ETV Bharat / state

Srabanti Chatterjee : মোহভঙ্গ, এবার বিজেপি ত্যাগ শ্রাবন্তীর - Kolkata

বিজেপি ছাড়লেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) ৷ এবছর বিধানসভা নির্বাচনের আগে পদ্মফুলে নাম লিখিয়েছিলেন অভিনেত্রী ৷ প্রার্থী হয়েছিলেন ৷ নির্বাচনে পরাজয় হয় তাঁর ৷ তারপর এই দলছাড়ার টুইট ৷

শ্রাবন্তী চট্টোপাধ্যায়
শ্রাবন্তী চট্টোপাধ্যায়
author img

By

Published : Nov 11, 2021, 11:50 AM IST

Updated : Nov 11, 2021, 3:44 PM IST

কলকাতা, 11 নভেম্বর : বিজেপি ছাড়লেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) ৷ একটি টুইটে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে একথা জানিয়েছেন তিনি ৷ তবে এখনই তৃণমূলে যোগদানের বিষয়ে কিছু বলেননি অভিনেত্রী ৷

টুইটে তিনি লেখেন, "যে দলের হয়ে গত বিধানসভা নির্বাচনে লড়েছিলাম, সেই বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করছি । বাংলার জন্য তাঁদের উদ্যোগী মনোভাব ও আন্তরিকতার অভাব দেখেই এই সিদ্ধান্ত ৷"

চলতি বছরের মার্চে রাজ্যে বিধানসভা নির্বাচনের ঠিক আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন টলি অভিনেত্রী ৷ সেই সময় তৎকালীন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র হাত থেকে বিজেপির পতাকা তুলে নিয়ে আনুষ্ঠানিক ভাবে পদ্মফুলে যোগ দেনরুপোলি পর্দার নায়িকা ৷

গেরুয়া শিবিরের সদস্য হওয়া পর তিনি বলেছিলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়নে শামিল হতে চাই । রাজ্যে ও কেন্দ্রে এক সরকার হওয়া দরকার । বাংলায় পরিবর্তন দরকার ।" সেই সময় শ্রাবন্তী প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছিলেন ৷ তিনি বলেছিলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুসরণ করি ৷ তিনি দেশের উন্নতিতে অনেক কিছু করছেন ৷ আমিও তাঁর হাত ধরে মানুষের জন্য কিছু করতে চাই ৷"

আরও পড়ুন : 'নগরীর নটীরা' হেরে ভূত, দলের শীর্ষ নেতৃত্বকে কটাক্ষ তথাগতর

রাজনীতিতে আসা প্রসঙ্গে তাঁর বাবার অনুপ্রেরণার কথা জানিয়ে বলেছিলেন, "আমার বাবা একজন রিটায়ার্ড আর্মি পার্সন ৷ তিনি সবসময় বলতেন তোকে রাজ্য নয়, দেশের জন্য করতে হবে ৷ আশা করব, এই নতুন পথ চলায় আপনারা আমার পাশে থাকবেন ৷ আমরা সবাই মিলে বাংলাকে সোনার বাংলা গড়ে তুলব ৷"

একুশের বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী হয়ে তৃণমূল কংগ্রেসের পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন শ্রাবন্তী ৷ কিন্তু নির্বাচনে হেরে যান তিনি ৷ এরপর থেকেই বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হতে থাকে নায়িকার ৷ বিজেপির কোনও কর্মসূচিতে তাঁকে দেখা যাচ্ছিল না ৷ এদিন পাকাপাকি ভাবে বিজেপির সঙ্গত্যাগের কথা ঘোষণা করেন ৷

  • Severing all ties with the BJP, the party for which I fought the last state elections.Reason being their lack of initiative and sincerity to further the cause of Bengal...

    — Srabanti (@srabantismile) November 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : যাওয়া-আসার পথে ...

