ETV Bharat / state

কেরালা ও রাজস্থান থেকে বিশেষ ট্রেনে রাজ্যে ফিরছে 2500 জন - Shramik special train

আগামীকাল রাজস্থান ও কেরালা থেকে ছাড়বে দু'টি বিশেষ ট্রেন ।

আজমের থেকে ফেরানো হচ্ছে বাংলার শ্রমিকদের, সোমবার ছাড়বে ট্রেন
আজমের থেকে ফেরানো হচ্ছে বাংলার শ্রমিকদের, সোমবার ছাড়বে ট্রেন
author img

By

Published : May 3, 2020, 9:14 PM IST

Updated : May 3, 2020, 9:54 PM IST

কলকাতা, 3 মে: 2500 জনেরও বেশি শ্রমিক, পড়ুয়া, পুণ্যার্থী ও রোগীদের নিয়ে আগামীকাল রাজস্থান ও কেরালা থেকে দু'টি বিশেষ ট্রেন রাজ্যের উদ্দেশে রওনা দেবে । টুইটারে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । 5 মে কলকাতায় পৌঁছানোর কথা ।

রাজ্য সরকারের তরফে আগেই রাজস্থান সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল । গতকাল রাজস্থানের মুখ্যসচিব ডিবি গুপ্তা এই বিষয়ে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে চিঠি দেন । চিঠিতে জানিয়ে দেওয়া হয়, সোমবার সন্ধে ছটার সময় আজমের থেকে যাত্রা শুরু করবে ওই ট্রেন । এরপর ট্রেনটি যাতে বিকেলের আগে রাজ্যে পৌঁছাতে পারে সেই ভাবে ট্রেনটি ছাড়ার জন্য রাজ্য সরকারের তরফে চিঠি দিয়ে বলা হয়েছে । দুর্গাপুর এবং ডানকুনিতে ট্রেনটি দাঁড়ানোর কথাও বলা হয়েছে ।

রাজস্থানের মুখ্য সচিবের চিঠি
রাজস্থানের মুখ্য সচিবের চিঠি

এদিকে আজ সন্ধ্যায় মুখ্যমন্ত্রী টুইটে লেখেন, "ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিলাম । সেই কথামতো আগামীকাল আজমের ও কেরালা থেকে দু'টি স্পেশাল ট্রেন রাজ্যের 2500-রও বেশি শ্রমিক, পুণ্যার্থী, পড়ুয়া ও রোগীদের নিয়ে রওনা দেবে । নিয়ম অনুযায়ী সকলেরই শারীরিক পরীক্ষা হবে ।"

  • As a part of our promise to bring back citizens of Bengal stranded in other states, 2 special trains from Ajmer & Kerala would leave tomorrow for West Bengal carrying more than 2500 migrant labourers,pilgrims,students & patients. Everyone coming in to be screened as per protocols

    — Mamata Banerjee (@MamataOfficial) May 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এখানে নামার পর প্রত্যেকের শারীরিক পরীক্ষা হবে । তারপর বাসে করে পৌঁছে দেওয়া হবে গন্তব্যে ।

কলকাতা, 3 মে: 2500 জনেরও বেশি শ্রমিক, পড়ুয়া, পুণ্যার্থী ও রোগীদের নিয়ে আগামীকাল রাজস্থান ও কেরালা থেকে দু'টি বিশেষ ট্রেন রাজ্যের উদ্দেশে রওনা দেবে । টুইটারে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । 5 মে কলকাতায় পৌঁছানোর কথা ।

রাজ্য সরকারের তরফে আগেই রাজস্থান সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল । গতকাল রাজস্থানের মুখ্যসচিব ডিবি গুপ্তা এই বিষয়ে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে চিঠি দেন । চিঠিতে জানিয়ে দেওয়া হয়, সোমবার সন্ধে ছটার সময় আজমের থেকে যাত্রা শুরু করবে ওই ট্রেন । এরপর ট্রেনটি যাতে বিকেলের আগে রাজ্যে পৌঁছাতে পারে সেই ভাবে ট্রেনটি ছাড়ার জন্য রাজ্য সরকারের তরফে চিঠি দিয়ে বলা হয়েছে । দুর্গাপুর এবং ডানকুনিতে ট্রেনটি দাঁড়ানোর কথাও বলা হয়েছে ।

রাজস্থানের মুখ্য সচিবের চিঠি
রাজস্থানের মুখ্য সচিবের চিঠি

এদিকে আজ সন্ধ্যায় মুখ্যমন্ত্রী টুইটে লেখেন, "ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিলাম । সেই কথামতো আগামীকাল আজমের ও কেরালা থেকে দু'টি স্পেশাল ট্রেন রাজ্যের 2500-রও বেশি শ্রমিক, পুণ্যার্থী, পড়ুয়া ও রোগীদের নিয়ে রওনা দেবে । নিয়ম অনুযায়ী সকলেরই শারীরিক পরীক্ষা হবে ।"

  • As a part of our promise to bring back citizens of Bengal stranded in other states, 2 special trains from Ajmer & Kerala would leave tomorrow for West Bengal carrying more than 2500 migrant labourers,pilgrims,students & patients. Everyone coming in to be screened as per protocols

    — Mamata Banerjee (@MamataOfficial) May 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এখানে নামার পর প্রত্যেকের শারীরিক পরীক্ষা হবে । তারপর বাসে করে পৌঁছে দেওয়া হবে গন্তব্যে ।

Last Updated : May 3, 2020, 9:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.