কলকাতা, 12 জুলাই : পরীক্ষা দেওয়ার পর উত্তরপত্র দেখার জন্য আর ফি দিতে হবে না । গতকাল একটি বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ । তবে, RTI-2005-এর নিয়ম মেনে উত্তরপত্রের ফটোকপির জন্য প্রতি পৃষ্ঠা বাবদ ২ টাকা করে দিতে হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে ।
যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পরিমল ভট্টাচার্য বলেন, "মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম ছিল যে, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট মেনে যাঁরা আবেদন করত, প্রথমে তাদের পোস্ট পাবলিকেশন রিভিউ ও স্ক্রুটিনি করতে বলা হত । তারপরে যা রেজাল্ট আসতো তাতে সন্তুষ্ট হলে ভালো, আর তা না হলে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005 অনুসারে আবেদন করতে চাইলে তাদের জন্য একটা অ্যাপ্লিকেশন ফর্ম নোটিশ বোর্ডে লাগিয়ে রেখে দেওয়া হত । সেই ফর্মের কপি কেউ প্রিন্ট বা টাইপ করিয়ে তাতে দশ টাকার স্ট্যাম্প লাগিয়ে আবেদন করত । RTI 2005 অনুসারে আবেদন করতে চাইলে বিষয় পিছু 200 টাকা করে জমা দিতে হত । "
কিন্তু গতকাল বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তরপত্র দেখার জন্য আর কোনও ফি নেওয়া না । যদিও, উত্তরপত্রের সার্টিফায়েড ফোটোকপির প্রতি পৃষ্ঠার জন্য দু'টাকা করে ফোটোকপি চার্জ নেওয়া হবে । এই ফোটোকপি চার্জ বোর্ডের অফিসে চালানের মাধ্যমে জমা করতে হবে । পরিমলবাবু বলেন, "পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের এই সিদ্ধান্ত অবশ্যই ঐতিহাসিক । ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক । প্রথমত, আর্থিক সহায়তা তো হবেই । অনেকের ক্ষেত্রে, ফি ছাড়া তার খাতা দেখতে পারবে না, এটা একটা বাধা ছিল । সেই বাধা কেটে গেল মাত্র দু'টাকার বিনিময়ে । "
অন্যদিকে, পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু বলেন, " ফি নেওয়াটাই বেআইনি ছিল । RTI নিয়ম অনুযায়ী কোথাও কোনও প্রসেসিং ফি নেওয়া যায় না । এতদিন ধরে এই বেআইনি কাজটাই পর্ষদ করে এসেছে । RTI নিয়মে খুব পরিষ্কার বলা আছে, কোনও ভারতীয় নাগরিক যদি কোনও তথ্য চান, তাহলে তিনি যার কাছে তথ্য চাইছেন সেখানে 10 টাকার নন জুডিশিয়াল একটা স্ট্যাম্প পেপার দিয়ে বা ইন্ডিয়ান পোস্টাল অর্ডার বা এই জাতীয় কিছু সরকারের ঘরে জমা দেবেন এবং প্রয়োজনীয় তথ্য চাইবেন । সেই তথ্য চাওয়ার জন্য 10 টাকার বেশি তিনি একটি পয়সাও দেবেন না । তথ্যটা দিতে গিয়ে যদি তথ্যদাতাকে একাধিক পৃষ্ঠা জেরক্স করে দিতে হয় তাহলে প্রত্যেক পেজের জেরক্সের চার্জ তথ্যদাতা তাঁর কাছ থেকে নেবেন । "