ETV Bharat / state

Rujira Banerjee: ইডির দফতরে অভিষেক-পত্নী রুজিরা, নিরাপত্তার কড়াকড়ি সিজিও কমপ্লেক্সে - Abhishek Banerjees Wife Rujira Banerjee

বুধবার সকাল 10.55-তে সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় ৷ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করে হচ্ছে ।

ইডির দফতরে পৌঁছলেন রুজিরা
Rujira Banerjee
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 11, 2023, 12:10 PM IST

Updated : Oct 11, 2023, 12:45 PM IST

নিরাপত্তার কড়াকড়ি সিজিও কমপ্লেক্সে

কলকাতা, 11 অক্টোবর: সিজিও কমপ্লেক্সে বুধবার সকাল 11টার মধ্যে পৌঁছে গেলেন রুজিরা বন্দ্যোপাধ্যায় । প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন ইডি-র আধিকারিকরা । রুজিরার গাড়ি সিজিও চত্বরে পৌঁছে যায় ঠিক সকাল 10 বেজে 55 মিনিটে । গাড়ি থেকে নেমে ভিতরে ঢুকে যান রুজিরা । এর আগে তাঁকে কয়লা পাচার মামলায় জিজ্ঞাসাবাদ করা হলেও এই প্রথম নিয়োগ মামলায় ডেকে পাঠানো হল তাঁকে । রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আজ ইডি দফতরে হাজিরা নিয়ে সকাল থেকেই সিজিও কমপ্লেক্সের বাইরে বিধাননগর পুলিশের তরফ থেকে আঁটোসাটো নিরাপত্তার ব্যবস্থা করা হয় ৷

ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি মামলায় এবং লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ৷ নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে ইডি জানতে পারে লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থাতে 2016 সাল পর্যন্ত অন্যতম ডিরেক্টর পদে ছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায় । সেই কারণেই তলব করা হয় তাঁকে । রুজিরা বন্দ্যোপাধ্যায়ের দেশে ও বিদেশে কতগুলি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, 2014 সালের পর থেকে এই সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোথায়, কোথায় লেনদেন হয়েছে, সেই সমস্ত নথি নিয়েই আজ রুজিরাকে হাজিরা দিতে বলা হয়েছে । সেই মতোই তিনি নির্ধারিত সময় ইডি দফতরে পৌঁছন ।

মূলত রুজিরা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আজ জানতে চাওয়া হবে, লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার সঙ্গে কারা কারা জড়িত রয়েছে ৷ এই সংস্থার আর কোথায় কোথায় সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তির সোর্স কী ৷ পাশাপাশি তাঁর সমস্ত বয়ান রেকর্ড করা হবে, সেই বয়ান দিল্লিতে ইডির সদর দফতেরে পাঠানো হবে । রুজিরা বন্দ্যোপাধ্যায়ের নথি যাচাই করার পাশাপাশি তাঁর বয়ান খতিয়ে দেখবেন ইডির আধিকারিকরা ৷

কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র গ্রেফতার হওয়ার পর ইডির তদন্তে উঠে আসে, শিক্ষক নিয়োগ দুর্নীতির বড় অংশের টাকা লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার মাধ্যমে সাদা করা হত । মূলত সেই বিষয় নিয়েই আজ জিজ্ঞাসাবাদ করা হবে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে । এই জিজ্ঞাসাবাদে কী তথ্য উঠে আসে বা নিয়োগ দুর্নীতির তদন্ত কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার ।

আরও পড়ুন: রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ফের বিদেশি নাগরিক বলে কটাক্ষ কেন্দ্রের, কী বলল হাইকোর্ট?

নিরাপত্তার কড়াকড়ি সিজিও কমপ্লেক্সে

কলকাতা, 11 অক্টোবর: সিজিও কমপ্লেক্সে বুধবার সকাল 11টার মধ্যে পৌঁছে গেলেন রুজিরা বন্দ্যোপাধ্যায় । প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন ইডি-র আধিকারিকরা । রুজিরার গাড়ি সিজিও চত্বরে পৌঁছে যায় ঠিক সকাল 10 বেজে 55 মিনিটে । গাড়ি থেকে নেমে ভিতরে ঢুকে যান রুজিরা । এর আগে তাঁকে কয়লা পাচার মামলায় জিজ্ঞাসাবাদ করা হলেও এই প্রথম নিয়োগ মামলায় ডেকে পাঠানো হল তাঁকে । রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আজ ইডি দফতরে হাজিরা নিয়ে সকাল থেকেই সিজিও কমপ্লেক্সের বাইরে বিধাননগর পুলিশের তরফ থেকে আঁটোসাটো নিরাপত্তার ব্যবস্থা করা হয় ৷

ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি মামলায় এবং লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ৷ নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে ইডি জানতে পারে লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থাতে 2016 সাল পর্যন্ত অন্যতম ডিরেক্টর পদে ছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায় । সেই কারণেই তলব করা হয় তাঁকে । রুজিরা বন্দ্যোপাধ্যায়ের দেশে ও বিদেশে কতগুলি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, 2014 সালের পর থেকে এই সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোথায়, কোথায় লেনদেন হয়েছে, সেই সমস্ত নথি নিয়েই আজ রুজিরাকে হাজিরা দিতে বলা হয়েছে । সেই মতোই তিনি নির্ধারিত সময় ইডি দফতরে পৌঁছন ।

মূলত রুজিরা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আজ জানতে চাওয়া হবে, লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার সঙ্গে কারা কারা জড়িত রয়েছে ৷ এই সংস্থার আর কোথায় কোথায় সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তির সোর্স কী ৷ পাশাপাশি তাঁর সমস্ত বয়ান রেকর্ড করা হবে, সেই বয়ান দিল্লিতে ইডির সদর দফতেরে পাঠানো হবে । রুজিরা বন্দ্যোপাধ্যায়ের নথি যাচাই করার পাশাপাশি তাঁর বয়ান খতিয়ে দেখবেন ইডির আধিকারিকরা ৷

কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র গ্রেফতার হওয়ার পর ইডির তদন্তে উঠে আসে, শিক্ষক নিয়োগ দুর্নীতির বড় অংশের টাকা লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার মাধ্যমে সাদা করা হত । মূলত সেই বিষয় নিয়েই আজ জিজ্ঞাসাবাদ করা হবে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে । এই জিজ্ঞাসাবাদে কী তথ্য উঠে আসে বা নিয়োগ দুর্নীতির তদন্ত কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার ।

আরও পড়ুন: রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ফের বিদেশি নাগরিক বলে কটাক্ষ কেন্দ্রের, কী বলল হাইকোর্ট?

Last Updated : Oct 11, 2023, 12:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.