ETV Bharat / state

লকডাউনের জের, কলকাতায় 11 দিনে দুর্ঘটনা মাত্র একটি - কোরোনা

টানা লকডাউনের জেরে কমেছে পথ দুর্ঘটনার সংখ্যা । লালবাজার সূত্রে খবর, এই কদিনে কলকাতায় দুর্ঘটনার সংখ্যা কমেছে ৯০ শতাংশ । লকডাউনের কারণে অর্থনীতিতে ধাক্কা লাগলেও সুফল মিলেছে দু'টি ক্ষেত্রে । পরিবেশ দূষণ মাত্রা ও পথ দুর্ঘটনার সংখ্যা রেকর্ড হারে কমেছে ।

kolkata
কলকাতা
author img

By

Published : Apr 4, 2020, 7:56 AM IST

কলকাতা, 4 এপ্রিল: লকডাউনের জেরে কমেছে পথ দুর্ঘটনার সংখ্যা । গত ১১ দিনে কলকাতায় পথ দুর্ঘটনা হয়েছে মাত্র একটি । মৃত্যুর কোনও খবর নেই ।

অন্যান্য সময় লেগেই থাকে দুর্ঘটনা । সব খবর মানুষের কাছে পৌঁছায় না । সাধারণভাবে বড় দুর্ঘটনার খবরই স্থান পায় সংবাদমাধ্যমে । অথচ কলকাতায় গড়ে পাঁচ থেকে ছয়টি দুর্ঘটনা ঘটে রোজ । কিন্তু গত 11 দিনে শহরে দুর্ঘটনার সংখ্যা মাত্র এক । সেই পথ দুর্ঘটনায় কারও মৃত্যু হয়নি । এছাড়া জনতা কারফিউয়ের দিন থেকে হিসেব করলে দুর্ঘটনার সংখ্যা মাত্র দুই । সেদিক থেকে দেখতে গেলে শহরে দুর্ঘটনা কমেছে 90 শতাংশেরও বেশি ।

22 মার্চ জনতা কারফিউয়ের ডাক দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বলতে গেলে সেদিন থেকেই ট্রেন চলাচল বন্ধ । ওইদিন থেকেই শহরে গাড়ির সংখ্যা কমে ব্যাপক হারে । 24 মার্চ থেকে কলকাতায় চলছে লকডাউন । সেদিন থেকে শহরে বিশেষ কয়েকটি ক্ষেত্র ছাড়া কোনও বাস চলাচল করছে না । গাড়ি চলাচলও সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত । বেশিরভাগ অফিস বন্ধ । রাস্তায় কম সংখ্যক মানুষ বের হচ্ছেন । সেই কারণেই দুর্ঘটনার সংখ্যা অত্যন্ত কমে গেছে বলে মত লালবাজারের । তথ্য বলছে, 22 মার্চ থেকে 3 এপ্রিল পর্যন্ত কলকাতায় মাত্র দুটি দুর্ঘটনা ঘটেছে ‌। 22 মার্চ সরশুনায় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন মহিলা । হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দু'দিন পর তাঁর মৃত্যু হয় । 24 তারিখের পর থেকে একটি মাত্র দুর্ঘটনা ঘটেছে । সেই দুর্ঘটনায় কারও মৃত্যু হয়নি । শিয়ালদার মৌলালিতে বাসের সঙ্গে গাড়ির ধাক্কা লাগে 28 মার্চ । সব মিলিয়ে দেখতে গেলে দুর্ঘটনা কমে গেছে 90 শতাংশেরও বেশি ।

লকডাউনের জেরে অর্থনীতিতে ধাক্কা লেগেছে যথেষ্ট । তবে কয়েকটি সুফল মিলেছে । একদিকে কমেছে পরিবেশ দূষণের মাত্রা । অন্যদিকে কলকাতায় দুর্ঘটনা ও অপরাধ সংখ্যাও কমেছে ।

কলকাতা, 4 এপ্রিল: লকডাউনের জেরে কমেছে পথ দুর্ঘটনার সংখ্যা । গত ১১ দিনে কলকাতায় পথ দুর্ঘটনা হয়েছে মাত্র একটি । মৃত্যুর কোনও খবর নেই ।

অন্যান্য সময় লেগেই থাকে দুর্ঘটনা । সব খবর মানুষের কাছে পৌঁছায় না । সাধারণভাবে বড় দুর্ঘটনার খবরই স্থান পায় সংবাদমাধ্যমে । অথচ কলকাতায় গড়ে পাঁচ থেকে ছয়টি দুর্ঘটনা ঘটে রোজ । কিন্তু গত 11 দিনে শহরে দুর্ঘটনার সংখ্যা মাত্র এক । সেই পথ দুর্ঘটনায় কারও মৃত্যু হয়নি । এছাড়া জনতা কারফিউয়ের দিন থেকে হিসেব করলে দুর্ঘটনার সংখ্যা মাত্র দুই । সেদিক থেকে দেখতে গেলে শহরে দুর্ঘটনা কমেছে 90 শতাংশেরও বেশি ।

22 মার্চ জনতা কারফিউয়ের ডাক দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বলতে গেলে সেদিন থেকেই ট্রেন চলাচল বন্ধ । ওইদিন থেকেই শহরে গাড়ির সংখ্যা কমে ব্যাপক হারে । 24 মার্চ থেকে কলকাতায় চলছে লকডাউন । সেদিন থেকে শহরে বিশেষ কয়েকটি ক্ষেত্র ছাড়া কোনও বাস চলাচল করছে না । গাড়ি চলাচলও সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত । বেশিরভাগ অফিস বন্ধ । রাস্তায় কম সংখ্যক মানুষ বের হচ্ছেন । সেই কারণেই দুর্ঘটনার সংখ্যা অত্যন্ত কমে গেছে বলে মত লালবাজারের । তথ্য বলছে, 22 মার্চ থেকে 3 এপ্রিল পর্যন্ত কলকাতায় মাত্র দুটি দুর্ঘটনা ঘটেছে ‌। 22 মার্চ সরশুনায় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন মহিলা । হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দু'দিন পর তাঁর মৃত্যু হয় । 24 তারিখের পর থেকে একটি মাত্র দুর্ঘটনা ঘটেছে । সেই দুর্ঘটনায় কারও মৃত্যু হয়নি । শিয়ালদার মৌলালিতে বাসের সঙ্গে গাড়ির ধাক্কা লাগে 28 মার্চ । সব মিলিয়ে দেখতে গেলে দুর্ঘটনা কমে গেছে 90 শতাংশেরও বেশি ।

লকডাউনের জেরে অর্থনীতিতে ধাক্কা লেগেছে যথেষ্ট । তবে কয়েকটি সুফল মিলেছে । একদিকে কমেছে পরিবেশ দূষণের মাত্রা । অন্যদিকে কলকাতায় দুর্ঘটনা ও অপরাধ সংখ্যাও কমেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.