কলকাতা, 13 জুন: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির ডাকে সাড়া দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আগেই জানিয়েছিলেন এই মুহূর্তে তিনি যেতে পারবেন না। পঞ্চায়েত নির্বাচনের পর তিনি যাবেন। সেটাই এবার আনুষ্ঠানিকভাবে আইনজীবীর মাধ্যমে চিঠি দিয়ে ইডিকে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজই তাঁর ইডির অফিসে হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু সেই কর্মসূচি ছেড়ে এদিন আসেননি অভিষেক। তার বদলে আইনজীবী মারফত চিঠি পাঠিয়ে অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করলেন তিনি। একই সঙ্গে তিনি এও জানিয়ে দিলেন, অতীতেও তিনি তদন্তে সাহায্য করেছেন আগামিদিনেও সাহায্য করবেন।
একইসঙ্গে তিনি এও জানতে চেয়েছেন যে মামলায় তাকে হাইকোর্ট জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন তার সঙ্গে যে দীর্ঘ তথ্যাবলী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চেয়েছে,তার সম্পর্ক কি! এদিন এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে চিঠি দেওয়া হয়েছে তাতে তিনি স্পষ্টভাবে বলেছেন, আজ সিজিও কমপ্লেক্স তথা ইডির অফিসে যাওয়া যাবে না ৷ কারণ তিনি এই মুহূর্তে তিনি কলকাতায় নেই ৷ এছাড়াও পশ্চিমবঙ্গের জনগণের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য একটি রাজ্যব্যাপী যাত্রার অংশ হিসাবে ভ্রমণ করছেন। যেহেতু পশ্চিমবঙ্গ রাজ্যের পঞ্চায়েত নির্বাচন 08.07.2023 তারিখে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয়েছে, সেক্ষেত্রে তাঁর প্রস্তুতিতেই নিযুক্ত রয়েছেন তিনি। তাই তাঁর পক্ষে এখনই হাজিরা দেওয়া সম্ভব নয়।
একইসঙ্গে তার চিঠিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ইতিমধ্যেই সংস্থার তরফ থেকে যে যে তথ্য তাঁর কাছ থেকে চাওয়া হয়েছে তা সংগ্রহের প্রক্রিয়া চালাচ্ছেন তিনি। কারণ বলা হয়েছে,এক দশকের বেশি সময়ের তথ্য তাঁর কাছ থেকে চাওয়া হয়েছে। সেগুলি সংগ্রহের প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তিনি ৷ এদিন অভিষেক এও জানিয়েছেন, আজ তিনি হাজিরা না-দিলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে অতীতেও সহযোগিতা করেছে আগামিদিনেও করবেন। তাৎপর্যপূর্ণভাবে এদিনের চিঠিতে ঠিক কোন ভিত্তিতে তাকে সমন করা হয়েছে, তা নিয়েও তথ্য চেয়েছেন অভিষেক ৷
-
TMC national general secretary and MP Abhishek Banerjee will not go to the ED office in Kolkata today as he is busy with Jan Sanjog Yatra and he will not be available.
— ANI (@ANI) June 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
ED had summoned him today in connection with the ongoing Teacher recruitment scam case.
(File photo) pic.twitter.com/XAEUrxtvtP
">TMC national general secretary and MP Abhishek Banerjee will not go to the ED office in Kolkata today as he is busy with Jan Sanjog Yatra and he will not be available.
— ANI (@ANI) June 13, 2023
ED had summoned him today in connection with the ongoing Teacher recruitment scam case.
(File photo) pic.twitter.com/XAEUrxtvtPTMC national general secretary and MP Abhishek Banerjee will not go to the ED office in Kolkata today as he is busy with Jan Sanjog Yatra and he will not be available.
— ANI (@ANI) June 13, 2023
ED had summoned him today in connection with the ongoing Teacher recruitment scam case.
(File photo) pic.twitter.com/XAEUrxtvtP
তবে এদিন অভিষেকের করা চিঠিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে পাল্টা প্রশ্নের মুখে পড়তে হয়েছে কারণ এই চিঠিতে তিনি জানতে চেয়েছেন, কুন্তল ঘোষের মামলার প্রেক্ষিতে হাইকোর্ট তাকে জিজ্ঞাসাবাদে নির্দেশ দিয়েছেন। কিন্তু তদন্তকারী সংস্থা যে বিশাল তথ্যাবলী তার কাছে চেয়েছে তার সঙ্গে ওই মামলা, 29 মার্চ দলীয় সভায় বক্তব্যের সম্পর্ক কি! উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আজ তাঁকে তলব করেছিল ইডি।
আরও পড়ুন: মনোনয়ন দেওয়ার সময় জুলুমবাজি করলে দল থেকে বহিষ্কার করতে দু'বার ভাবব না, কড়াবার্তা অভিষেকের