ETV Bharat / state

সোনিয়ার সঙ্গে বৈঠক আবদুল মান্নানের, উঠে এল দলের ক্ষয়িষ্ণু পরিস্থিতির কথা - current situation of congress in west bengal

গতকাল দিল্লিতে সোনিয়া গান্ধির বাসভবনে এক উচ্চপর্যায়ের বৈঠকে সামিল হন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান । দীর্ঘক্ষণের বৈঠকে উঠে এসেছে, এরাজ্যে কংগ্রেসের ক্ষয়িষ্ণু পরিস্থিতির কথা । বামফ্রন্টের সঙ্গে সমঝোতা নিয়েও সোনিয়া গান্ধির সঙ্গে কথা হয়েছে ৷

ছবি
author img

By

Published : Oct 11, 2019, 2:09 AM IST

Updated : Oct 11, 2019, 6:48 AM IST

কলকাতা, 11 অক্টোবর : সোনিয়া গান্ধির সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করলেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান । গতকাল দিল্লিতে সোনিয়া গান্ধির বাসভবনে এক উচ্চপর্যায়ের বৈঠকে সামিল হন তিনি ৷ দীর্ঘক্ষণের বৈঠকে উঠে এসেছে, এরাজ্যে কংগ্রেসের ক্ষয়িষ্ণু পরিস্থিতির কথা । বামফ্রন্টের সঙ্গে সমঝোতা নিয়েও সোনিয়া গান্ধির সঙ্গে কথা হয়েছে বলে সূত্রের খবর ।

রাজনৈতিক মহলের একাংশের তরফে জানা গেছে, কয়েকদিন ধরে প্রদেশ কংগ্রেসের নানান কার্যকলাপে ক্ষুণ্ণ হচ্ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা ৷ এর আগেও দিল্লিতে গিয়ে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের একাংশের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ জানিয়ে এসেছেন তিনি । যদিও তাতে বিশেষ কোনও প্রভাব পড়েনি প্রদেশ কংগ্রেস নেতৃত্বের ওপর । পুজো শেষে গতকাল সোনিয়া গান্ধির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেন আবদুল মান্নান । এরাজ্যে কংগ্রেস সংগঠনের একা লড়াই করা সম্ভব নয় । সংগঠনকে আরও বেশি মজবুত করতে গেলে প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে আরও বেশি সক্রিয় হতে হবে বলে সোনিয়া গান্ধিকে জানিয়েছেন তিনি ।

গতকালের বৈঠকের বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমকে খোলাখুলি কিছু বলতে চাননি রাজ্যের বিরোধী দলনেতা । সূত্রের খবর, কংগ্রেস ছেড়ে কর্মীরা যেভাবে তৃণমূল এবং BJP-তে যাচ্ছে তা আটকানোর জন্যই সোনিয়া গান্ধির কাছে দরবার করেছেন আবদুল মান্নান৷ প্রদেশ কংগ্রেস নেতৃত্বের ওপরও বিশেষ খুশি নন তিনি । আগামীদিনে পশ্চিমবঙ্গে বাম এবং কংগ্রেস যৌথভাবে আন্দোলন কর্মসূচি নিলে তা কতটা জনগণের পক্ষে যাবে সেই বিষয়েও সোনিয়া গান্ধির সঙ্গে আলোচনা করেছেন ৷ সূত্রের খবর, প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সক্রিয়তা নিয়ে কংগ্রেসের অন্তর্বতীকালীন সভানেত্রীর কাছে অভিযোগ জানিয়ে এসেছেন আবদুল মান্নান । প্রদেশ কংগ্রেস নেতৃত্বের মধ্যে যে অন্তর্কলহ রয়েছে সেই বিষয়টিও সোনিয়ার গোচরে এনেছেন তিনি ৷

কলকাতা, 11 অক্টোবর : সোনিয়া গান্ধির সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করলেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান । গতকাল দিল্লিতে সোনিয়া গান্ধির বাসভবনে এক উচ্চপর্যায়ের বৈঠকে সামিল হন তিনি ৷ দীর্ঘক্ষণের বৈঠকে উঠে এসেছে, এরাজ্যে কংগ্রেসের ক্ষয়িষ্ণু পরিস্থিতির কথা । বামফ্রন্টের সঙ্গে সমঝোতা নিয়েও সোনিয়া গান্ধির সঙ্গে কথা হয়েছে বলে সূত্রের খবর ।

