবং পরীক্ষা সংক্রান্ত কাজের জন্য Ph.D সেল-সহ সব ফ্যাকাল্টির সচিবালয় মঙ্গলবার ও বৃহস্পতিবার খোলা থাকবে । অর্থ বিভাগের অধীনস্থ সব দপ্তর ও পরীক্ষা নিয়ামকের দপ্তর খোলা থাকবে সোমবার, বুধবার ও শুক্রবার । ওই দিনগুলিতে সংশ্লিষ্ট কর্মচারীদের সকাল 11 টা থেকে বিকেল 5 টা পর্যন্ত থাকতে বলা হয়েছে । যে সকল কর্মচারী ক্যাম্পাসে থাকেন তাঁদের সংশ্লিষ্ট দিনগুলিতে হাজিরা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে । পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের 10 কিলোমিটারের মধ্যে যাঁরা থাকেন তাঁদের নির্দিষ্ট সময়ে ক্যাম্পাসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জারি করা বিজ্ঞপ্তিতে, প্রত্যেক কর্মচারীকে COVID-19-এর স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে । প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে মাস্ক দেওয়ার কথাও বলা হয়েছে । এ ছাড়া, ক্যাম্পাস জীবাণুমুক্ত করার পাশাপাশি নানান জায়গায় স্যানিটাইজ়ার যন্ত্র লাগানো হয়েছে বলেও জানানো হয়েছে । খাবারের জন্য অরবিন্দ ভবন লাগোয়া আহার ক্যান্টিন খোলারও ব্যবস্থা করা হচ্ছে বলে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.