ETV Bharat / state

Adhir Writes to Birla: সংসদে বিরোধীদের কণ্ঠরোধ নিয়ে অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি অধীরের - লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা

সংসদে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে ৷ মাইক বন্ধ করে রাখা হচ্ছে ৷ এই অভিযোগ তুলে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখলেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী (Adhir on Suppression of oppositions voice) ৷

Adhir Writes to Birla
Adhir Writes to Birla
author img

By

Published : Mar 15, 2023, 8:26 PM IST

কলকাতা, 15 মার্চ: লোকসভায় বিরোধীদের কোনও ভাবেই কথা বলতে দেওয়া হচ্ছে না । এমনকি বিরোধীদের টেবিলের সামনে থাকা মাইক মিউট করে রাখা হচ্ছে । বুধবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে (LS Speaker Om Birla) এই নিয়ে চিঠি লিখে দ্বিতীয়বার অভিযোগ করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী (Congress MP Adhir Ranjan Chowdhury) । তাঁর আরও অভিযোগ, "বিজেপি সরকারের মন্ত্রীরাও নানাভাবে বিরোধীদের কথা বলতে দেওয়ার সুযোগ বানচাল করে দিচ্ছে ।"

বুধবার সন্ধ্যায় লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে পাঠানো চিঠিতে অধীর লিখেছেন, "ভারাক্রান্ত হৃদয় এবং গভীর যন্ত্রণার সঙ্গে আমি আপনাকে এই দ্বিতীয় চিঠিটি লিখছি সংসদে সরকারী পৃষ্ঠপোষকতায় ব্যাঘাতের বিষয়ে । 13 মার্চ বিরতির পরে অধিবেশন পুনরায় শুরু হওয়ার পর থেকে সংসদে সরকার দ্বারা ব্যাঘাত ঘটছে । যা আমার কাছে মনে হচ্ছে যেন ক্ষমতায় থাকা দলের পক্ষ থেকে বিরোধী দলের শ্রেষ্ঠ সদস্য রাহুল গান্ধির (Rahul Gandhi) ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে । মন্ত্রীরাও সোচ্চার হয়ে কার্যধারা ব্যহত করার জন্য নেতৃত্ব দেন । বিরোধী দলের নেতাদের কণ্ঠস্বর একেবারেই শোনা যাচ্ছে না ।"

এরপরেই মাইক বন্ধ রাখার বিষয় উল্লেখ করে অধীর রঞ্জন চৌধুরী আরও লেখেন, "আমার টেবিলের সামনের মাইকটি গত তিনদিন ধরে বন্ধ করা রয়েছে । যার ফলস্বরূপ আমি আমাদের বিরুদ্ধে ওঠা অযৌক্তিক অভিযোগের প্রতিবাদে আমার মতামত প্রকাশ করতে ব্যর্থ হয়েছি ।’’ তাঁর দাবি, এর ফলে ভারতে গণতন্ত্রের কণ্ঠরোধ নিয়ে রাহুল গান্ধির অভিযোগই সত্যি বলে প্রমাণিত হচ্ছে ৷

এখানেই শেষ নয় । অধীরের আরও বক্তব্য, "সংসদের প্রতিষ্ঠানকে গণতন্ত্রের একটি শক্তিশালী স্তম্ভ হিসাবে বিবেচনা করা হয় ও সংসদের সুষ্ঠু কার্য পরিচালনা একটি দেশের গণতন্ত্রের সাফল্যকে অনেকাংশে প্রকাশ করে ।" যা বারবার বিঘ্নিত হচ্ছে বলে মত অধীরের । তাই, অধ্যক্ষের কাছে গোটা ঘটনা তুলে ধরে হস্তক্ষেপ চেয়েছেন । যাতে বিরোধী সদস্যরা সুষ্ঠুভাবে হাউজে তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরার সুযোগ পান ও এইভাবে নির্বাচিত প্রতিনিধি হিসেবে মৌলিক রাজনৈতিক অধিকার উপভোগ করতে পারেন ।

