ETV Bharat / state

Adhir Wants CM Affidavit: প্রতিটি মানুষ ভোট দিতে পারবে, আদালতে মুখ্যমন্ত্রীর এই হলফনামা চান অধীর - অধীররঞ্জন চৌধুরী

পঞ্চায়েত নির্বাচনে প্রতিটি মানুষ ভোট দিতে পারবে, আদালতে এমনই হলফনামা দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ আজ এমনই দাবি জানালেন অধীররঞ্জন চৌধুরী ৷

Adhir Wants CM Affidavit
Adhir Wants CM Affidavit
author img

By

Published : Jun 9, 2023, 3:28 PM IST

কলকাতা, 9 জুন: পঞ্চায়েত ভোটে বিরোধীদের কথা না ভেবেই নির্বাচন ঘোষণা করে দেওয়া হয়েছে । এমনকী মনোনয়ন জমা দেওয়ার জন্য পর্যাপ্ত সময়ও দেওয়া হয়নি । এইভাবে কী করে নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ হতে পারে । শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এ ভাবেই রাজ্যের নবনিযুক্ত নির্বাচন কমিশনার রাজীবা সিনহার সিদ্ধান্তের উপর প্রশ্ন তুলে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী । একইসঙ্গে, তিনি দাবি করেছেন, পঞ্চায়েত ভোট নির্বাচন কমিশনারের অফিস নয়, পরিচালিত হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে । তা না হলে কীভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার কর্মসূচি থেকে বলতে পারেন, কবে পঞ্চায়েত ভোট হবে ।

এ দিন তৃণমূল কংগ্রেসের অবাধ এবং শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচনের কথাকে ভিত্তিহীন বলে দাবি করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি । তাঁর পালটা দাবি, "দম থাকলে আদালতে হলফনামা দিয়ে বলুন, আমি বাংলার মুখ্যমন্ত্রী কথা দিচ্ছি এই বাংলার প্রত্যেকটা মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন । তার দায়িত্ব আমি নিলাম । যদি না পারি, আপনারা আমাকে আর সমর্থন করবেন না ।"

প্রসঙ্গত, শুক্রবার সাংবাদিক সম্মেলনের শুরু থেকেই সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক ছিলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা । নয়া রাজ্য নির্বাচন কমিশনার তৃণমূলের অঙ্গুলিহেলনে কাজ করছেন বলে অভিযোগ করে অধীর চৌধুরী বলেন, এই নির্বাচন কমিশনারের আমলে পঞ্চায়েত নির্বাচন কেমন হবে তা বোঝা যাচ্ছে ।

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার জন্য দেওয়া সময় পর্যাপ্ত নয়, সাফ জানাল হাইকোর্ট

তিনি বলেন, সাংবাদিকদের তরফ থেকে প্রশ্ন করা হয়েছিল অনলাইনে কি পঞ্চায়েত নির্বাচন সম্ভব ? জবাবে নির্বাচন কমিশনার জানিয়েছেন, তিনি সরকারের সঙ্গে কথা বলে নিয়ে তারপরে জানাবেন । অতএব এর থেকেই প্রমাণিত হয়েছে যে, বর্তমান নির্বাচন কমিশনার পঞ্চায়েত পরিচালনার ক্ষেত্রে অদক্ষ এবং অযোগ্য । কারণ নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর নির্বাচন পরিচালনা করার দায়-দায়িত্ব সবকিছুই থাকে নির্বাচন কমিশনের উপর । এই অবস্থায় সরকারের উপর নির্ভরশীলতা প্রমাণ করে এই নির্বাচন কমিশনারের আমলে পঞ্চায়েত নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হতে পারে না ।

এ দিন পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন নিয়ে সময় না দেওয়ার প্রেক্ষিতে অধীর চৌধুরী বলেছেন, "আমরা বিশ্বাস করি পঞ্চায়েত নির্বাচনকে মানুষের উৎসবে পরিণত করার প্রয়োজন রয়েছে । সেই জায়গায় সবচেয়ে বড় আঘাতটা আনা হল মনোনয়নের সময়টা কমিয়ে দিয়ে ।" অধীর চৌধুরী অভিযোগ, মানুষ যাতে মনোনয়ন দিতে গিয়ে সময় সংকটে ভোগে সেই ব্যবস্থা করে দিয়েছে নির্বাচন কমিশন ।

