কলকাতা, 9 অক্টোবর : কংগ্রেস, সিপিএমকে ভোট দিয়ে ভোট নষ্ট না করে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক ভার্চুয়াল বৈঠকে একথা জানালেন তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক (National General Secretary, All India Trinamool Congress) অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷
দেশে সিপিএমের বর্তমান রাজনৈতিক অবস্থানকে কটাক্ষ করে অভিষেক বলেন, "সিপিএম আজ মাঠে নেই, ময়দানে নেই, কোর্টে নেই, কোথাও নেই ৷ কার্যত বসে পড়েছে ৷" এমনকি কংগ্রেসকেও 'অস্তিত্বহীন' বলে উল্লেখ করে তৃণমূল কংগ্রেস সাংসদ বলেন, "রোজ 4 জন করে লোক দল ছাড়ছেন ৷ এক দেড় পার্সেন্টের পার্টি হয়ে গিয়েছে ৷"
ত্রিপুরার জনতার উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপিকে ঠেকাতে কংগ্রেস, সিপিএমকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা ৷ বিজেপিকে হারাতে হলে একমাত্র তৃণমূল কংগ্রেসের হাত শক্তিশালী করতে হবে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করতে হবে ৷’’
-
The only alternative for the people of #Tripura now is @AITCofficial! We are the ones standing shoulder to shoulder with the people of Tripura.@INCTripura & @TripuraCPIM have become non-existent! They have given up.
— AITC Tripura (@AITC4Tripura) October 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Hear it from our National Gen Sec Shri @abhishekaitc 👇 pic.twitter.com/AyZvMv7QIN
">The only alternative for the people of #Tripura now is @AITCofficial! We are the ones standing shoulder to shoulder with the people of Tripura.@INCTripura & @TripuraCPIM have become non-existent! They have given up.
— AITC Tripura (@AITC4Tripura) October 8, 2021
Hear it from our National Gen Sec Shri @abhishekaitc 👇 pic.twitter.com/AyZvMv7QINThe only alternative for the people of #Tripura now is @AITCofficial! We are the ones standing shoulder to shoulder with the people of Tripura.@INCTripura & @TripuraCPIM have become non-existent! They have given up.
— AITC Tripura (@AITC4Tripura) October 8, 2021
Hear it from our National Gen Sec Shri @abhishekaitc 👇 pic.twitter.com/AyZvMv7QIN
আরও পড়ুন : Tripura TMC : ত্রিপুরায় তৃণমূলের রাজ্য কমিটি ঘোষণা, শুরু তেইশের বিধানসভা ভোটের প্রস্তুতি
ত্রিপুরা থেকে বিপ্লব দেবের সরকারকে হঠাতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসই একমাত্র বিকল্প, অভিষেক এই বার্তা দেন ভার্চুয়াল বৈঠকে ৷ বিজেপির বিরুদ্ধে ত্রিপুরার মানুষকে একজোট করতে তিনি বলেন, "জোড়াফুল চিহ্নে যদি আপনাদের আস্থা, আপনাদের ভালবাসা, আপনাদের আশীর্বাদ থাকে, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর রাখেন, তাহলে আমরা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে বিপ্লব দেবের সরকারকে অস্তমিত করে মানুষের সরকারকে প্রতিষ্ঠা করে দেখাব ৷"