ETV Bharat / state

Kunal on Duttapukur Blast: বাজি কারখানা মানেই বেআইনি নয়, দত্তপুকুর বিস্ফোরণে সাফাই কুণালের - Duttapukur Blast

Kunal Ghosh on Duttapukur Explosion: দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনাকে মর্মান্তিক বলে মেনে নিয়েছেন কুণাল ঘোষ ৷ তবে, বাড়ির মধ্যে কারখানাগুলিকে বেআইনি বলতে নারাজ তৃণমূল মুখপাত্র ৷

Kunal on Duttapukur Blast ETV BHARAT
Kunal on Duttapukur Blast
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2023, 2:20 PM IST

Updated : Aug 27, 2023, 11:00 PM IST

বেআইনি বাজি কারখানার অভিযোগ অস্বীকার তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের

কলকাতা, 27 অগস্ট: দত্তপুকুরের ঘটনায় বেআইনি বাজি কারখানার তত্ত্ব মানতে নারাজ তৃণমূল ৷ রবিবার সকালের ঘটনা নিয়ে এমনই মত তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের ৷ তাঁর দাবি, ঘটনাটি মর্মান্তিক ও ভয়ংকর ৷ তবে, বাজি কারখানা মানেই বেআইনি হবে, এই ধারণা ভুল বলে মনে করেন তিনি ৷ পুলিশ তদন্ত করে সত্যিটা সামনে আনবে । উত্তর 24 পরগনার দত্তপুকুরে রবিবার সকালে ভয়াবহ বিস্ফোরণ ঘটে ৷ এই ঘটনায় অন্ততপক্ষে 6 জনের মৃত্যু হয়েছে ৷ অভিযোগ উঠেছে বেআইনিভাবে বাজি তৈরি করা হচ্ছিল বাড়ির ভিতরে ৷

তবে, বাজি কারখানা মানেই যে বেআইনি হবে, তা মানতে নারাজ কুণাল ঘোষ ৷ ইটিভি ভারতের সাংবাদিককে তিনি বলেন, ‘‘এই ঘটনা অবশ্যই মর্মান্তিক ৷ ঘটনা নয়, দুর্ঘটনা ৷ আর দুর্ঘটনা যে কোনও সময় হতে পারে ৷ তাই বলে বাজি কারখানা তুলে দিতে হবে, এটা কোনও কথা নয় ৷ আর বাজি কারখানা মানেই যে বেআইনি, এই ধারণা ভুল ৷ পুলিশ তদন্ত করছে ৷ কেন, কী কারণে এই দুর্ঘটনা, তা আগে জানতে হবে ৷ ভুললে চলবে না রাজ্যের লক্ষ লক্ষ মানুষ এই বাজি ব্যবসার সঙ্গে জড়িত ৷’’

দত্তপুকুরের ঘটনা তৃণমূল যেমন বেআইনি বলে মানতে নারাজ ৷ তেমনি, কুণাল এই ঘটনার তুলনা টানলেন দাক্ষিণাত্যের শিবকাশির সঙ্গে ৷ তাঁর যুক্তি, ‘‘দাক্ষিণাত্যের শিবকাশিতে নিয়মিত বিস্ফোরণ হয় ৷ তার মানে কি সেখানেও কারখানা তুলে দিতে হবে ?’’ এমনকি সাম্প্রতিককালে হওয়া বেশ কয়েকটি রেল দুর্ঘটনার প্রসঙ্গও টানেন কুণাল ঘোষ ৷ তাঁর দাবি, ‘‘নিয়মিত করে রেল দুর্ঘটনা হয় ৷ তাহলে কি রেলও তুলে দিতে হবে ?’’

আরও পড়ুন: অবৈধ বিস্ফোরক উৎপাদনের সঙ্গে তৃণমূল জড়িত, তাই রাজ্য এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে না: শুভেন্দু

তবে, বেআইনি বাজি কারখানা এবং ভারতীয় রেলকে তিনি কোন যুক্তিতে একসারিতে বসালেন ? তা খোলসা করেননি তৃণমূল মুখপাত্র ৷ তবে, সেই বাজি কারখানায় অনিয়ম ছিল কিনা, তা পুলিশ খতিয়ে দেখবে বলেও জানান তিনি ৷ এ ক্ষেত্রে রাজ্য সরকারের বাজি ক্লাস্টারের প্রসঙ্গও তুলে ধরেন কুণাল ঘোষ ৷ কিন্তু প্রশ্ন হল, এগরার ঘটনা 3 মাস পেরিয়ে গিয়েছে ৷ মুখ্যসচিবের নেতৃত্বে বাজি ক্লাস্টার তৈরির জন্য কমিটি গঠনও হয়েছে ৷ কিন্তু, তার অগ্রগতি কতদূর ? তা জানা নেই ৷

