ETV Bharat / state

বৈঠকের গরহাজির শুভেন্দু, রাজ্য মানবাধিকার কমিশনে নপরাজিতের জায়গায় কি বাসুদেব!

Suvendu Adhikari absence of meeting in State Human Rights Commission: রাজ্য মানবাধিকার কমিশনের বৈঠকে গরহাজির শুভেন্দু ৷ রাজ্যের মুখ্যসচিব পদ থেকে অবসরের পর বাসুদেব বন্দ্যোপাধ্যায় মুখ্য তথ্য কমিশনারের দায়িত্ব সামলেছেন। এছাড়াও তিনি স্বরাষ্ট্রসচিব হিসেবেও কাজ করছেন দীর্ঘদিন। এবার এই প্রাক্তন আমলাকে রাজ্য মানবাধিকার কমিশনে বসানো হচ্ছে বলে খবর। উল্লেখ্য, এই মুহূর্তে রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে রয়েছেন প্রাক্তন বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 14, 2023, 7:37 PM IST

কলকাতা, 14 ডিসেম্বর: মানবাধিকার কমিশনের সদস্য হিসাবে রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি নপরাজিত মুখোপাধ্যায়ের কার্যকালের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তাঁর জায়গায় নতুন সদস্য মনোনয়ন করতে বৃহস্পতিবার বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্য মানবধিকার কমিশনের এক সদস্য মনোনয়নের জন্য এদিন নবান্নের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল রাজ্যের বিরোধী দল শুভেন্দু অধিকারীকেও। তবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওই বৈঠকে যোগ দেননি। সূত্রের খবর, নপরাজিত মুখোপাধ্যায়ের জায়গায় ওই পদে এদিন নিযুক্ত করা হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়কে। তবে আনুষ্ঠানিকভাবে এই খবর এখনও সরকারের তরফে জানানো হয়নি। জানা গিয়েছে এদিনের এই সিদ্ধান্তের পর বিষয়টি যাবে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে। তাঁর অনুমোদন পেলেই বিষয়টি আনুষ্ঠানিক ঘোষণা করা হতে পারে।

রাজ্যের মুখ্যসচিব পদ থেকে অবসরের পর বাসুদেব বন্দ্যোপাধ্যায় মুখ্য তথ্য কমিশনারের দায়িত্ব সামলেছেন। এছাড়াও তিনি স্বরাষ্ট্রসচিব হিসেবেও কাজ করছেন দীর্ঘদিন। এবার এই প্রাক্তন আমলাকে রাজ্য মানবাধিকার কমিশনে বসানো হচ্ছে বলে খবর। উল্লেখ্য, এই মুহূর্তে রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে রয়েছেন প্রাক্তন বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য। অবসরপ্রাপ্ত অপর বিচারপতি মধুমিতা মিত্র সদস্য হিসাবে আছেন। প্রশাসনিক সদস্য হিসাবে এতদিন নপরাজিত মুখোপাধ্যায় ছিলেন ৷ রাজ্যপালের অনুমোদন পেলে তাঁর জায়গায় নিয়োগ পেতে পারেন বাসুদেব বন্দ্যোপাধ্যায়।

এদিকে এদিনের বৈঠকে অনুপস্থিতি প্রসঙ্গে সোশাল মিডিয়ায় সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। তাঁর সাফ অভিযোগ, সরকার তাঁর পছন্দের লোককে বসানোর চেষ্টা করছে এই পদে। অন্যদিকে, ভোট পরবর্তী হিংসা এবং বগটুইয়ের ঘটনার সময় রাজ্য মানবাধিকার কমিশনের নিষ্ক্রিয়তাকে তুলে ধরে এই বৈঠক এড়িয়ে গিয়েছেন বলেও জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। যদিও এরপরেও কোনও পক্ষের তরফেই এই বিষয় নিয়ে পালটা কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন

কলকাতা, 14 ডিসেম্বর: মানবাধিকার কমিশনের সদস্য হিসাবে রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি নপরাজিত মুখোপাধ্যায়ের কার্যকালের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তাঁর জায়গায় নতুন সদস্য মনোনয়ন করতে বৃহস্পতিবার বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্য মানবধিকার কমিশনের এক সদস্য মনোনয়নের জন্য এদিন নবান্নের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল রাজ্যের বিরোধী দল শুভেন্দু অধিকারীকেও। তবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওই বৈঠকে যোগ দেননি। সূত্রের খবর, নপরাজিত মুখোপাধ্যায়ের জায়গায় ওই পদে এদিন নিযুক্ত করা হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়কে। তবে আনুষ্ঠানিকভাবে এই খবর এখনও সরকারের তরফে জানানো হয়নি। জানা গিয়েছে এদিনের এই সিদ্ধান্তের পর বিষয়টি যাবে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে। তাঁর অনুমোদন পেলেই বিষয়টি আনুষ্ঠানিক ঘোষণা করা হতে পারে।

রাজ্যের মুখ্যসচিব পদ থেকে অবসরের পর বাসুদেব বন্দ্যোপাধ্যায় মুখ্য তথ্য কমিশনারের দায়িত্ব সামলেছেন। এছাড়াও তিনি স্বরাষ্ট্রসচিব হিসেবেও কাজ করছেন দীর্ঘদিন। এবার এই প্রাক্তন আমলাকে রাজ্য মানবাধিকার কমিশনে বসানো হচ্ছে বলে খবর। উল্লেখ্য, এই মুহূর্তে রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে রয়েছেন প্রাক্তন বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য। অবসরপ্রাপ্ত অপর বিচারপতি মধুমিতা মিত্র সদস্য হিসাবে আছেন। প্রশাসনিক সদস্য হিসাবে এতদিন নপরাজিত মুখোপাধ্যায় ছিলেন ৷ রাজ্যপালের অনুমোদন পেলে তাঁর জায়গায় নিয়োগ পেতে পারেন বাসুদেব বন্দ্যোপাধ্যায়।

এদিকে এদিনের বৈঠকে অনুপস্থিতি প্রসঙ্গে সোশাল মিডিয়ায় সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। তাঁর সাফ অভিযোগ, সরকার তাঁর পছন্দের লোককে বসানোর চেষ্টা করছে এই পদে। অন্যদিকে, ভোট পরবর্তী হিংসা এবং বগটুইয়ের ঘটনার সময় রাজ্য মানবাধিকার কমিশনের নিষ্ক্রিয়তাকে তুলে ধরে এই বৈঠক এড়িয়ে গিয়েছেন বলেও জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। যদিও এরপরেও কোনও পক্ষের তরফেই এই বিষয় নিয়ে পালটা কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন

সংসদে হামলায় বঙ্গ-যোগ, মূল অভিযুক্ত ললিতের সঙ্গে কি সম্পর্ক নীলাক্ষ ও তাঁর বান্ধবীর?

সংসদে 'রং-বাজির' প্রভাব, নিরাপত্তার খাতিরে একাধিক পদক্ষেপ বিধানসভার অধ্যক্ষের

জ্যোতিপ্রিয়'র উপর কেন সিসিটিভি নজরদারি, হাইকোর্টের দ্বারস্থ মন্ত্রী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.