ETV Bharat / state

Abu Hasem Khan Choudhury files PIL: কেন্দ্রীয় বাহিনী-সহ 5 দফা দাবি, পঞ্চায়েত ভোট নিয়ে জনস্বার্থ মামলা আবু হাসেমের - পঞ্চায়েত ভোট

পঞ্চায়েত নির্বাচন (WB Panchayat Election 2023) নিয়ে জনস্বার্থ মামলা করছেন আবু হাসেম খান চৌধুরী (Abu Hasem Khan Choudhury files PIL) ৷ মামলায় কী কী দাবি তুলছেন এই প্রবীণ কংগ্রেস নেতা তথা মালদা দক্ষিণের সাংসদ ?

Abu Hasem Khan Choudhury files PIL on WB Panchayat Election 2023 at Calcutta High Court
ফাইল ছবি
author img

By

Published : Mar 6, 2023, 1:18 PM IST

কলকাতা, 6 মার্চ: রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচন (WB Panchayat Election 2023) যাতে অবাধ ও সুষ্ঠু হয়, তা নিশ্চিত করতে এবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন প্রবীণ কংগ্রেস নেতা তথা মালদা দক্ষিণের সাংসদ আবু হাসেম খান চৌধুরী ৷ মোট পাঁচ দফা দাবি সামনে রেখে আদালতে একটি জনস্বার্থ মামলা রুজু করছেন তিনি (Abu Hasem Khan Choudhury files PIL) ৷ সোমবার সকাল থেকেই সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷ আদালত সূত্রের খবর, এদিনের মধ্যেই সাংসদের মামলা রুজু হয়ে যাবে ৷ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চে মামলাটি রুজু করা হচ্ছে ৷ সবকিছু ঠিকঠাক এগোলে আগামী শুক্রবার এই মামলার প্রথম শুনানির দিন ধার্য করা হতে পারে ৷

সংশ্লিষ্ট মামলায় মোট পাঁচটি বিষয় তুলে ধরছেন কংগ্রেস সাংসদ ৷ এগুলি হল- 1) অনলাইনে মনোনয়ন পেশের বন্দোবস্ত, 2) মনোনয়ন পেশের পর থেকেই প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ, 3) কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে ভোট, 4) সমগ্র নির্বাচনী প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফি এবং 5) মোট 6 দফায় নির্বাচন ৷

রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি খোলাখুলি অভিযোগ করছে, গ্রাম বাংলার প্রশাসন ধরে রাখতে সন্ত্রাস ও হিংসার আশ্রয় নিতে পারে শাসকদল তৃণমূল কংগ্রেস ! ভোটে কারচুপির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না তারা ৷ এই প্রেক্ষাপটে অবাধ ও সুষ্ঠু ভোট করাতে প্রশাসন যাতে আরও কঠোর হয়, সেই দাবিও তোলা হচ্ছে ৷

আরও পড়ুন: 9 মার্চ পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করার উপর স্থগিতাদেশ হাইকোর্টের

সূত্রের দাবি, আগামী 2-3 মাসের মধ্যেই রাজ্যে পঞ্চায়েত ভোট হতে পারে ৷ কিন্তু, আসন সংরক্ষণের তালিকা এখনও তৈরি না হওয়ায় ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারেনি নির্বাচন কমিশন ৷ তার মধ্য়েই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে একটি মামলা রুজু করেছেন ৷ তাঁর দাবি, পঞ্চায়েত ভোট করাতে হবে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে ৷ শুভেন্দুর করা মামলার শুনানিও শুরু হয়েছে গিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে ৷ এবার সেই একই দাবিতে মামলা করছেন আবু হাসেম খান চৌধুরীও ৷

কলকাতা, 6 মার্চ: রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচন (WB Panchayat Election 2023) যাতে অবাধ ও সুষ্ঠু হয়, তা নিশ্চিত করতে এবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন প্রবীণ কংগ্রেস নেতা তথা মালদা দক্ষিণের সাংসদ আবু হাসেম খান চৌধুরী ৷ মোট পাঁচ দফা দাবি সামনে রেখে আদালতে একটি জনস্বার্থ মামলা রুজু করছেন তিনি (Abu Hasem Khan Choudhury files PIL) ৷ সোমবার সকাল থেকেই সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷ আদালত সূত্রের খবর, এদিনের মধ্যেই সাংসদের মামলা রুজু হয়ে যাবে ৷ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চে মামলাটি রুজু করা হচ্ছে ৷ সবকিছু ঠিকঠাক এগোলে আগামী শুক্রবার এই মামলার প্রথম শুনানির দিন ধার্য করা হতে পারে ৷

সংশ্লিষ্ট মামলায় মোট পাঁচটি বিষয় তুলে ধরছেন কংগ্রেস সাংসদ ৷ এগুলি হল- 1) অনলাইনে মনোনয়ন পেশের বন্দোবস্ত, 2) মনোনয়ন পেশের পর থেকেই প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ, 3) কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে ভোট, 4) সমগ্র নির্বাচনী প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফি এবং 5) মোট 6 দফায় নির্বাচন ৷

রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি খোলাখুলি অভিযোগ করছে, গ্রাম বাংলার প্রশাসন ধরে রাখতে সন্ত্রাস ও হিংসার আশ্রয় নিতে পারে শাসকদল তৃণমূল কংগ্রেস ! ভোটে কারচুপির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না তারা ৷ এই প্রেক্ষাপটে অবাধ ও সুষ্ঠু ভোট করাতে প্রশাসন যাতে আরও কঠোর হয়, সেই দাবিও তোলা হচ্ছে ৷

আরও পড়ুন: 9 মার্চ পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করার উপর স্থগিতাদেশ হাইকোর্টের

সূত্রের দাবি, আগামী 2-3 মাসের মধ্যেই রাজ্যে পঞ্চায়েত ভোট হতে পারে ৷ কিন্তু, আসন সংরক্ষণের তালিকা এখনও তৈরি না হওয়ায় ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারেনি নির্বাচন কমিশন ৷ তার মধ্য়েই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে একটি মামলা রুজু করেছেন ৷ তাঁর দাবি, পঞ্চায়েত ভোট করাতে হবে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে ৷ শুভেন্দুর করা মামলার শুনানিও শুরু হয়েছে গিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে ৷ এবার সেই একই দাবিতে মামলা করছেন আবু হাসেম খান চৌধুরীও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.