ETV Bharat / state

Bhaswar Chatterjee : কথা রাখলেন ভাস্বর, যৌনপল্লির দিদিদের থেকে ফোঁটা নিয়ে আপ্লুত অভিনেতা - Sonagachi

ভাইফোঁটাকে এদিন উৎসবের রূপ দিল দুর্বারের সদস্যরা। নীলমণি মিত্র স্ট্রিটে দুর্বারের যে দফতর রয়েছে, সেখানে ভাইফোঁটা পালিত হয় এদিন। খাওয়া দাওয়া-সহ উপহার বিনিময় সবই ছিল উৎসবের কেন্দ্রে।

Bhaswar Chatterjee
কথা রাখলেন ভাস্বর, যৌনপল্লির দিদিদের থেকে ফোঁটা নিয়ে আপ্লুত অভিনেতা
author img

By

Published : Nov 6, 2021, 5:53 PM IST

কলকাতা, 6 নভেম্বর : কথা দিয়েছিলেন দিদিদের। ভাইফোঁটার বিশেষ দিনে সেই কথা রাখলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। এশিয়ার বৃহত্তম যৌনপল্লি সোনাগাছির দিদিদের কাছ থেকে ভাইফোঁটা নিলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। বিশেষ দিনে তাঁদের ঘরে হাজির হবেন বলে পুজোর সময় দিদিদের কথা দিয়েছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা। এদিন কথা রাখলেন তিনি। শনিবার সকাল সকাল তিনি পৌঁছে গিয়েছিলেন সোনাগাছিতে। যৌনপল্লির ১৫ জন দিদির থেকে এদিন ফোঁটা নেন ভাস্বর।

সোনাগাছির কাজলদি আর বিশাখাদি'কে কাশ্মীরি বন্ধু মেহেরাজুদ্দিনের রেখে যাওয়া কাশ্মীরি সিল্ক শাড়ি উপহার দেন অভিনেতা। অন্য়ান্যদেরও দিলেন দারুণ সব উপহার ৷ প্রসঙ্গত, ভাইফোঁটাকে এদিন উৎসবের রূপ দিল 'দুর্বারে'র সদস্যরা। নীলমণি মিত্র স্ট্রিটে দুর্বারের যে দফতর রয়েছে, সেখানে ভাইফোঁটা পালিত হয় এদিন। খাওয়া দাওয়া-সহ উপহার বিনিময় সবই ছিল উৎসবের কেন্দ্রে।

আরও পড়ুন : আদিবাসী দিদির থেকে ভাইফোঁটা নিলেন অধীর

ভাস্বর ইটিভি ভারতকে বলেন, "দারুণ কাটল আজকের দিনটা। আমার সারাজীবন মনে থাকবে। ওঁরা একে একে এসে ফোঁটা দিলেন। আমার জন্য অনেক মিষ্টি সাজিয়ে রেখেছিলেন। নিজের হাতে আমায় জল খাওয়ালেন। অভিজিৎ মল্লিকের এনজিও বাগধারার সঙ্গে আমি সোনাগাছিতে সামাজিক কাজ করি। ওঁর আনুকূল্যেই আমার ওখানে যাওয়া। দুর্বারের আইনি দিক দেখেন মহাশ্বেতা মুখার্জি। মহাশ্বেতাদি'ও আমায় ফোঁটা দিলেন ৷ এত বছর ধরে এখানে ফোঁটা হচ্ছে, কিন্তু উনি কখনও ফোঁটা দেননি এখানে কাউকে। এবার দিলেন। গত দু'বছর এই ভাইফোঁটা অনুষ্ঠান হয়নি কোভিডের কারণে। এবার আবার হল। এত আন্তরিক ওঁরা যে, মনে হচ্ছিল যেন নিজের বাড়িতেই বসে ফোঁটা নিচ্ছি।" সব মিলিয়ে এক দারুণ দিনের সাক্ষী রইলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। অপেক্ষায় রইলেন আগামীবারের।

কলকাতা, 6 নভেম্বর : কথা দিয়েছিলেন দিদিদের। ভাইফোঁটার বিশেষ দিনে সেই কথা রাখলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। এশিয়ার বৃহত্তম যৌনপল্লি সোনাগাছির দিদিদের কাছ থেকে ভাইফোঁটা নিলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। বিশেষ দিনে তাঁদের ঘরে হাজির হবেন বলে পুজোর সময় দিদিদের কথা দিয়েছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা। এদিন কথা রাখলেন তিনি। শনিবার সকাল সকাল তিনি পৌঁছে গিয়েছিলেন সোনাগাছিতে। যৌনপল্লির ১৫ জন দিদির থেকে এদিন ফোঁটা নেন ভাস্বর।

সোনাগাছির কাজলদি আর বিশাখাদি'কে কাশ্মীরি বন্ধু মেহেরাজুদ্দিনের রেখে যাওয়া কাশ্মীরি সিল্ক শাড়ি উপহার দেন অভিনেতা। অন্য়ান্যদেরও দিলেন দারুণ সব উপহার ৷ প্রসঙ্গত, ভাইফোঁটাকে এদিন উৎসবের রূপ দিল 'দুর্বারে'র সদস্যরা। নীলমণি মিত্র স্ট্রিটে দুর্বারের যে দফতর রয়েছে, সেখানে ভাইফোঁটা পালিত হয় এদিন। খাওয়া দাওয়া-সহ উপহার বিনিময় সবই ছিল উৎসবের কেন্দ্রে।

আরও পড়ুন : আদিবাসী দিদির থেকে ভাইফোঁটা নিলেন অধীর

ভাস্বর ইটিভি ভারতকে বলেন, "দারুণ কাটল আজকের দিনটা। আমার সারাজীবন মনে থাকবে। ওঁরা একে একে এসে ফোঁটা দিলেন। আমার জন্য অনেক মিষ্টি সাজিয়ে রেখেছিলেন। নিজের হাতে আমায় জল খাওয়ালেন। অভিজিৎ মল্লিকের এনজিও বাগধারার সঙ্গে আমি সোনাগাছিতে সামাজিক কাজ করি। ওঁর আনুকূল্যেই আমার ওখানে যাওয়া। দুর্বারের আইনি দিক দেখেন মহাশ্বেতা মুখার্জি। মহাশ্বেতাদি'ও আমায় ফোঁটা দিলেন ৷ এত বছর ধরে এখানে ফোঁটা হচ্ছে, কিন্তু উনি কখনও ফোঁটা দেননি এখানে কাউকে। এবার দিলেন। গত দু'বছর এই ভাইফোঁটা অনুষ্ঠান হয়নি কোভিডের কারণে। এবার আবার হল। এত আন্তরিক ওঁরা যে, মনে হচ্ছিল যেন নিজের বাড়িতেই বসে ফোঁটা নিচ্ছি।" সব মিলিয়ে এক দারুণ দিনের সাক্ষী রইলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। অপেক্ষায় রইলেন আগামীবারের।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.