ETV Bharat / state

দেখেই বোঝা যেত অনেক দূর যাবে, বললেন অভিজিতের সহপাঠী - অভিজিৎ বিনায়ক ব্যানার্জি

অর্থনীতিতে নোবেল পেয়েছেন অভিজিৎ ব্যানার্জি ৷ তারপরই শৈশবের স্মৃতিতে ডুব দিলেন তাঁর সহপাঠী সিদ্ধার্থ মজুমদার ৷

সিদ্ধার্থ মজুমদার
author img

By

Published : Oct 14, 2019, 6:35 PM IST

Updated : Oct 14, 2019, 9:13 PM IST

কলকাতা, 14 অক্টোবর : স্কুলে পড়েছেন একসঙ্গে । যাতায়াত ছিল বাড়িতেও । সাউথ পয়েন্ট স্কুলেও একসঙ্গে দুষ্টুমি করা । কৈশোরে একসঙ্গে খেলা থেকে শুরু করে, একসঙ্গেই কাটিয়েছেন অভিজিৎ ব্যানার্জি ও সিদ্ধার্থ মজুমদার ৷ পরে অবশ্য দুজনের পথ আলাদা হয়ে যায় ৷ সিদ্ধার্থ চলে যান যাদবপুর বিশ্ববিদ্যালয়ে । অভিজিৎ থেকে যান প্রেসিডেন্সিতেই । বাল্যবন্ধু অভিজিতের নোবেল প্রাপ্তিতে উচ্ছ্বসিত সিদ্ধার্থ ৷ সেই পুরোনো স্মৃতি রোমন্থন করলেন রাজ্য কলেজ সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন ৷

সিদ্ধার্থ বলেন, "খুবই আনন্দের কথা । এই মুহূর্তে যতজন বাঙালি অর্থনীতিবিদ কাজ করছেন, তাঁদের মধ্যে অভিজিতের নোবেল পাওয়ার সম্ভাবনা ছিল । সেটাই হল ৷ বাল্যবন্ধু, সহপাঠী হিসেবে আমি খুবই খুশি । আমরা একসঙ্গে সাউথ পয়েন্টে পড়তাম । অঙ্কে ছিল তুখোড় । শৈশবেই কাউকে কাউকে দেখে মনে হয়, এই ছেলেটা অনেক দূর যাবে, অভিজিৎ ছিল তেমনই । ওঁর সঙ্গে বাড়িতে যাওয়া, কাকিমার হাতের খাবার খাওয়া, আর পাঁচজনের শৈশব যেমন হয় আমাদেরও তেমনটাই ছিল ।" তবে দাবায় তাঁকে কখনওই হারাতে পারেননি অভিজিৎ ৷ সিদ্ধার্থ বললেন, "কৈশোরে একসঙ্গে দাবা খেলতাম । মজার ব্যাপার হল, দাবায় আমায় কোনওদিন হারাতে পারেনি ।"

এই সংক্রান্ত আরও খবর : ফের নোবেল বাঙালির হাতে, এবার অভিজিৎ ব্যানার্জি

শৈশবের স্মৃতি রোমন্থনের ফাঁকেই সিদ্ধার্থ জানালেন অর্থনীতিতে অভিজিতের অবদানের কথা ৷ বললেন, "অর্থনীতি ভীষণভাবেই পরিবর্তনশীল । রসায়নে জল যেমন আমাজনে H2O, আর গঙ্গাতেও তাই । অর্থনীতি তেমনটা নয় । ব্যক্তি, দেশ, সামাজিক পরিকাঠামোর নিরিখে অর্থনীতির সংজ্ঞাগুলি পালটে যায় । আমরা সাধারণভাবে অর্থনীতির ছাত্র হিসেবে যে কোনও সমস্যাকে অঙ্ক ও কিছু মতবাদ দিয়ে বিশ্লেষণ করি । কিন্তু, অভিজিৎ সেটাকেই সহজ করে বোঝানোর চেষ্টা করেছেন । ওঁর অনেক লেখা আছে । তবে 'পুয়োর ইকোনমিক্স' বইটি সারা বিশ্বেই সবচেয়ে বেশি বিক্রি হয়েছিল । আমিও বইটি পড়েছি । আউট অফ দা বক্স ভেবেছেন অভিজিৎ । এভাবেই যে কোনও বিষয়কে সহজভাবে বলার একটা চেষ্টা অভিজিৎ সারাজীবন করে যাচ্ছেন । "

