ETV Bharat / state

Abhishek Banerjee: বিরোধী জোটে তৃণমূল গুরুত্বপূর্ণ বলেই আমাকে নোটিশ', জিজ্ঞাসাবাদ শেষে মন্তব্য অভিষেকের

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 13, 2023, 11:02 PM IST

বুধবার সিজিও কমপ্লেক্সে দীর্ঘ 9 ঘণ্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে ইডি ৷ এই জিজ্ঞাসাবাদের নির্যাস মাইনাস টু বলে দাবি তাঁর ৷

ETV Bharat
অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 13 সেপ্টেম্বর: বুধবার দিনভর 'ইন্ডিয়া' জোটের সমন্বয় বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি নিয়ে আলোচনা ছিল রাজনৈতিক মহলে । কলকাতায় ইডি'র জিজ্ঞাসাবাদের ফলে এদিন দিল্লিতে ওই বৈঠকে যেতে পারেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ তাঁর অনুপস্থিতিতেই এদিন ইন্ডিয়া জোটের সমন্বয়ে বৈঠক অনুষ্ঠিত হয় । তবে 'ইন্ডিয়া' জোটের সমন্বয় বৈঠকে এদিন সকলের তরফে অভিষেকের পাশে থাকার বার্তা দেওয়া হয় ৷ এরজন্য বিরোধী জোটসঙ্গীদের ধন্যবাদ জানালেন অভিষেক ৷ একইসঙ্গে তিনি এও জানিয়ে দেন, বিরোধী জোটের তৃণমূল কতটা গুরুত্বপূর্ণ এর থেকেই বোঝা যায় যে, বেছে বেছে তৃণমূলকে টার্গেট করা হচ্ছে এই বৈঠকের দিন ।

বুধবার সিজিও কমপ্লেক্সে ইডি'র দীর্ঘ 9 ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি সকলের কাছে কৃতজ্ঞ, যাঁরা আমার পাশে থাকার বার্তা দিয়েছেন । এরা অত্যন্ত সিনিয়র মানুষ । উনাদের রাজনীতিতে দীর্ঘদিনের অনুভব রয়েছে । শরদ পাওয়ার থেকে শুরু করে সঞ্জয় রাউত বা কেসি বেনুগোপাল অথবা রাঘব চাড্ডা- আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি । একইসঙ্গে আমি খুশি যে আজকে বৈঠক হয়েছে । একটা কথা বলতে পারি, আজকের এই বৈঠক ভারতবর্ষের হিতে সম্পন্ন হয়েছে । এই বৈঠকে কী কথা হয়েছে তা আমি জানি না ৷ আমি এইমাত্র ইডি অফিস থেকে বেরিয়েছি । আমি নিশ্চয়ই ওনাদের সঙ্গে কথা বলব । একইসঙ্গে এই বার্তা দিতে চাই আগামী দিনে এই লড়াই জারি থাকবে ।"

একইসঙ্গে এদিন অভিষেক স্পষ্ট করে দিয়েছেন, তিনি মাথা নত করবেন না ৷ তাঁর কথায়, "মাথা নত করার মতো এমন মানুষ আমরা অর্থাৎ তৃণমূল কংগ্রেস নয় । সে কারণেই 14 সদস্যের বিরোধী জোটের যে কমিটি গঠন করা হয়েছে তার মধ্যে একমাত্র তদন্তকারী সংস্থার নোটিশ এসেছে আমাদের, তথা আমার উদ্দেশ্যে । একমাত্র টার্গেট করা হয়েছে তৃণমূল কংগ্রেসকেই । আমি কাউকে দোষারোপ করছি না । একইসঙ্গে কাউকে গুরুত্বহীন প্রমাণ করার চেষ্টাও করছি না । কিন্তু এর থেকেই প্রমাণিত হয় এই বিরোধী জোট গঠন করার ক্ষেত্রে তৃণমূলে কংগ্রেসের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ । এটাই বাস্তব । বর্তমান সময়ের তৃণমূল কংগ্রেস যে ভূমিকা গ্রহণ করেছে তা অপরিসীম ।"

আরও পড়ুন: 9 ঘণ্টা জেরা শেষে ইডি দফতরের বাইরে দাঁড়িয়েই তদন্তকারী সংস্থাকে চ্যালেঞ্জ অভিষেকের

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, আলাদা মতাদর্শ, কোথাও কোথাও ইস্যুগত মতপার্থক্য থাকা সত্ত্বেও বিরোধী রাজনৈতিক দল গুলিকে এক ছাতার তলায় আনার ক্ষেত্রে তৃণমূলের ভূমিকাকে পর্যালোচনা করেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বিজেপির তরফে ৷ একই সঙ্গে তিনি সমস্ত রাজনৈতিক দলগুলিকে তার পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদও দিয়েছেন । এদিন তাঁকে প্রশ্ন করা হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের এই জিজ্ঞাসাবাদ কি আদতে রাজনৈতিক প্রতিহিংসা ? জবাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "যদি তা নাই হবে তাহলে জিজ্ঞাসাবাদ এর জন্য আজকের দিনটাকে কেন বেছে নেওয়া হলো ! অফিসারেরা গতকাল আমাকে ডাকতে পারতেন অথবা আগামিকাল ডাকতে পারতেন ! যেহেতু বেছে বেছে বিরোধী সমন্বয়ে বৈঠকের দিনটিতে আমাকে ডেকেছে এর থেকেই পরিষ্কার রাজনৈতিক প্রতিহিংসা থেকেই ডাকা হয়েছে ।"

