ETV Bharat / state

জমি বিবাদের জেরে নিউটাউনে জেঠতুতো দাদাকে খুন ! - শরিকি বিবাদ

নিউটাউন রাম মন্দিরের কাছে শুলুংগুড়ি আটির মাঠে ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হল সাধন ঘোষকে(24) । অভিযুক্ত মঙ্গল ঘোষ আজ সকাল 11 টা নাগাদ সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিবাদ চলে । স্থানীয়দের বক্তব্য হঠাৎই ঘর থেকে ছুরি নিয়ে এসে কুপিয়ে খুন করে সাধনকে । ঘটনা তদন্তে নেমেছে ইকো পার্ক থানার পুলিশ । যদিও খুন করার পরে নিজে ইকোপার্ক থানায় আত্মসমর্পণ করে মঙ্গল ।

a youth killed by due to land disputes
জেঠতুতো দাদাকে খুনের অভিযোগ
author img

By

Published : Feb 4, 2021, 6:12 PM IST

কলকাতা, 4 ফেব্রুয়ারি : নিউটাউন রাম মন্দির শুলুংগুড়ি আটির মাঠে ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হল সাধন ঘোষকে (24) । সম্পত্তি বিবাদের জেরে এই ঘটনা । জেঠতুতো দাদাকে খুনের পর নিজে ইকোপার্ক থানায় আত্মসমর্পণ করে অভিযুক্ত মঙ্গল ঘোষ ।

দীর্ঘদিন ধরেই দুই পরিবারের মধ্যে সম্পত্তিজনিত কারণে শরিকি বিবাদ চলছিল । আজ সকাল 11টা নাগাদ জেঠতুতো দাদা সাধন ঘোষের সঙ্গে অভিযুক্ত মঙ্গল ঘোষের সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিবাদ চলে । স্থানীয়দের বক্তব্য হঠাৎই ঘর থেকে ছুরি নিয়ে এসে কুপিয়ে খুন করে সাধনকে । ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সাধন । হাসপাতালে নিয়ে গেলে সাধনকে মৃত বলে ঘোষণা করা হয় ।

জেঠতুতো দাদাকে খুনের অভিযোগ

আরও পড়ুন : জমি বিবাদের জেরে সংঘর্ষ, আহত 10

অন্যদিকে ইকো পার্ক থানায় গিয়ে আত্মসমর্পণ করে মঙ্গল । ঘটনার তদন্তে নেমেছে ইকো পার্ক থানার পুলিশ ।

কলকাতা, 4 ফেব্রুয়ারি : নিউটাউন রাম মন্দির শুলুংগুড়ি আটির মাঠে ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হল সাধন ঘোষকে (24) । সম্পত্তি বিবাদের জেরে এই ঘটনা । জেঠতুতো দাদাকে খুনের পর নিজে ইকোপার্ক থানায় আত্মসমর্পণ করে অভিযুক্ত মঙ্গল ঘোষ ।

দীর্ঘদিন ধরেই দুই পরিবারের মধ্যে সম্পত্তিজনিত কারণে শরিকি বিবাদ চলছিল । আজ সকাল 11টা নাগাদ জেঠতুতো দাদা সাধন ঘোষের সঙ্গে অভিযুক্ত মঙ্গল ঘোষের সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিবাদ চলে । স্থানীয়দের বক্তব্য হঠাৎই ঘর থেকে ছুরি নিয়ে এসে কুপিয়ে খুন করে সাধনকে । ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সাধন । হাসপাতালে নিয়ে গেলে সাধনকে মৃত বলে ঘোষণা করা হয় ।

জেঠতুতো দাদাকে খুনের অভিযোগ

আরও পড়ুন : জমি বিবাদের জেরে সংঘর্ষ, আহত 10

অন্যদিকে ইকো পার্ক থানায় গিয়ে আত্মসমর্পণ করে মঙ্গল । ঘটনার তদন্তে নেমেছে ইকো পার্ক থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.