এই সংক্রান্ত আরও খবর : সাগরপারে ছেলের জয়ে উচ্ছ্বসিত মা

কলকাতা, 14 অক্টোবর : স্কুলে পড়েছেন একসঙ্গে । যাতায়াত ছিল বাড়িতেও । সাউথ পয়েন্ট স্কুলেও একসঙ্গে দুষ্টুমি করা । কৈশোরে একসঙ্গে খেলা থেকে শুরু করে, একসঙ্গেই কাটিয়েছেন অভিজিৎ ব্যানার্জি ও সিদ্ধার্থ মজুমদার ৷ পরে অবশ্য দুজনের পথ আলাদা হয়ে যায় ৷ সিদ্ধার্থ চলে যান যাদবপুর বিশ্ববিদ্যালয়ে । অভিজিৎ থেকে যান প্রেসিডেন্সিতেই । বাল্যবন্ধু অভিজিতের নোবেল প্রাপ্তিতে উচ্ছ্বসিত সিদ্ধার্থ ৷ সেই পুরোনো স্মৃতি রোমন্থন করলেন রাজ্য কলেজ সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন ৷

সিদ্ধার্থ বলেন, "খুবই আনন্দের কথা । এই মুহূর্তে যতজন বাঙালি অর্থনীতিবিদ কাজ করছেন, তাঁদের মধ্যে অভিজিতের নোবেল পাওয়ার সম্ভাবনা ছিল । সেটাই হল ৷ বাল্যবন্ধু, সহপাঠী হিসেবে আমি খুবই খুশি । আমরা একসঙ্গে সাউথ পয়েন্টে পড়তাম । অঙ্কে ছিল তুখোড় । শৈশবেই কাউকে কাউকে দেখে মনে হয়, এই ছেলেটা অনেক দূর যাবে, অভিজিৎ ছিল তেমনই । ওঁর সঙ্গে বাড়িতে যাওয়া, কাকিমার হাতের খাবার খাওয়া, আর পাঁচজনের শৈশব যেমন হয় আমাদেরও তেমনটাই ছিল ।" তবে দাবায় তাঁকে কখনওই হারাতে পারেননি অভিজিৎ ৷ সিদ্ধার্থ বললেন, "কৈশোরে একসঙ্গে দাবা খেলতাম । মজার ব্যাপার হল, দাবায় আমায় কোনওদিন হারাতে পারেনি ।"

এই সংক্রান্ত আরও খবর : ফের নোবেল বাঙালির হাতে, এবার অভিজিৎ ব্যানার্জি

শৈশবের স্মৃতি রোমন্থনের ফাঁকেই সিদ্ধার্থ জানালেন অর্থনীতিতে অভিজিতের অবদানের কথা ৷ বললেন, "অর্থনীতি ভীষণভাবেই পরিবর্তনশীল । রসায়নে জল যেমন আমাজনে H2O, আর গঙ্গাতেও তাই । অর্থনীতি তেমনটা নয় । ব্যক্তি, দেশ, সামাজিক পরিকাঠামোর নিরিখে অর্থনীতির সংজ্ঞাগুলি পালটে যায় । আমরা সাধারণভাবে অর্থনীতির ছাত্র হিসেবে যে কোনও সমস্যাকে অঙ্ক ও কিছু মতবাদ দিয়ে বিশ্লেষণ করি । কিন্তু, অভিজিৎ সেটাকেই সহজ করে বোঝানোর চেষ্টা করেছেন । ওঁর অনেক লেখা আছে । তবে 'পুয়োর ইকোনমিক্স' বইটি সারা বিশ্বেই সবচেয়ে বেশি বিক্রি হয়েছিল । আমিও বইটি পড়েছি । আউট অফ দা বক্স ভেবেছেন অভিজিৎ । এভাবেই যে কোনও বিষয়কে সহজভাবে বলার একটা চেষ্টা অভিজিৎ সারাজীবন করে যাচ্ছেন । "

