কলকাতা, 7 নভেম্বর: আজ 36-এ পা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । জন্মদিন উপলক্ষে কাল রাত থেকেই তৃণমূল কর্মীদের দিনটাকে নিয়ে ব্যাপক উন্মাদনা ছিল । মঙ্গলবার সকাল থেকেই তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা বিভিন্ন প্রান্ত থেকে কালীঘাটে হাজির হন । তাদের হাতে ছিল ফুল, মিষ্টি ও কেক । আর ছিল অভিষেকের ছবি দিয়ে তৈরি প্ল্যাকার্ড ।
কালীঘাট ফায়ার স্টেশন থেকেই রীতিমতো অভিষেককে এক ঝলক দেখার জন্য ছাত্র-যুব তথা দলীয় কর্মীদের ভিড় লক্ষ্য করা যায় । এবার যারা এসেছিলেন তাদের বেশিরভাগই ছিলেন ছাত্র-যুব । এদিন অভিষেকের পটুয়াপাড়ার বাড়ির সামনে রীতিমতো ছিল উৎসবের আবহ । বাদ্যযন্ত্র থেকে শুরু করে নাচ কী ছিল না সেখানে । এদিন বিকেল সাড়ে তিনটের পরে পটুয়াপাড়ার বাড়ি থেকে ছেলে এবং মেয়েকে নিয়ে বাইরে বের হন অভিষেক । সেখানে তখন রীতিমতো বাঁধভাঙা উচ্ছ্বাস ।
সবাই চাইছিলেন তাঁদের নেতাকে একবার ছুঁয়ে দেখতে । একটা সেলফি তুলতে । এদিন ছেলের হাত ধরে তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে হাত মেলান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ সমর্থকদের শুভেচ্ছা ভালোবাসা গ্রহণ করেন তিনি । প্রায় মিনিট 20 তিনি সাধারণ কর্মী-সমর্থকদের মধ্যে ছিলেন । একদিকে নিরাপত্তার কড়াকড়ি থাকলেও, চাইছিলাম সময়টুকু স্পেশাল করে নিতে । প্রত্যেকবছর জন্মদিনটা পরিবারের সঙ্গেই কাটান অভিষেক ।
স্ত্রী ও পরিবারের সঙ্গে জন্মদিনের কেক কাটা ছাড়াও দলীয় কর্মীদের সঙ্গেও চলে কেক কাটার পর্ব । একই সঙ্গে সন্ধ্যের পর পরিবারকে সঙ্গে নিয়ে কালীঘাট মন্দিরে পুজো দেন তিনি । বাকি দিনটা আর পাঁচটা বছরের মতো দেখা গেলেও এবার জনসংযোগে বাড়তি গুরুত্ব দিয়েছেন অভিষেক । ভুলে গেলে চলবে না বছর ঘুরলেই লোকসভা নির্বাচন রয়েছে । সাধারণ মানুষের এই জনসংযোগ যে দলকে সামান্য হলেও বাড়তি অক্সিজেন এনে দেবে তাতে সন্দেহ নেই ।
আরও পড়ুন : অভিষেকের জন্মদিনে তাঁর আরোগ্য কামনা করে বড়মার মন্দিরে যজ্ঞ সেচমন্ত্রীর