ETV Bharat / state

Abhishek Banerjee: সময়ের আগেই কলকাতায় ছাত্র-যুব সমাবেশের ডাক অভিষেকের - Abhishek Banerjee Latest News

বাংলার রাজনৈতিক পরিস্থিতির দিকে নজর গোটা দেশের ৷ একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে শাসকদলের বিরুদ্ধে ৷ আর তা নিয়ে বিরোধী শিবিরের তোপের মুখে ঘাসফুল ৷ এই অবস্থায় ছাত্রযুব সমাবেশ ডাকলেন অভিষেক (Abhishek Banerjee calls meeting of Trinamool Chhatra Parishad) ৷

Abhishek Banerjee
অভিষেক বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Mar 17, 2023, 12:08 PM IST

কলকাতা, 17 মার্চ: এবার ছাত্র-যুবদের নিয়ে আপদকালীন সমাবেশের ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এর আগে তৃণমূল যুব ও ছাত্র পরিষদের সভা হত 28 অগস্ট ৷ কারণ এদিন আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ সংগঠন গঠিত হয় । তবে এবার রাজ্যের পরিস্থিতি দেখে নির্ধারিত সময়ের বেশ কয়েক মাস আগে 29 মার্চ সমাবেশের ডাক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee calls for Trinamool Chhatra Parishad public rally) ৷

বর্তমানে রাজ্যে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠে আসছে ৷ একাধিক দুর্নীতি মামলায় জেরবার শাসকদলের নেতা, কর্মী থেকে শুরু করে প্রাক্তন মন্ত্রী ৷ বোলপুর থেকে নাকতলা- সর্বত্র সিবিআই, ইডির নজরদারি ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে তৃণমূল কংগ্রেসের সদস্যদের নাম সামনে আসছে ৷ পার্থ চট্টোপাধ্যায়ের মতো বড় নেতা গ্রেফতারও হয়েছেন । অন্যদিকে, গরুপাচার মামলায় দিল্লিতে ইডি হেফাজতে অনুব্রত মণ্ডল ৷ এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অনুব্রত-কন্যা সুকন্যাকেও ডেকে পাঠিয়েছে ৷

তবে এই পরিস্থিতিতে চুপ করে বসে নেই তৃণমূল ৷ বিভিন্ন সাংবাদিক বৈঠকে শাসকদল বিরোধীদের বিষয়ে একাধিক অভিযোগ তুলে ধরছে ৷ তৃণমূলের পক্ষ থেকে বারবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত ঘিরে প্রশ্ন উঠছে ৷ রাজনৈতিক মহলের ধারনা, এবার তাই রাস্তায় নেমে প্রতিবাদের পথ বেছে নিল দুর্নীতির অভিযোগে জর্জরিত দল ৷

দলীয় সূত্রে খবর, এই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় 29 মার্চ একটি ছাত্র সমাবেশের ডাক দিয়েছেন ৷ কলকাতার কোথায় এই সমাবেশ হবে, তা এখনও ঠিক করা হয়নি ৷ শোনা যাচ্ছে, শহিদ মিনারে ছাত্র সমাবেশ হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ বিভিন্ন জায়গা থেকে মিছিল করে ছাত্ররা এই সমাবেশে এসে যোগ দেবেন ৷ প্রতি বছর 28 অগস্ট যে ছবি দেখা যায়, তেমনটাই হবে এই সমাবেশ ৷ কেন্দ্রীয় সরকারের থেকে প্রাপ্য টাকা পাচ্ছে না রাজ্য সরকার ৷ এ নিয়ে বারেবারে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই অভিযোগের পাশাপাশি কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলির একপেশে তদন্তের অভিযোগ তুলে ধরতে পারেন অভিষেক ৷

