কাকদ্বীপ, 16 জুন: পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও কড়া বার্তা অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের । তাঁর হুঁশিয়ারি, ভোটযুদ্ধে দলের সঙ্গে কেউ বেইমানি করলে, চিরদিনের জন্য তার দরজা বন্ধ হয়ে যাবে তৃণমূল থেকে ।
পঞ্চায়েত নির্বাচনের আগে এই মুহূর্তে শাসকদলের জন্য বড় চিন্তার কারণ হল গোঁজ । দল টিকিট না দিলে নির্দলে দাঁড়িয়ে জিতে আবার দলে ফিরে আসার চেষ্টা করেন কেউ কেউ । গত পৌরসভা নির্বাচন থেকেই তৃণমূল কংগ্রেসের এই সংস্কৃতির চরম বিরোধিতা করছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । শুক্রবার আরও একবার এই নিয়ে কড়া বার্তা দিলেন তিনি । একবার দলের সঙ্গে বেইমানি করলে তাঁদের জায়গা আর তৃণমূল কংগ্রেসে হবে না - এক কথাই এ দিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ ।
প্রসঙ্গত, 60 দিন যাবৎ উত্তর থেকে দক্ষিণে প্রায় 4500 কিলোমিটার অতিক্রম করে নবজোয়ার কর্মসূচি করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । আজ কাকদ্বীপে আনুষ্ঠানিকভাবে ছিল তার সমাপ্তি অনুষ্ঠান । 60 দিনের মাথায় ঘরে ফিরবেন অভিষেক । তাঁর রাজনৈতিক জীবনে এই 60 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তিনি । এই জনসংযোগ যাত্রায় তিনি সাধারণ মানুষের যে আবেগ, আগ্রহ ও ভালোবাসা পেয়েছেন, তা তিনি রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে শেয়ার করে নিয়েছেন ।
আরও পড়ুন: আগামীতে মশাল ধরবেন অভিষেকই, পারিবারিক স্মৃতিচারণে 'রাজদণ্ড' হস্তান্তর মমতার
এ দিন এই মঞ্চ থেকেই পঞ্চায়েত নির্বাচনে যাঁরা দলের বিরুদ্ধে লড়ে আবার দলে ফিরে আসার কথা ভাবছেন, তাঁদের জন্য স্পষ্ট বার্তা দিলেন অভিষেক । রাজ্যের সাধারণ মানুষের উদ্দেশে তিনি জানিয়ে দিলেন, পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলের চিহ্ন যাঁর কাছে থাকবে, তিনিই তৃণমূলের প্রার্থী । দলীয় শৃংখলাকে বুড়ো আঙুল দেখিয়ে যিনি পার্টির সঙ্গে যুদ্ধের আঙিনায় বেইমানি করবেন, যতদিন দল থাকবে সেই বেইমানদের আর তৃণমূলে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি । এ দিন অভিষেক বলেন, "দলীয় শৃংখলার ঊর্ধ্বে কেউ নয় । আপনিও নন, আমিও নই । তাই আগামী দিন সর্বত্র তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ।"