এই সংক্রান্ত আরও খবর : সাগরপারে ছেলের জয়ে উচ্ছ্বসিত মা

Intro:কলকাতা, 14 অক্টোবর: স্কুলে পড়েছেন একসঙ্গে। যাতায়াত ছিল বাড়িতেও। সাউথ পয়েন্ট স্কুলের শৈশবে দুষ্টুমিও একসঙ্গেই করা। কৈশোরে একসঙ্গে দাদা খেলা থেকে শুরু করে, প্রেসিডেন্সি কলেজের শুরুর দিনগুলোর এক সঙ্গে কাটানো। পরে অবশ্য অভিজিৎ-সিদ্ধার্থর পথ আলাদা হয়ে যায়। সিদ্ধার্থ মজুমদার চলে যান যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। অভিজিত থেকে যান প্রেসিডেন্সিতেই। শৈশবের বন্ধুর নোবেলপ্রাপ্তিতে রীতিমতো উচ্ছ্বসিত পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন সিদ্ধার্থ বাবু। পৃথিবী ভারতকে তিনি উজাড় করে বললেন, নিজের স্মৃতির কথা।Body:উন্নয়নের অর্থনীতিতে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নোবেল প্রাপ্তির খবর সিদ্ধার্ত ইটিভি ভারতের মাধ্যমেই। উচ্ছ্বসিত অধ্যাপক বললেন, “ এত খুবই আনন্দের কথা। যতজন বাঙালি অর্থনীতিবীদ এই মুহূর্তে কাজ করছেন তার মধ্যে অভিজিতের নোবেল পাওয়ার সম্ভাবনা ছিলই। এবং সেটা ঘটে গেল। শৈশবের সহপাঠী হিসেবে আমি খুবই খুশি। আমরা একসঙ্গে সাউথ পয়েন্টে পড়তাম। ওর অংকের মাথাটা ছিল খুবই সার্প। শৈশবেই কাউকে কাউকে দেখে মনে হয় না, এ ছেলে অনেকদূর যাবে, অভিজিৎ ছিল তেমনই। ওর সঙ্গে ওর বাড়িতে যাওয়া, কাকিমার হাতের খাবার, আর পাঁচজনের শৈশব যেমন হয় আমাদেরও তেমনটাই ছিল। কৈশোরে একসঙ্গে দাবা খেলতাম। মজার ব্যাপার হলো দাবায় আমায় কোন দিন হারাতে পারেনি।" আবেগঘন শোনায় সিদ্ধার্থের গলা। Conclusion:সিদ্ধার্থ বলেন, “ অর্থনীতি ভীষণভাবেই পরিবর্তনশীল। রসায়নে জল যেমন আমাজনে H2O, আর গঙ্গাতেও তাই। অর্থনীতি তেমনটা নয়। ব্যক্তি, দেশ, সামাজিক পরিকাঠামোর নিরিখে অর্থনীতির সংজ্ঞাগুলো বদলে যায়। আমরা সাধারণভাবে অর্থনীতির ছাত্র হিসেবে যেকোনো সমস্যাকে অংক, কতকগুলো থিওরি দিয়ে বিশ্লেষণ করি। কিন্তু অভিজিত সেটাকেই সহজ করে বোঝানোর চেষ্টা করেছেন। ওর লেখা বহু পাবলিকেশন আছে। তবে পুওর ইকোনমিক্স বইটি গোটা পৃথিবীতেই বেস্ট সেলার হয়েছিল। আমিও সেই বইটি পড়েছি। out-of-the-box ভেবেছেন অভিজিৎ। এভাবেই যেকোনো বিষয়কে সহজভাবে বলার একটা চেষ্টা উনি সারাজীবন করেছেন।"
Last Updated : Oct 14, 2019, 9:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.