কলকাতা, 13 সেপ্টেম্বর: বুধবার দিনভর 'ইন্ডিয়া' জোটের সমন্বয় বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি নিয়ে আলোচনা ছিল রাজনৈতিক মহলে । কলকাতায় ইডি'র জিজ্ঞাসাবাদের ফলে এদিন দিল্লিতে ওই বৈঠকে যেতে পারেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ তাঁর অনুপস্থিতিতেই এদিন ইন্ডিয়া জোটের সমন্বয়ে বৈঠক অনুষ্ঠিত হয় । তবে 'ইন্ডিয়া' জোটের সমন্বয় বৈঠকে এদিন সকলের তরফে অভিষেকের পাশে থাকার বার্তা দেওয়া হয় ৷ এরজন্য বিরোধী জোটসঙ্গীদের ধন্যবাদ জানালেন অভিষেক ৷ একইসঙ্গে তিনি এও জানিয়ে দেন, বিরোধী জোটের তৃণমূল কতটা গুরুত্বপূর্ণ এর থেকেই বোঝা যায় যে, বেছে বেছে তৃণমূলকে টার্গেট করা হচ্ছে এই বৈঠকের দিন ।

বুধবার সিজিও কমপ্লেক্সে ইডি'র দীর্ঘ 9 ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি সকলের কাছে কৃতজ্ঞ, যাঁরা আমার পাশে থাকার বার্তা দিয়েছেন । এরা অত্যন্ত সিনিয়র মানুষ । উনাদের রাজনীতিতে দীর্ঘদিনের অনুভব রয়েছে । শরদ পাওয়ার থেকে শুরু করে সঞ্জয় রাউত বা কেসি বেনুগোপাল অথবা রাঘব চাড্ডা- আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি । একইসঙ্গে আমি খুশি যে আজকে বৈঠক হয়েছে । একটা কথা বলতে পারি, আজকের এই বৈঠক ভারতবর্ষের হিতে সম্পন্ন হয়েছে । এই বৈঠকে কী কথা হয়েছে তা আমি জানি না ৷ আমি এইমাত্র ইডি অফিস থেকে বেরিয়েছি । আমি নিশ্চয়ই ওনাদের সঙ্গে কথা বলব । একইসঙ্গে এই বার্তা দিতে চাই আগামী দিনে এই লড়াই জারি থাকবে ।"

একইসঙ্গে এদিন অভিষেক স্পষ্ট করে দিয়েছেন, তিনি মাথা নত করবেন না ৷ তাঁর কথায়, "মাথা নত করার মতো এমন মানুষ আমরা অর্থাৎ তৃণমূল কংগ্রেস নয় । সে কারণেই 14 সদস্যের বিরোধী জোটের যে কমিটি গঠন করা হয়েছে তার মধ্যে একমাত্র তদন্তকারী সংস্থার নোটিশ এসেছে আমাদের, তথা আমার উদ্দেশ্যে । একমাত্র টার্গেট করা হয়েছে তৃণমূল কংগ্রেসকেই । আমি কাউকে দোষারোপ করছি না । একইসঙ্গে কাউকে গুরুত্বহীন প্রমাণ করার চেষ্টাও করছি না । কিন্তু এর থেকেই প্রমাণিত হয় এই বিরোধী জোট গঠন করার ক্ষেত্রে তৃণমূলে কংগ্রেসের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ । এটাই বাস্তব । বর্তমান সময়ের তৃণমূল কংগ্রেস যে ভূমিকা গ্রহণ করেছে তা অপরিসীম ।"

আরও পড়ুন: 9 ঘণ্টা জেরা শেষে ইডি দফতরের বাইরে দাঁড়িয়েই তদন্তকারী সংস্থাকে চ্যালেঞ্জ অভিষেকের

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, আলাদা মতাদর্শ, কোথাও কোথাও ইস্যুগত মতপার্থক্য থাকা সত্ত্বেও বিরোধী রাজনৈতিক দল গুলিকে এক ছাতার তলায় আনার ক্ষেত্রে তৃণমূলের ভূমিকাকে পর্যালোচনা করেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বিজেপির তরফে ৷ একই সঙ্গে তিনি সমস্ত রাজনৈতিক দলগুলিকে তার পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদও দিয়েছেন । এদিন তাঁকে প্রশ্ন করা হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের এই জিজ্ঞাসাবাদ কি আদতে রাজনৈতিক প্রতিহিংসা ? জবাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "যদি তা নাই হবে তাহলে জিজ্ঞাসাবাদ এর জন্য আজকের দিনটাকে কেন বেছে নেওয়া হলো ! অফিসারেরা গতকাল আমাকে ডাকতে পারতেন অথবা আগামিকাল ডাকতে পারতেন ! যেহেতু বেছে বেছে বিরোধী সমন্বয়ে বৈঠকের দিনটিতে আমাকে ডেকেছে এর থেকেই পরিষ্কার রাজনৈতিক প্রতিহিংসা থেকেই ডাকা হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.