ETV Bharat / state

ব্রেসব্রিজে বাস ও পণ্যবোঝাই গাড়ির সংঘর্ষ, গুরুতর আহত সিভিক ভলান্টিয়ার - গুরুতর আহত হয়েছেন সিভিক ভলান্টিয়ার অমিত দাস

আজ সকাল 7টা 15 মিনিট নাগাদ 12c/1 রুটের বাসটিকে ধাক্কা মারে একটি টাটা 1109 মডেলের পণ্যবোঝাই গাড়ি । দুর্ঘটনায় বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী চোট পেয়েছেন । তবে গুরুতর আহত হয়েছেন সিভিক ভলান্টিয়ার অমিত দাস।

ফাইল ফোটো
author img

By

Published : Aug 24, 2019, 11:39 AM IST

কলকাতা, 24 অগাস্ট : বাসের সঙ্গে পণ্যবোঝাই গাড়ির সংঘর্ষে গুরুতর আহত হলেন সিভিক ভলান্টিয়ার ৷ নাম অমিত দাস ৷ তড়িঘড়ি তাঁকে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ দুর্ঘটনাটি ব্রেসব্রিজের হাইড রোড ক্রসিংয়ের কাছে ঘটেছে ৷

আজ সকাল 7টা 15 মিনিট নাগাদ 12c/1 রুটের বাসটিকে ধাক্কা মারে একটি টাটা 1109 মডেলের পণ্যবোঝাই গাড়ি । দুর্ঘটনায় বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী চোট পেয়েছেন । তবে গুরুতর আহত হয়েছেন সিভিক ভলান্টিয়ার অমিত । তিনি কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ডিউটি করেন । তাঁর বাড়ি শিবরামপুর থেকে ডিউটিতে আসছিলেন । ছিলেন তারাতলাগামী বাসটিতে ।

বর্তমানে তিনি কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালেই চিকিৎসাধীন অমিত । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় তারাতলা থানার পুলিশ ৷ বাস এবং পণ্যবোঝাই গাড়ি, দুটিকেই আটক করা হয়েছে ।

কলকাতা, 24 অগাস্ট : বাসের সঙ্গে পণ্যবোঝাই গাড়ির সংঘর্ষে গুরুতর আহত হলেন সিভিক ভলান্টিয়ার ৷ নাম অমিত দাস ৷ তড়িঘড়ি তাঁকে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ দুর্ঘটনাটি ব্রেসব্রিজের হাইড রোড ক্রসিংয়ের কাছে ঘটেছে ৷

আজ সকাল 7টা 15 মিনিট নাগাদ 12c/1 রুটের বাসটিকে ধাক্কা মারে একটি টাটা 1109 মডেলের পণ্যবোঝাই গাড়ি । দুর্ঘটনায় বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী চোট পেয়েছেন । তবে গুরুতর আহত হয়েছেন সিভিক ভলান্টিয়ার অমিত । তিনি কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ডিউটি করেন । তাঁর বাড়ি শিবরামপুর থেকে ডিউটিতে আসছিলেন । ছিলেন তারাতলাগামী বাসটিতে ।

বর্তমানে তিনি কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালেই চিকিৎসাধীন অমিত । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় তারাতলা থানার পুলিশ ৷ বাস এবং পণ্যবোঝাই গাড়ি, দুটিকেই আটক করা হয়েছে ।

Intro:কলকাতা, ২৪ অগাস্ট: সাত সকালে দুর্ঘটনা কলকাতায়। এবার ব্রেস ব্রিজের হাইড রোড ক্রশিংয়ের কাছে ঘটল দুর্ঘটনা। যাত্রীবাহী বাসের সঙ্গে পন্যবাহী গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটে আজ সকালে। ঘটনায় বেশ কয়েকজন বাসযাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কলকাতা পুলিশের এক সিভিক ভলেন্টিয়ারকে। ঘটনায় এলাকাজুড়ে প্রবল উত্তেজনা ছড়িয়েছে।Body:পুলিশ সূত্রে খবর, সকাল 7:15 নাগাদ ঘটে এই দুর্ঘটনা। 12/c/1 রুটের বাসকে ধাক্কা মারে একটি টাটা1109 মডেলের পণ্যবাহী গাড়ি। ঘটনায় বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হন। তবে গুরুতর আহত হন সিভিক ভলেন্টিয়ার অমিত দাস। তিনি কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ডিউটি করেন। তিনি তাঁর বাড়ি শিবরামপুর থেকে ডিউটিতে আসছিলেন। ছিলেন তারাতলা মুখি বাসটিতে। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে। দুর্ঘটনার পর স্থানীয়রাই তড়িঘড়ি তাকে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তার চিকিৎসা চলছে। জানা গেছে তার ডান হাতে বেশ কয়েকটি জায়গায় ফ্র্যাকচার হয়েছে। চোট লেগেছে শরীরের অন্য কয়েকটি অংশেও।Conclusion:তারাতলা থানার পুলিশ ঘটনার কিছুক্ষণ পরেই ওই স্থানে যায়। বাস এবং পণ্যবাহী গাড়ি দুটিকেই আটক করা হয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.