কলকাতা , 17 জুন : সোমবার রাতে লাদাখের ভারত-চিন নিয়ন্ত্রণরেখায় দু'পক্ষের সংঘর্ষে শহিদ হয়েছেন 20 জওয়ান । তারই প্রতিবাদে ABVP-র রাজ্য সম্পাদক সুরঞ্জন সরকারের নেতৃত্বে কলকাতার সল্টলেক সেক্টর ওয়ানে চিনা দূতাবাসের সামনে বিক্ষোভ দেখাচ্ছে ABVP ।
মূলত, আজ কলকাতা শহরতলির ABVP-এর পক্ষ থেকে সল্টলেকে চিনা দূতাবাসের সামনে জমায়েতের ডাক দেওয়া হয়। সকাল 11 টা থেকে শুরু হয় এই জমায়েত। ABVP-এর পক্ষ থেকে হাতে প্ল্যাকার্ড নিয়ে সল্টলেকে চিনা দূতাবাসের সামনে রাস্তার মধ্যে বসে পড়ে বিক্ষুব্ধরা । বিক্ষোভ থেকে চিনা দ্রব্য বয়কটের ডাক দেওয়া হয় ।
ABVP-এর সম্পাদক সুরঞ্জন সরকার বলেন, "চিনা আগ্রাসনের বিরুদ্ধে আজ চিনা দূতাবাসের সামনে আমাদের এই বিক্ষোভ । লাদাখ সীমন্তে চিনা সেনা কাপুরুষের মতো ভারতীয় জওয়ানদের উপর আক্রমণ করেছে। কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন, চিনকে যোগ্য জবাব দেওয়া হোক।"