বেআইনি বাজি কারখানার অভিযোগ অস্বীকার তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের

কলকাতা, 27 অগস্ট: দত্তপুকুরের ঘটনায় বেআইনি বাজি কারখানার তত্ত্ব মানতে নারাজ তৃণমূল ৷ রবিবার সকালের ঘটনা নিয়ে এমনই মত তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের ৷ তাঁর দাবি, ঘটনাটি মর্মান্তিক ও ভয়ংকর ৷ তবে, বাজি কারখানা মানেই বেআইনি হবে, এই ধারণা ভুল বলে মনে করেন তিনি ৷ পুলিশ তদন্ত করে সত্যিটা সামনে আনবে । উত্তর 24 পরগনার দত্তপুকুরে রবিবার সকালে ভয়াবহ বিস্ফোরণ ঘটে ৷ এই ঘটনায় অন্ততপক্ষে 6 জনের মৃত্যু হয়েছে ৷ অভিযোগ উঠেছে বেআইনিভাবে বাজি তৈরি করা হচ্ছিল বাড়ির ভিতরে ৷

তবে, বাজি কারখানা মানেই যে বেআইনি হবে, তা মানতে নারাজ কুণাল ঘোষ ৷ ইটিভি ভারতের সাংবাদিককে তিনি বলেন, ‘‘এই ঘটনা অবশ্যই মর্মান্তিক ৷ ঘটনা নয়, দুর্ঘটনা ৷ আর দুর্ঘটনা যে কোনও সময় হতে পারে ৷ তাই বলে বাজি কারখানা তুলে দিতে হবে, এটা কোনও কথা নয় ৷ আর বাজি কারখানা মানেই যে বেআইনি, এই ধারণা ভুল ৷ পুলিশ তদন্ত করছে ৷ কেন, কী কারণে এই দুর্ঘটনা, তা আগে জানতে হবে ৷ ভুললে চলবে না রাজ্যের লক্ষ লক্ষ মানুষ এই বাজি ব্যবসার সঙ্গে জড়িত ৷’’

দত্তপুকুরের ঘটনা তৃণমূল যেমন বেআইনি বলে মানতে নারাজ ৷ তেমনি, কুণাল এই ঘটনার তুলনা টানলেন দাক্ষিণাত্যের শিবকাশির সঙ্গে ৷ তাঁর যুক্তি, ‘‘দাক্ষিণাত্যের শিবকাশিতে নিয়মিত বিস্ফোরণ হয় ৷ তার মানে কি সেখানেও কারখানা তুলে দিতে হবে ?’’ এমনকি সাম্প্রতিককালে হওয়া বেশ কয়েকটি রেল দুর্ঘটনার প্রসঙ্গও টানেন কুণাল ঘোষ ৷ তাঁর দাবি, ‘‘নিয়মিত করে রেল দুর্ঘটনা হয় ৷ তাহলে কি রেলও তুলে দিতে হবে ?’’

আরও পড়ুন: অবৈধ বিস্ফোরক উৎপাদনের সঙ্গে তৃণমূল জড়িত, তাই রাজ্য এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে না: শুভেন্দু

তবে, বেআইনি বাজি কারখানা এবং ভারতীয় রেলকে তিনি কোন যুক্তিতে একসারিতে বসালেন ? তা খোলসা করেননি তৃণমূল মুখপাত্র ৷ তবে, সেই বাজি কারখানায় অনিয়ম ছিল কিনা, তা পুলিশ খতিয়ে দেখবে বলেও জানান তিনি ৷ এ ক্ষেত্রে রাজ্য সরকারের বাজি ক্লাস্টারের প্রসঙ্গও তুলে ধরেন কুণাল ঘোষ ৷ কিন্তু প্রশ্ন হল, এগরার ঘটনা 3 মাস পেরিয়ে গিয়েছে ৷ মুখ্যসচিবের নেতৃত্বে বাজি ক্লাস্টার তৈরির জন্য কমিটি গঠনও হয়েছে ৷ কিন্তু, তার অগ্রগতি কতদূর ? তা জানা নেই ৷

Last Updated : Aug 27, 2023, 11:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.