বৃহস্পতিবার বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে টুইট করেন তিনি ৷ বিধানসভা নির্বাচনে পর্যদুস্ত হওয়ার পর বিজেপি ত্যাগের ধুম পড়ে গিয়েছে ৷ নির্বাচনের আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগদানকারীদের অধিকাংশই আজ তৃণমূলমুখী ৷ ভোটের আগে রুপোলি পর্দার বেশ কয়েকজনও গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন ৷ ভোটে হেরে তাঁরা প্রায় সবাই আজ নিষ্ক্রিয় ৷ এরই মধ্যে শ্রাবন্তী আজ দল ছাড়লেন ৷ এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রশংসা করে কবে তিনি তৃণমূলে ভেড়েন, এখন সেটাই দেখার ৷

আরও পড়ুন : BJP leader expelled : নারদ-প্রসঙ্গ টেনে শুভেন্দুকে খোঁচা, বহিষ্কৃত হাওড়ার বিজেপি নেতা

কলকাতা, 11 নভেম্বর : বিজেপি ছাড়লেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) ৷ একটি টুইটে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে একথা জানিয়েছেন তিনি ৷ তবে এখনই তৃণমূলে যোগদানের বিষয়ে কিছু বলেননি অভিনেত্রী ৷

টুইটে তিনি লেখেন, "যে দলের হয়ে গত বিধানসভা নির্বাচনে লড়েছিলাম, সেই বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করছি । বাংলার জন্য তাঁদের উদ্যোগী মনোভাব ও আন্তরিকতার অভাব দেখেই এই সিদ্ধান্ত ৷"

চলতি বছরের মার্চে রাজ্যে বিধানসভা নির্বাচনের ঠিক আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন টলি অভিনেত্রী ৷ সেই সময় তৎকালীন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র হাত থেকে বিজেপির পতাকা তুলে নিয়ে আনুষ্ঠানিক ভাবে পদ্মফুলে যোগ দেনরুপোলি পর্দার নায়িকা ৷

গেরুয়া শিবিরের সদস্য হওয়া পর তিনি বলেছিলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়নে শামিল হতে চাই । রাজ্যে ও কেন্দ্রে এক সরকার হওয়া দরকার । বাংলায় পরিবর্তন দরকার ।" সেই সময় শ্রাবন্তী প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছিলেন ৷ তিনি বলেছিলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুসরণ করি ৷ তিনি দেশের উন্নতিতে অনেক কিছু করছেন ৷ আমিও তাঁর হাত ধরে মানুষের জন্য কিছু করতে চাই ৷"

আরও পড়ুন : 'নগরীর নটীরা' হেরে ভূত, দলের শীর্ষ নেতৃত্বকে কটাক্ষ তথাগতর

রাজনীতিতে আসা প্রসঙ্গে তাঁর বাবার অনুপ্রেরণার কথা জানিয়ে বলেছিলেন, "আমার বাবা একজন রিটায়ার্ড আর্মি পার্সন ৷ তিনি সবসময় বলতেন তোকে রাজ্য নয়, দেশের জন্য করতে হবে ৷ আশা করব, এই নতুন পথ চলায় আপনারা আমার পাশে থাকবেন ৷ আমরা সবাই মিলে বাংলাকে সোনার বাংলা গড়ে তুলব ৷"

একুশের বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী হয়ে তৃণমূল কংগ্রেসের পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন শ্রাবন্তী ৷ কিন্তু নির্বাচনে হেরে যান তিনি ৷ এরপর থেকেই বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হতে থাকে নায়িকার ৷ বিজেপির কোনও কর্মসূচিতে তাঁকে দেখা যাচ্ছিল না ৷ এদিন পাকাপাকি ভাবে বিজেপির সঙ্গত্যাগের কথা ঘোষণা করেন ৷

  • Severing all ties with the BJP, the party for which I fought the last state elections.Reason being their lack of initiative and sincerity to further the cause of Bengal...

    — Srabanti (@srabantismile) November 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : যাওয়া-আসার পথে ...

বৃহস্পতিবার বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে টুইট করেন তিনি ৷ বিধানসভা নির্বাচনে পর্যদুস্ত হওয়ার পর বিজেপি ত্যাগের ধুম পড়ে গিয়েছে ৷ নির্বাচনের আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগদানকারীদের অধিকাংশই আজ তৃণমূলমুখী ৷ ভোটের আগে রুপোলি পর্দার বেশ কয়েকজনও গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন ৷ ভোটে হেরে তাঁরা প্রায় সবাই আজ নিষ্ক্রিয় ৷ এরই মধ্যে শ্রাবন্তী আজ দল ছাড়লেন ৷ এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রশংসা করে কবে তিনি তৃণমূলে ভেড়েন, এখন সেটাই দেখার ৷

আরও পড়ুন : BJP leader expelled : নারদ-প্রসঙ্গ টেনে শুভেন্দুকে খোঁচা, বহিষ্কৃত হাওড়ার বিজেপি নেতা

Last Updated : Nov 11, 2021, 3:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.