প্রসঙ্গত, এর আগে 28 অগস্ট তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সভায় কেন্দ্রের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ শুধু তাই নয়, তৃণমূলের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীকে লক্ষ করে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছিল ৷ সে সবই উঠে আসবে এই সভায় ৷ কলকাতার পর সভা হবে জেলাতেও ৷ এরপর 8 এপ্রিল আলিপুরদুয়ার এবং 12 এপ্রিল বাঁকুড়ায় সভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন: পঞ্চায়েতের রণকৌশল নির্ধারণে শুক্রবার তৃণমূলের বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকলেন মমতা

কলকাতা, 17 মার্চ: এবার ছাত্র-যুবদের নিয়ে আপদকালীন সমাবেশের ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এর আগে তৃণমূল যুব ও ছাত্র পরিষদের সভা হত 28 অগস্ট ৷ কারণ এদিন আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ সংগঠন গঠিত হয় । তবে এবার রাজ্যের পরিস্থিতি দেখে নির্ধারিত সময়ের বেশ কয়েক মাস আগে 29 মার্চ সমাবেশের ডাক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee calls for Trinamool Chhatra Parishad public rally) ৷

বর্তমানে রাজ্যে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠে আসছে ৷ একাধিক দুর্নীতি মামলায় জেরবার শাসকদলের নেতা, কর্মী থেকে শুরু করে প্রাক্তন মন্ত্রী ৷ বোলপুর থেকে নাকতলা- সর্বত্র সিবিআই, ইডির নজরদারি ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে তৃণমূল কংগ্রেসের সদস্যদের নাম সামনে আসছে ৷ পার্থ চট্টোপাধ্যায়ের মতো বড় নেতা গ্রেফতারও হয়েছেন । অন্যদিকে, গরুপাচার মামলায় দিল্লিতে ইডি হেফাজতে অনুব্রত মণ্ডল ৷ এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অনুব্রত-কন্যা সুকন্যাকেও ডেকে পাঠিয়েছে ৷

তবে এই পরিস্থিতিতে চুপ করে বসে নেই তৃণমূল ৷ বিভিন্ন সাংবাদিক বৈঠকে শাসকদল বিরোধীদের বিষয়ে একাধিক অভিযোগ তুলে ধরছে ৷ তৃণমূলের পক্ষ থেকে বারবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত ঘিরে প্রশ্ন উঠছে ৷ রাজনৈতিক মহলের ধারনা, এবার তাই রাস্তায় নেমে প্রতিবাদের পথ বেছে নিল দুর্নীতির অভিযোগে জর্জরিত দল ৷

দলীয় সূত্রে খবর, এই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় 29 মার্চ একটি ছাত্র সমাবেশের ডাক দিয়েছেন ৷ কলকাতার কোথায় এই সমাবেশ হবে, তা এখনও ঠিক করা হয়নি ৷ শোনা যাচ্ছে, শহিদ মিনারে ছাত্র সমাবেশ হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ বিভিন্ন জায়গা থেকে মিছিল করে ছাত্ররা এই সমাবেশে এসে যোগ দেবেন ৷ প্রতি বছর 28 অগস্ট যে ছবি দেখা যায়, তেমনটাই হবে এই সমাবেশ ৷ কেন্দ্রীয় সরকারের থেকে প্রাপ্য টাকা পাচ্ছে না রাজ্য সরকার ৷ এ নিয়ে বারেবারে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই অভিযোগের পাশাপাশি কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলির একপেশে তদন্তের অভিযোগ তুলে ধরতে পারেন অভিষেক ৷

প্রসঙ্গত, এর আগে 28 অগস্ট তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সভায় কেন্দ্রের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ শুধু তাই নয়, তৃণমূলের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীকে লক্ষ করে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছিল ৷ সে সবই উঠে আসবে এই সভায় ৷ কলকাতার পর সভা হবে জেলাতেও ৷ এরপর 8 এপ্রিল আলিপুরদুয়ার এবং 12 এপ্রিল বাঁকুড়ায় সভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন: পঞ্চায়েতের রণকৌশল নির্ধারণে শুক্রবার তৃণমূলের বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকলেন মমতা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.