ETV Bharat / state

40 হাজার মানুষের খাবারের দায়িত্ব নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

author img

By

Published : Apr 8, 2020, 8:02 AM IST

নিজের কেন্দ্রের 40 হাজার দুস্থের পাশে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । 12 তারিখ থেকে 12 দিন সকলের খাবার ব্যবস্থা করলেন তিনি ।

Abhishek
অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 8 এপ্রিল : নিজের কেন্দ্রে দুস্থ মানুষদের সাহায্যে এবার এগিয়ে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যাায় । আগামী 12 দিন প্রায় 40 হাজার মানুষকে খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি । যার জন্য ডায়মন্ড হারবারের বিভিন্ন এলাকায় তৈরি করা হবে কমিউনিটি কিচেন । সেখানে রান্না হওয়ার পর খাবার প্রত্যেকের বাড়িতে দিয়ে আসা হবে ।

লকডাউনের আজ 15 দিন । কাজ নেই দিন আনা দিন খাওয়া মানুষদের । কাজ নেই ছোটো ছোটো দোকান বা ব্যবসায়ীদের । পরিবহন পরিষেবার সঙ্গে যুক্ত লোকজনেরও একই অবস্থা । কোনওমতে সঞ্চয়ের টাকা দিয়ে দিন চলছে । এই অবস্থায় 14 তারিখ লকডাউন শেষ হবে কি না তা এখনও অনিশ্চিত । কীভাবে হবে খাবারের ব্যবস্থা, এই প্রশ্নেই জেরবার সকলে । ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের এমন প্রায় 40 হাজার মানুষের পাশে দাঁড়াতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তাঁদের জন্য রোজ দু'বেলা খাবারের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছেন। 12 এপ্রিল থেকে টানা 12 দিন সকলের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেবেন প্রতিনিধিরা ।

এর জন্য তৈরি হচ্ছে 21 টি কমিউনিটি কিচেন । কারা খাবার পাবেন বা কীভাবে পাবেন ? আগামীকাল থেকে 033 4087 6262 - তে ফোন করলেই নাম ও ঠিকানা লিখে নেবেন প্রতিনিধিরা । সেইমতোই 12 তারিখ থেকে খাবার দেওয়া শুরু হবে ।

এবিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি যতদিন বেঁচে থাকব, কেউ মারা যাবে না অনাহারে । প্রত্যেকেই খাবার পাবেন ।"

কলকাতা, 8 এপ্রিল : নিজের কেন্দ্রে দুস্থ মানুষদের সাহায্যে এবার এগিয়ে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যাায় । আগামী 12 দিন প্রায় 40 হাজার মানুষকে খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি । যার জন্য ডায়মন্ড হারবারের বিভিন্ন এলাকায় তৈরি করা হবে কমিউনিটি কিচেন । সেখানে রান্না হওয়ার পর খাবার প্রত্যেকের বাড়িতে দিয়ে আসা হবে ।

লকডাউনের আজ 15 দিন । কাজ নেই দিন আনা দিন খাওয়া মানুষদের । কাজ নেই ছোটো ছোটো দোকান বা ব্যবসায়ীদের । পরিবহন পরিষেবার সঙ্গে যুক্ত লোকজনেরও একই অবস্থা । কোনওমতে সঞ্চয়ের টাকা দিয়ে দিন চলছে । এই অবস্থায় 14 তারিখ লকডাউন শেষ হবে কি না তা এখনও অনিশ্চিত । কীভাবে হবে খাবারের ব্যবস্থা, এই প্রশ্নেই জেরবার সকলে । ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের এমন প্রায় 40 হাজার মানুষের পাশে দাঁড়াতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তাঁদের জন্য রোজ দু'বেলা খাবারের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছেন। 12 এপ্রিল থেকে টানা 12 দিন সকলের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেবেন প্রতিনিধিরা ।

এর জন্য তৈরি হচ্ছে 21 টি কমিউনিটি কিচেন । কারা খাবার পাবেন বা কীভাবে পাবেন ? আগামীকাল থেকে 033 4087 6262 - তে ফোন করলেই নাম ও ঠিকানা লিখে নেবেন প্রতিনিধিরা । সেইমতোই 12 তারিখ থেকে খাবার দেওয়া শুরু হবে ।

এবিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি যতদিন বেঁচে থাকব, কেউ মারা যাবে না অনাহারে । প্রত্যেকেই খাবার পাবেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.