ETV Bharat / state

মাদক কাণ্ডে গ্রেফতার পলাতক অভিযুক্ত অমৃত সিং - লালবাজার

রাকেশ সিং মাদক কাণ্ডে অবশেষে পুলিশের জালে পলাতক অভিযুক্ত অমৃত সিং ৷ সূত্র মারফত খবর পেয়ে শনিবার রাতে পুণে থেকে তাঁকে গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দারা ৷

রাকেশ সিং মাদক কাণ্ডে গ্রেফতার পলাতক অভিযুক্ত অমৃত সিং
রাকেশ সিং মাদক কাণ্ডে গ্রেফতার পলাতক অভিযুক্ত অমৃত সিং
author img

By

Published : May 9, 2021, 10:55 AM IST

কলকাতা, 9 মে : রাকেশ সিং মাদক কাণ্ডে পলাতক অমৃত সিংকে অবশেষে গ্রেফতার করল কলকাতা পুলিশ । লালবাজার সূত্রে খবর, শনিবার রাতে পুণে থেকে অমৃত সিংকে গ্রেফতার করা হয়েছে ।


প্রসঙ্গত, রাকেশ সিংয়ের কথাতেই পামেলা গোস্বামীর গাড়িতে মাদক রেখেছিল অমৃত সিং এমনটাই জানা গিয়েছে । এই ঘটনায় প্রথমে নিউ আলিপুর থানা এলাকা থেকে পামেলা গোস্বামী এবং তাঁর সহকারি গ্রেফতার হওয়ার পরপরই পামেলা গোস্বামী দাবি করেন অমৃত সিং সব কিছু জানেন ।

তদন্তে নেমে বিজেপি নেতা রাকেশ সিংকে গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দারা । পরে তাঁর দুই ছেলেকেও গ্রেফতার করা হয় । কিন্তু অমৃত সিংয়ের খোঁজ পাচ্ছিলেন না লালবাজারের গোয়েন্দারা । খোঁজ না মেলায় এই ঘটনার 74 দিনের মাথায় অমৃত সিংকে পলাতক হিসেবে ঘোষণা করে চার্জশিট পেশ করে লালবাজার ।

অবশেষে শনিবার রাতে পুলিশের জালে ধরা পড়ল পলাতক অমৃত রাজ সিং । সূত্র মারফত খবর পেয়ে শনিবার রাতে পুণে থেকে তাঁকে গ্রেফতার করা হয় । তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় জিজ্ঞাসাবাদ করবে বলে জানিয়েছেন লালবাজারের গোয়েন্দারা ।

আরও পড়ুন : ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দুর

কলকাতা, 9 মে : রাকেশ সিং মাদক কাণ্ডে পলাতক অমৃত সিংকে অবশেষে গ্রেফতার করল কলকাতা পুলিশ । লালবাজার সূত্রে খবর, শনিবার রাতে পুণে থেকে অমৃত সিংকে গ্রেফতার করা হয়েছে ।


প্রসঙ্গত, রাকেশ সিংয়ের কথাতেই পামেলা গোস্বামীর গাড়িতে মাদক রেখেছিল অমৃত সিং এমনটাই জানা গিয়েছে । এই ঘটনায় প্রথমে নিউ আলিপুর থানা এলাকা থেকে পামেলা গোস্বামী এবং তাঁর সহকারি গ্রেফতার হওয়ার পরপরই পামেলা গোস্বামী দাবি করেন অমৃত সিং সব কিছু জানেন ।

তদন্তে নেমে বিজেপি নেতা রাকেশ সিংকে গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দারা । পরে তাঁর দুই ছেলেকেও গ্রেফতার করা হয় । কিন্তু অমৃত সিংয়ের খোঁজ পাচ্ছিলেন না লালবাজারের গোয়েন্দারা । খোঁজ না মেলায় এই ঘটনার 74 দিনের মাথায় অমৃত সিংকে পলাতক হিসেবে ঘোষণা করে চার্জশিট পেশ করে লালবাজার ।

অবশেষে শনিবার রাতে পুলিশের জালে ধরা পড়ল পলাতক অমৃত রাজ সিং । সূত্র মারফত খবর পেয়ে শনিবার রাতে পুণে থেকে তাঁকে গ্রেফতার করা হয় । তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় জিজ্ঞাসাবাদ করবে বলে জানিয়েছেন লালবাজারের গোয়েন্দারা ।

আরও পড়ুন : ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দুর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.