ETV Bharat / state

ঘরে ফেরার জন্য শ্রমিকদের রেলের ভাড়া দেবে কংগ্রেস - coronavirus

ঘরে ফেরানোর জন্য দরিদ্র শ্রমিকদের কাছ থেকে কেন্দ্র ট্রেনের ভাড়া নিচ্ছে । কেন্দ্রীয় সরকারের কাছে প্রাক্তন রেলমন্ত্রী অধীর চৌধুরির আবেদন, শ্রমিকদের কাছ থেকে রেল ভাড়া নেবেন না । অবিলম্বে বিনা পয়সায় মানুষকে ঘরে ফেরানো হোক । শ্রমিকদের ঘরে ফেরার খরচ কংগ্রেস মিটিয়ে দেবে ।

ঘরে ফেরার জন্য শ্রমিকদের রেলের ভাড়া দেবে কংগ্রেস
ঘরে ফেরার জন্য শ্রমিকদের রেলের ভাড়া দেবে কংগ্রেস
author img

By

Published : May 4, 2020, 6:57 PM IST

Updated : May 4, 2020, 7:02 PM IST

কলকাতা, 4 মে : মানবতার বাইরে রাজনীতি নয় । অসহায়, বিপন্ন মানুষগুলোকে ঘরে ফেরাতে কেন্দ্রীয় সরকার টালবাহানা করছে । ঘরে ফেরানোর জন্য দরিদ্র শ্রমিকদের কাছ থেকে কেন্দ্র ট্রেনের ভাড়া নিচ্ছে । কেন্দ্রীয় সরকারের কাছে প্রাক্তন রেলমন্ত্রী অধীর চৌধুরির আবেদন, শ্রমিকদের কাছ থেকে রেল ভাড়া নেবেন না । তিনি বলেন, কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী জানিয়ে দিয়েছেন, কংগ্রেস ভিক্ষা করে শ্রমিকদের রেলের ভাড়া মিটিয়ে দেবে রেলকে ।

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভা প্রকাশ করেন অধীর চৌধুরি । তিনি বলেন, "প্রতিদিন কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রের কাছে দাবি জানানো হয়েছে, ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিক-সহ অসহায় মানুষ, রোগী, পড়ুয়া, পর্যটক সকলকে ঘরে ফেরাতে হবে । লকডাউনের 40 দিন পার হয়ে গিয়েছে । এতগুলো দিনে কঠিন নিয়ম পালন করতে গিয়ে পকেট শূন্য হয়ে গিয়েছে ভিন রাজ্যে আটকে থাকা মানুষগুলোর । এখন তাদের বাড়ি ফেরার সময় কেন্দ্রীয় সরকার তাদের কাছ থেকে অর্থ চাইছে । ঘরে ফেরার ভাড়া চাইছে । অথচ তারাই বিজয়মাল্যর মতো অনেকের ঋণ মকুব করে দিয়েছে । যারা ব্যাঙ্ক লুট করেছে, দেশের টাকা নিয়ে বিদেশে গিয়ে ফুর্তি করছে, তাদের হাজার হাজার কোটি টাকা মকুব করে দিয়েছে দেশের সরকার । আর গরিব মানুষদের বাড়ি ফেরাতে টাকা চাইছে তারা । অথচ সরকারের টাকার অভাব নেই ।"

অধীর চৌধুরি জানিয়েছেন, "ভারতবর্ষের রেল প্রতিদিন আড়াই কোটি মানুষকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দেয় । সেখানে লকডাউনে আটকে পড়া এরাজ্যের সমস্ত মানুষকে, ভিন রাজ্য থেকে আনতে পারছে না কেন্দ্র । সরকার লকডাউন ঘোষণা করেছিল । সরকারেরই দায়িত্ব বিনা পয়সায় সকলকে বাড়িতে ফিরিয়ে দেওয়া । সরকারের সমস্ত নির্দেশ, সব শর্ত মেনে মানুষ হাজার অসুবিধায় পড়েও লকডাউন পালন করছে । আজ বাড়ি ফেরার সময় সরকার হাত তুলে নিচ্ছে । অবিলম্বে বিনা পয়সায় মানুষকে ঘরে ফেরানো হোক । শ্রমিকদের ঘরে ফেরার খরচ কংগ্রেস মিটিয়ে দেবে ।" বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা বাংলার মানুষকে ঘরে ফেরানোর দাবি রয়েছে তাঁর । তিনি বলেন, মানবতার বাইরে রাজনীতি নয় ।

