ETV Bharat / state

Aadhaar-Ration Link: আধার সংযুক্ত না হলেও রেশন বন্ধ নয়, হাই কোর্টে জানাল রাজ্য - Calcutta High Court

এক দেশ এক রেশন কার্ড প্রকল্পের (One Nation One Ration Card) আওতায় আধার নম্বর এবং রেশন কার্ড সংযুক্ত করার নির্দেশ দিয়েছে কেন্দ্র । বাংলা অত্যন্ত ধীর গতিতে কাজ এগোচ্ছে বলে অভিযোগ ।

Aadhaar-Ration Linking will not affect ration services says Mamata Banerjee government in Calcutta High Court
হাই কোর্টে রেশন বন্ধ না করার আশ্বাস রাজ্যের ।
author img

By

Published : Nov 23, 2021, 10:43 PM IST

কলকাতা, 23 নভেম্বর: নির্ধারিত সময়ের মধ্যে আধার এবং রেশন কার্ডের সংযুক্তিকরণ (Aadhaar-Ration Link) না হলেও, কেউ রেশন থেকে বঞ্চিত হবেন না বলে কলকাতা হাই কোর্টে জানাল রাজ্য (Mamata Banerjee Government)। আগামী 30 নভেম্বর আধার এবং রেশন কার্ড সংযুক্তিকরণের শেষ দিন বলে আগেই জানিয়েছিল রাজ্য । কিন্তু তার জন্য রেশন বন্ধ হওয়ার ঝুঁকি নেই বলে আশ্বাস দিল তারা ।

আধার এবং রেশন কার্ডের সংযুক্তিকরণ নিয়ে আদালতে (Calcutta High Court) একটি জনস্বার্থ মামলা জমা পড়ে । তাতে বলা হয়, এখনও পর্যন্ত রাজ্যের 62 শতাংশ মানুষই আধার এবং রেশন কার্ড সংযুক্ত করেছেন । এখনও তা করে উঠতে পারেননি 38 শতাংশ মানুষ । মামলাকারী অভিযোগ করেন যে, কেন্দ্র রেশনের পর্যাপ্ত মালপত্র দিলেও, আধার সংযুক্তিকরণের নাম করে সাধারণ মানুষকে বঞ্চিত রেখে, তা ঘুরপথে বিক্রির চক্রান্ত চলছে ।

আরও পড়ুন: SSC Group-D Recruitment Corruption : এসএসসি গ্রুপ-ডি’র নিয়োগ দুর্নীতি মামলায় ডিভিশন বেঞ্চে আপিল রাজ্যের

মঙ্গলবার আদালেত মামলাকারীর আইনজীবী দেবব্রত সাহা রায় বলেন, ‘‘2017 সালে শুরু হয় আধার সংযুক্তিকরণের কাজ শুরু করে কেন্দ্রীয় সরকার ৷ অন্য সব রাজ্যে তা শেষ হতে চললেও, বাংলায় তা শুরুই হয়েছে 2020 সালে ৷ আধার সংযুক্তিকরণ নিয়ে কেন্দ্রের নির্দেশিকাও মানাও হয়নি ৷ এখনও 38 শতাংশের আধার সংযুক্তিকরণ বাকি ৷ তার মধ্যেই রাজ্য সরকার রেশন বন্ধ করে দিচ্ছে ৷’’

কিন্তু রাজ্যের তরফে আদালতে উপস্থিত আইনজীবী সম্রাট সেন এ নিয়ে সম্পূর্ণ তথ্য পেশ করতে বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চের কাছে আরও সময় চান ৷ তিনি জানান, যে 38 শতাংশের আধার সংযুক্ত হয়নি, তাঁদের ব্যাপারে তথ্য জোগাড় করতে একটু সময় লাগবে ৷ এ নিয়ে রাজ্য সব তথ্য আদালতে জমা দেবে ৷ তা না হওয়া পর্যন্ত কোনও ব্যক্তি রেশন থেকে বঞ্চিত হবেন না ৷

আরও পড়ুন: 2017 Malda Flood Corruption :জামিন পেয়ে মালদায় বন্যাত্রাণের অর্থ নয়ছয়ে বিডিওকেও জড়ালেন তৃণমূল সদস্য

বিচারপতি শ্রীবাস্তব 1 জানুয়ারি মামলার পরবর্তী শুনানি ঠিক হয়েছে ৷ ওই দিন আদালতে পূর্ণাঙ্গ তথ্য জমা দেবে রাজ্য ৷ তবে এর আগে, 30 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য আধার এবং রেশন কার্ড সংযুক্তিকরণের দিন বেঁধে দিয়েছিল ৷ পরে তা বাড়িয়ে 30 নভেম্বর করা হয় ৷ কিন্তু এখনও বহু মানুষ আধার এবং রেশন কার্ডের সংযুক্তিকরণের করিয়ে উঠতে পারেননি ৷ এ নিয়ে নানা অভিযোগও সামনে আসছে ৷ সার্ভারের সমস্যার জেরে এক একজনের আধার এবং রেশন কার্ডের সংযুক্তিকরণের দীর্ঘ সময় লেগে যাচ্ছে বলে অভিযোগ ৷ আবার জদীর্ঘ সময় অতিবাহিত করে সংযুক্তিকরণের কাজ শেষ করলেও, ভূরি ভূরি ভুল-ত্রুটিও সামনে আসছে ৷ তাতেই ধীর গতিতে কাজ এগোচ্ছে ৷