কলকাতা, 9 জুন: পঞ্চায়েত ভোটে বিরোধীদের কথা না ভেবেই নির্বাচন ঘোষণা করে দেওয়া হয়েছে । এমনকী মনোনয়ন জমা দেওয়ার জন্য পর্যাপ্ত সময়ও দেওয়া হয়নি । এইভাবে কী করে নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ হতে পারে । শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এ ভাবেই রাজ্যের নবনিযুক্ত নির্বাচন কমিশনার রাজীবা সিনহার সিদ্ধান্তের উপর প্রশ্ন তুলে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী । একইসঙ্গে, তিনি দাবি করেছেন, পঞ্চায়েত ভোট নির্বাচন কমিশনারের অফিস নয়, পরিচালিত হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে । তা না হলে কীভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার কর্মসূচি থেকে বলতে পারেন, কবে পঞ্চায়েত ভোট হবে ।

এ দিন তৃণমূল কংগ্রেসের অবাধ এবং শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচনের কথাকে ভিত্তিহীন বলে দাবি করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি । তাঁর পালটা দাবি, "দম থাকলে আদালতে হলফনামা দিয়ে বলুন, আমি বাংলার মুখ্যমন্ত্রী কথা দিচ্ছি এই বাংলার প্রত্যেকটা মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন । তার দায়িত্ব আমি নিলাম । যদি না পারি, আপনারা আমাকে আর সমর্থন করবেন না ।"

প্রসঙ্গত, শুক্রবার সাংবাদিক সম্মেলনের শুরু থেকেই সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক ছিলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা । নয়া রাজ্য নির্বাচন কমিশনার তৃণমূলের অঙ্গুলিহেলনে কাজ করছেন বলে অভিযোগ করে অধীর চৌধুরী বলেন, এই নির্বাচন কমিশনারের আমলে পঞ্চায়েত নির্বাচন কেমন হবে তা বোঝা যাচ্ছে ।

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার জন্য দেওয়া সময় পর্যাপ্ত নয়, সাফ জানাল হাইকোর্ট

তিনি বলেন, সাংবাদিকদের তরফ থেকে প্রশ্ন করা হয়েছিল অনলাইনে কি পঞ্চায়েত নির্বাচন সম্ভব ? জবাবে নির্বাচন কমিশনার জানিয়েছেন, তিনি সরকারের সঙ্গে কথা বলে নিয়ে তারপরে জানাবেন । অতএব এর থেকেই প্রমাণিত হয়েছে যে, বর্তমান নির্বাচন কমিশনার পঞ্চায়েত পরিচালনার ক্ষেত্রে অদক্ষ এবং অযোগ্য । কারণ নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর নির্বাচন পরিচালনা করার দায়-দায়িত্ব সবকিছুই থাকে নির্বাচন কমিশনের উপর । এই অবস্থায় সরকারের উপর নির্ভরশীলতা প্রমাণ করে এই নির্বাচন কমিশনারের আমলে পঞ্চায়েত নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হতে পারে না ।

এ দিন পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন নিয়ে সময় না দেওয়ার প্রেক্ষিতে অধীর চৌধুরী বলেছেন, "আমরা বিশ্বাস করি পঞ্চায়েত নির্বাচনকে মানুষের উৎসবে পরিণত করার প্রয়োজন রয়েছে । সেই জায়গায় সবচেয়ে বড় আঘাতটা আনা হল মনোনয়নের সময়টা কমিয়ে দিয়ে ।" অধীর চৌধুরী অভিযোগ, মানুষ যাতে মনোনয়ন দিতে গিয়ে সময় সংকটে ভোগে সেই ব্যবস্থা করে দিয়েছে নির্বাচন কমিশন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.