কলকাতা, 25 অক্টোবর: চিকিৎসা পর্বের পর সবে বাড়ি ফিরেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে সোমবার সকাল থেকেই জল্পনা ছিল বাড়ির পুজোয় শেষ পর্যন্ত তাঁকে দেখা যাবে কিনা। শেষমেশ বাড়ির পুজো থেকে নিজেকে দূরে রাখতে পারলেন না অভিষেক। চিকিৎসকের বারণ উপেক্ষা করেই হাজির হলেন পুজোয়। সন্ধ্যায় চিকিৎসকের দেওয়া চশমা পড়ে পারিবারিক কালীপূজোয় হাজির হলেন (Abhishek Banerjee took part in family kali puja)।
মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (All India General Secretory of TMC Abhishek Banerjee) সামিল হওয়া নিশ্চয় কোনও নতুন ব্যাপার নয় । প্রতিবারই তিনি সপরিবারে পুজোয় অংশগ্রহণ করেন। শুধু পুজোয় অংশগ্রহণ নয়, অতিথি আপ্যায়ণ থেকে শুরু করে পুজোর তদারকি করতেও দেখা যায় ডায়মন্ড হারবারের সাংসদকে । তবে এবার পরিস্থিতি কিছুটা আলাদা। কারণ সদ্য চোখে জটিল অস্ত্রোপচার হয়েছে। এদিনই আমেরিকা থেকে ফিরেছেন। চিকিৎসক তাঁকে সম্পূর্ণভাবে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন। আর সেই কারণেই মনে করা হচ্ছিল এবার এই পুজোয় হয়তো সামিল নাও হতে পারেন তিনি। চিকিৎসকের পরামর্শ উপেক্ষা করে মুখ্যমন্ত্রীর বাড়িতে কালীপুজোয় অংশগ্রহণ করলেন অভিষেক। তবে যজ্ঞের সময় দূরেই থাকলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
আরও পড়ুন: রাত বাড়তেই শুরু বাজির তাণ্ডব, কন্ট্রোল রুম থেকে নজর রাখলেন মন্ত্রী মানস
প্রতিবছর মুখ্যমন্ত্রীর কালীপুজোয় তাঁকেই যজ্ঞে ঘৃতাহুতি দিতে দেখা যায়। কিন্তু সবে অস্ত্রোপচার করে ফিরে আসার পর আগুনের তেজ এবং ধোঁয়ায় চোখের ক্ষতি হতে পারে এই আশঙ্কায় নিজেকে সরিয়ে নিলেন। এই পর্ব থেকে নিজেকে দূরে রাখলেও অঞ্জলির সময় পরিবারের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন অভিষেক। এদিন দিনের শেষে অভিষেকের অঞ্জলি দেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, 2016 সালের অক্টোবরে মুর্শিদাবাদের এক দলীয় কর্মিসভা থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন অভিষেক। সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পথের ধারে দাঁড়িয়ে থাকা একটি দুধের গাড়িতে আচমকা ধাক্কা মেরে উল্টে যায় তৃণমূল সাংসদের গাড়ি। দুমড়ে যাওয়া গাড়ি থেকে অচৈতন্য অবস্থায় অভিষেককে উদ্ধার করা হয়েছিল। সেই দুর্ঘটনাতে সাংসদের বাঁ চোখের নীচে ‘অরবিটাল বোন’ ভেঙে যায়। সেই থেকেই চিকিৎসা চলছে। গত 12 অক্টোবর পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে অভিষেকের চিকিৎসা করেন অস্ত্রোপচার করেন জন্স হপকিন্স হাসপাতালের দুই অভিজ্ঞ শল্য চিকিৎসক। সে সময় অভিষেককে নিয়ে দুশ্চিন্তার কথাও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। অবশেষে ঘরে ফিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীপুজোতেও অংশ নিলেন অভিষেক।