কলকাতা, 4 মে : মানবতার বাইরে রাজনীতি নয় । অসহায়, বিপন্ন মানুষগুলোকে ঘরে ফেরাতে কেন্দ্রীয় সরকার টালবাহানা করছে । ঘরে ফেরানোর জন্য দরিদ্র শ্রমিকদের কাছ থেকে কেন্দ্র ট্রেনের ভাড়া নিচ্ছে । কেন্দ্রীয় সরকারের কাছে প্রাক্তন রেলমন্ত্রী অধীর চৌধুরির আবেদন, শ্রমিকদের কাছ থেকে রেল ভাড়া নেবেন না । তিনি বলেন, কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী জানিয়ে দিয়েছেন, কংগ্রেস ভিক্ষা করে শ্রমিকদের রেলের ভাড়া মিটিয়ে দেবে রেলকে ।

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভা প্রকাশ করেন অধীর চৌধুরি । তিনি বলেন, "প্রতিদিন কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রের কাছে দাবি জানানো হয়েছে, ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিক-সহ অসহায় মানুষ, রোগী, পড়ুয়া, পর্যটক সকলকে ঘরে ফেরাতে হবে । লকডাউনের 40 দিন পার হয়ে গিয়েছে । এতগুলো দিনে কঠিন নিয়ম পালন করতে গিয়ে পকেট শূন্য হয়ে গিয়েছে ভিন রাজ্যে আটকে থাকা মানুষগুলোর । এখন তাদের বাড়ি ফেরার সময় কেন্দ্রীয় সরকার তাদের কাছ থেকে অর্থ চাইছে । ঘরে ফেরার ভাড়া চাইছে । অথচ তারাই বিজয়মাল্যর মতো অনেকের ঋণ মকুব করে দিয়েছে । যারা ব্যাঙ্ক লুট করেছে, দেশের টাকা নিয়ে বিদেশে গিয়ে ফুর্তি করছে, তাদের হাজার হাজার কোটি টাকা মকুব করে দিয়েছে দেশের সরকার । আর গরিব মানুষদের বাড়ি ফেরাতে টাকা চাইছে তারা । অথচ সরকারের টাকার অভাব নেই ।"

অধীর চৌধুরি জানিয়েছেন, "ভারতবর্ষের রেল প্রতিদিন আড়াই কোটি মানুষকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দেয় । সেখানে লকডাউনে আটকে পড়া এরাজ্যের সমস্ত মানুষকে, ভিন রাজ্য থেকে আনতে পারছে না কেন্দ্র । সরকার লকডাউন ঘোষণা করেছিল । সরকারেরই দায়িত্ব বিনা পয়সায় সকলকে বাড়িতে ফিরিয়ে দেওয়া । সরকারের সমস্ত নির্দেশ, সব শর্ত মেনে মানুষ হাজার অসুবিধায় পড়েও লকডাউন পালন করছে । আজ বাড়ি ফেরার সময় সরকার হাত তুলে নিচ্ছে । অবিলম্বে বিনা পয়সায় মানুষকে ঘরে ফেরানো হোক । শ্রমিকদের ঘরে ফেরার খরচ কংগ্রেস মিটিয়ে দেবে ।" বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা বাংলার মানুষকে ঘরে ফেরানোর দাবি রয়েছে তাঁর । তিনি বলেন, মানবতার বাইরে রাজনীতি নয় ।

Last Updated : May 4, 2020, 7:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.