আরও পড়ুন: আদানি-মোদি ইস্যুতে রাহুলের বক্তব্য বিকৃত করার অভিযোগ, বিড়লাকে চিঠি অধীরের

কলকাতা, 15 মার্চ: লোকসভায় বিরোধীদের কোনও ভাবেই কথা বলতে দেওয়া হচ্ছে না । এমনকি বিরোধীদের টেবিলের সামনে থাকা মাইক মিউট করে রাখা হচ্ছে । বুধবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে (LS Speaker Om Birla) এই নিয়ে চিঠি লিখে দ্বিতীয়বার অভিযোগ করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী (Congress MP Adhir Ranjan Chowdhury) । তাঁর আরও অভিযোগ, "বিজেপি সরকারের মন্ত্রীরাও নানাভাবে বিরোধীদের কথা বলতে দেওয়ার সুযোগ বানচাল করে দিচ্ছে ।"

বুধবার সন্ধ্যায় লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে পাঠানো চিঠিতে অধীর লিখেছেন, "ভারাক্রান্ত হৃদয় এবং গভীর যন্ত্রণার সঙ্গে আমি আপনাকে এই দ্বিতীয় চিঠিটি লিখছি সংসদে সরকারী পৃষ্ঠপোষকতায় ব্যাঘাতের বিষয়ে । 13 মার্চ বিরতির পরে অধিবেশন পুনরায় শুরু হওয়ার পর থেকে সংসদে সরকার দ্বারা ব্যাঘাত ঘটছে । যা আমার কাছে মনে হচ্ছে যেন ক্ষমতায় থাকা দলের পক্ষ থেকে বিরোধী দলের শ্রেষ্ঠ সদস্য রাহুল গান্ধির (Rahul Gandhi) ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে । মন্ত্রীরাও সোচ্চার হয়ে কার্যধারা ব্যহত করার জন্য নেতৃত্ব দেন । বিরোধী দলের নেতাদের কণ্ঠস্বর একেবারেই শোনা যাচ্ছে না ।"

এরপরেই মাইক বন্ধ রাখার বিষয় উল্লেখ করে অধীর রঞ্জন চৌধুরী আরও লেখেন, "আমার টেবিলের সামনের মাইকটি গত তিনদিন ধরে বন্ধ করা রয়েছে । যার ফলস্বরূপ আমি আমাদের বিরুদ্ধে ওঠা অযৌক্তিক অভিযোগের প্রতিবাদে আমার মতামত প্রকাশ করতে ব্যর্থ হয়েছি ।’’ তাঁর দাবি, এর ফলে ভারতে গণতন্ত্রের কণ্ঠরোধ নিয়ে রাহুল গান্ধির অভিযোগই সত্যি বলে প্রমাণিত হচ্ছে ৷

এখানেই শেষ নয় । অধীরের আরও বক্তব্য, "সংসদের প্রতিষ্ঠানকে গণতন্ত্রের একটি শক্তিশালী স্তম্ভ হিসাবে বিবেচনা করা হয় ও সংসদের সুষ্ঠু কার্য পরিচালনা একটি দেশের গণতন্ত্রের সাফল্যকে অনেকাংশে প্রকাশ করে ।" যা বারবার বিঘ্নিত হচ্ছে বলে মত অধীরের । তাই, অধ্যক্ষের কাছে গোটা ঘটনা তুলে ধরে হস্তক্ষেপ চেয়েছেন । যাতে বিরোধী সদস্যরা সুষ্ঠুভাবে হাউজে তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরার সুযোগ পান ও এইভাবে নির্বাচিত প্রতিনিধি হিসেবে মৌলিক রাজনৈতিক অধিকার উপভোগ করতে পারেন ।

আরও পড়ুন: আদানি-মোদি ইস্যুতে রাহুলের বক্তব্য বিকৃত করার অভিযোগ, বিড়লাকে চিঠি অধীরের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.