এক দেশ এক রেশন কার্ড (One Nation One Ration Card) প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যেই দেশের সব রাজ্যকে রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর সংযুক্ত করার নির্দেশ দিয়েছিল কেন্দ্র ৷ অন্যান্য রাজ্যে কাজ শেষ হতে চললেও, বাংলা এখনও অনেকটাই পিছিয়ে ৷ তার জন্য সরকারি গাফিলতি এবং কেন্দ্র-রাজ্য সংঘাতকে দায়ী করছেন বিরোধীরা ৷

কলকাতা, 23 নভেম্বর: নির্ধারিত সময়ের মধ্যে আধার এবং রেশন কার্ডের সংযুক্তিকরণ (Aadhaar-Ration Link) না হলেও, কেউ রেশন থেকে বঞ্চিত হবেন না বলে কলকাতা হাই কোর্টে জানাল রাজ্য (Mamata Banerjee Government)। আগামী 30 নভেম্বর আধার এবং রেশন কার্ড সংযুক্তিকরণের শেষ দিন বলে আগেই জানিয়েছিল রাজ্য । কিন্তু তার জন্য রেশন বন্ধ হওয়ার ঝুঁকি নেই বলে আশ্বাস দিল তারা ।

আধার এবং রেশন কার্ডের সংযুক্তিকরণ নিয়ে আদালতে (Calcutta High Court) একটি জনস্বার্থ মামলা জমা পড়ে । তাতে বলা হয়, এখনও পর্যন্ত রাজ্যের 62 শতাংশ মানুষই আধার এবং রেশন কার্ড সংযুক্ত করেছেন । এখনও তা করে উঠতে পারেননি 38 শতাংশ মানুষ । মামলাকারী অভিযোগ করেন যে, কেন্দ্র রেশনের পর্যাপ্ত মালপত্র দিলেও, আধার সংযুক্তিকরণের নাম করে সাধারণ মানুষকে বঞ্চিত রেখে, তা ঘুরপথে বিক্রির চক্রান্ত চলছে ।

আরও পড়ুন: SSC Group-D Recruitment Corruption : এসএসসি গ্রুপ-ডি’র নিয়োগ দুর্নীতি মামলায় ডিভিশন বেঞ্চে আপিল রাজ্যের

মঙ্গলবার আদালেত মামলাকারীর আইনজীবী দেবব্রত সাহা রায় বলেন, ‘‘2017 সালে শুরু হয় আধার সংযুক্তিকরণের কাজ শুরু করে কেন্দ্রীয় সরকার ৷ অন্য সব রাজ্যে তা শেষ হতে চললেও, বাংলায় তা শুরুই হয়েছে 2020 সালে ৷ আধার সংযুক্তিকরণ নিয়ে কেন্দ্রের নির্দেশিকাও মানাও হয়নি ৷ এখনও 38 শতাংশের আধার সংযুক্তিকরণ বাকি ৷ তার মধ্যেই রাজ্য সরকার রেশন বন্ধ করে দিচ্ছে ৷’’

কিন্তু রাজ্যের তরফে আদালতে উপস্থিত আইনজীবী সম্রাট সেন এ নিয়ে সম্পূর্ণ তথ্য পেশ করতে বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চের কাছে আরও সময় চান ৷ তিনি জানান, যে 38 শতাংশের আধার সংযুক্ত হয়নি, তাঁদের ব্যাপারে তথ্য জোগাড় করতে একটু সময় লাগবে ৷ এ নিয়ে রাজ্য সব তথ্য আদালতে জমা দেবে ৷ তা না হওয়া পর্যন্ত কোনও ব্যক্তি রেশন থেকে বঞ্চিত হবেন না ৷

আরও পড়ুন: 2017 Malda Flood Corruption :জামিন পেয়ে মালদায় বন্যাত্রাণের অর্থ নয়ছয়ে বিডিওকেও জড়ালেন তৃণমূল সদস্য

বিচারপতি শ্রীবাস্তব 1 জানুয়ারি মামলার পরবর্তী শুনানি ঠিক হয়েছে ৷ ওই দিন আদালতে পূর্ণাঙ্গ তথ্য জমা দেবে রাজ্য ৷ তবে এর আগে, 30 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য আধার এবং রেশন কার্ড সংযুক্তিকরণের দিন বেঁধে দিয়েছিল ৷ পরে তা বাড়িয়ে 30 নভেম্বর করা হয় ৷ কিন্তু এখনও বহু মানুষ আধার এবং রেশন কার্ডের সংযুক্তিকরণের করিয়ে উঠতে পারেননি ৷ এ নিয়ে নানা অভিযোগও সামনে আসছে ৷ সার্ভারের সমস্যার জেরে এক একজনের আধার এবং রেশন কার্ডের সংযুক্তিকরণের দীর্ঘ সময় লেগে যাচ্ছে বলে অভিযোগ ৷ আবার জদীর্ঘ সময় অতিবাহিত করে সংযুক্তিকরণের কাজ শেষ করলেও, ভূরি ভূরি ভুল-ত্রুটিও সামনে আসছে ৷ তাতেই ধীর গতিতে কাজ এগোচ্ছে ৷

এক দেশ এক রেশন কার্ড (One Nation One Ration Card) প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যেই দেশের সব রাজ্যকে রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর সংযুক্ত করার নির্দেশ দিয়েছিল কেন্দ্র ৷ অন্যান্য রাজ্যে কাজ শেষ হতে চললেও, বাংলা এখনও অনেকটাই পিছিয়ে ৷ তার জন্য সরকারি গাফিলতি এবং কেন্দ্র-রাজ্য সংঘাতকে দায়ী করছেন বিরোধীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.