রাজনৈতিক মহলের একাংশের তরফে জানা গেছে, কয়েকদিন ধরে প্রদেশ কংগ্রেসের নানান কার্যকলাপে ক্ষুণ্ণ হচ্ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা ৷ এর আগেও দিল্লিতে গিয়ে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের একাংশের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ জানিয়ে এসেছেন তিনি । যদিও তাতে বিশেষ কোনও প্রভাব পড়েনি প্রদেশ কংগ্রেস নেতৃত্বের ওপর । পুজো শেষে গতকাল সোনিয়া গান্ধির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেন আবদুল মান্নান । এরাজ্যে কংগ্রেস সংগঠনের একা লড়াই করা সম্ভব নয় । সংগঠনকে আরও বেশি মজবুত করতে গেলে প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে আরও বেশি সক্রিয় হতে হবে বলে সোনিয়া গান্ধিকে জানিয়েছেন তিনি ।

গতকালের বৈঠকের বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমকে খোলাখুলি কিছু বলতে চাননি রাজ্যের বিরোধী দলনেতা । সূত্রের খবর, কংগ্রেস ছেড়ে কর্মীরা যেভাবে তৃণমূল এবং BJP-তে যাচ্ছে তা আটকানোর জন্যই সোনিয়া গান্ধির কাছে দরবার করেছেন আবদুল মান্নান৷ প্রদেশ কংগ্রেস নেতৃত্বের ওপরও বিশেষ খুশি নন তিনি । আগামীদিনে পশ্চিমবঙ্গে বাম এবং কংগ্রেস যৌথভাবে আন্দোলন কর্মসূচি নিলে তা কতটা জনগণের পক্ষে যাবে সেই বিষয়েও সোনিয়া গান্ধির সঙ্গে আলোচনা করেছেন ৷ সূত্রের খবর, প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সক্রিয়তা নিয়ে কংগ্রেসের অন্তর্বতীকালীন সভানেত্রীর কাছে অভিযোগ জানিয়ে এসেছেন আবদুল মান্নান । প্রদেশ কংগ্রেস নেতৃত্বের মধ্যে যে অন্তর্কলহ রয়েছে সেই বিষয়টিও সোনিয়ার গোচরে এনেছেন তিনি ৷

Intro:কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দীর্ঘক্ষন বৈঠক করলেন রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান। আজ দিল্লিতে সোনিয়া গান্ধীর বাসভবনে এক উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হন এ রাজ্যের বিরোধী দলনেতা। দীর্ঘক্ষণের বৈঠকে উঠে এসেছে রাজ্যে ক্ষয়িষ্ণু কংগ্রেসের পরিস্থিতির কথা। বামফ্রন্টের সঙ্গে সমঝোতা নিয়েও কথা হয়েছে সোনিয়া গান্ধীর সঙ্গে বলে সূত্রের খবর।


Body:বেশ কিছুদিন ধরে প্রদেশ কংগ্রেসের বিভিন্ন ধরনের কার্যকলাপে মানসিক ভাবে ক্ষুন্ন হচ্ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান। এর আগেও দিল্লিতে গিয়ে তিনি একাধিকবার অভিযোগ জানিয়ে এসেছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্বের একাংশের বিরুদ্ধে।
যদিও তাতে বিশেষ কোন প্রভাব পড়েনি প্রদেশ কংগ্রেস নেতৃত্বের ওপর। আজ পুজো শেষে সোনিয়া গান্ধীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে আব্দুল মান্নান পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন বলে জানা গিয়েছে। এই রাজ্যে কংগ্রেস সংগঠনের একা লড়াই করা সম্ভব নয়। সংগঠনকে আরো বেশি মজবুত করতে গেলে প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে আরো বেশি সক্রিয় হতে হবে বলে সোনিয়া গান্ধীকে জানিয়েছেন তিনি।
আজকের বৈঠকের বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমকে খোলাখুলি কিছু জানাতে চাননি রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান। সূত্রের খবর, কংগ্রেস ছেড়ে যেভাবে তৃণমূল এবং বিজেপিতে কর্মীরা যাচ্ছে তা আটকাবার জন্যই সোনিয়া গান্ধীর কাছে দরবার করেছেন আব্দুল মান্নান। প্রদেশ কংগ্রেস নেতৃত্বের ওপরেও বিশেষ খুশি নন তিনি। আগামী দিনে পশ্চিমবঙ্গে বাম এবং কংগ্রেস যৌথভাবে আন্দোলন কর্মসূচি নিলে তা কতটা জনগণের পক্ষে যাবে সে বিষয়ে নিয়েও সোনিয়া গান্ধীর সঙ্গে আলোচনা করেছেন তিনি। সূত্রের খবর, প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সক্রিয়তা নিয়ে সোনিয়া গান্ধীর কাছে অভিযোগ জানিয়ে এসেছেন আব্দুল মান্নান। প্রদেশ কংগ্রেস নেতৃত্বের মধ্যে যে অন্তর্কলহ রয়েছে সেই বিষয়টিও সোনিয়া গান্ধীর গোচরে এনেছেন আব্দুল মান্নান।


Conclusion:
Last Updated : Oct 11, 2019, 6:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.