কলকাতা, 1 ফেব্রুয়ারি: 6 মাস ধরে লিভ ইন পার্টনারকে শারীরিক এবং মানসিক নির্যাতনের অভিযোগ উঠল শহরের (Kolkata Crime News) এক অভিনেতার বিরুদ্ধে (Actor Tortures Live-in Partner)। রাতে থানায় গিয়ে গোটা ঘটনা সবিস্তারে জানালেন নির্যাতিতা । লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরেই অভিযুক্ত অভিনেতাকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ । নিগৃহীতা তরুণীকে নিয়ে যাওয়া হয় এমআর বাঙুর হাসপাতালে । সেখানে তাঁর শারীরিক চিকিৎসা চলছে । পুলিশ সূত্রে খবর, ধৃত অভিনেতার নাম অসিত ভট্টাচার্য (Actor arrested)। ঘটনাটি ঘটেছে হরিদেবপুর থানা এলাকায় ।
টলিউডে কাজ পাইয়ে দেওয়ার নাম করে সম্পর্ক: অভিযোগ, 6 মাস আগে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের একটি গ্রামের এক তরুণীর সঙ্গে আলাপ হয় অভিযুক্ত অভিনেতার । বাংলা ধারাবাহিক ও ফিল্মের জগতে কাজ পাইয়ে দেওয়ার নাম করে তিনি সেই তরুণীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন বলে জানা গিয়েছে । তিনি তরুণীকে বলেন, টলিউডে কাজ পেতে হলে উত্তর 24 পরগনার বসিরহাটে থাকলে চলবে না ৷ আসতে হবে কলকাতায় ।
লিভ-ইন পার্টনারকে নির্যাতন: পুলিশের অভিযোগ, এই বলে নিজের বাড়িতে ওই তরুণীকে নিয়ে চলে আসেন অভিযুক্ত অসিত । শুরু হয় লিভ-ইন । কিন্তু ওই অভিনেতার বিরুদ্ধে তরুণী পুলিশকে জানিয়েছেন যে, কাজ তো জোটেইনি ৷ উলটে চরম শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে তাঁকে । পাশাপাশি জুটেছে হুমকি । নির্যাতিতার অভিযোগ, এই ঘটনা প্রকাশ্যে আনলে তাঁকে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দিয়ে মাসের পর মাস তাঁর উপর শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করেন ওই অভিনেতা ৷
আরও পড়ুন: নাবালিকাকে যৌন নির্যাতন, 12 ঘণ্টার মধ্যে গ্রেফতার অভিযুক্ত যুবক
জামাকাপড় ছিঁড়ে, কামড়ে নির্যাতন: পুলিশ জানিয়েছে, ওই অভিনেতা নিজেও টলিউডে কাজের প্রত্যাশায় ঘুরে বেড়াচ্ছেন বলে জানতে পারার পরই ওই তরুণীর সঙ্গে তাঁর সম্পর্ক আরও তিক্ত হয় । অভিযোগ, এর পরেই তরুণীকে লাগাতার শারীরিক নির্যাতন করা হত এবং তাঁর জামাকাপড় ছিঁড়ে দেওয়া হত ৷ অসিত তাঁকে অনেক সময় কামড়ে পর্যন্ত দিতেন বলে অভিযোগ ।
গ্রেফতার অভিনেতা: তরুণীর অভিযোগের ভিত্তিতে অভিনেতাকে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ । পুলিশ সূত্রে খবর, তাঁকে আলিপুর আদালতে পেশ করা হবে এবং নিজেদের হেফাজতে চেয়ে সঠিক ঘটনাটি কী হয়েছিল তা জানার চেষ্টা করা হবে । পাশাপাশি ওই তরুণীর পরিবারকে খবর দেওয়া হয়েছে । ইতিমধ্যেই তারা কলকাতা এসে পৌঁছেছে । ওই তরুণীর শরীরে একাধিক আঘাত রয়েছে বলে পুলিশ সূত্রে খবর । তাঁর চিকিৎসা চলছে । পাশাপাশি অভিনেতার ঘর থেকে একাধিক সামগ্রী বাজেয়াপ্ত করেছেন তদন্তকারী আধিকারিকরা ।