কলকাতা, 11 অগস্ট : 'পেশাদারি' প্রতারণা এখন কলকাতার বাজারে আকছার ঘটনা হয়ে দাঁড়িয়েছে । প্রতারণার বিভিন্ন ধরন । কেউ চাকরির প্রতিশ্রুতি দিয়ে, কেউ ভুয়ো সরকারি আধিকারিক সেজে... কেউ আবার অন্য কোনও উপায়ে । এবার মেডিকেল সেন্টার খুলে কর্মী নিয়োগ করে বেতন না দিয়েই কোম্পানি গুটিয়ে নেওয়ার অভিযোগ উঠল নিউটাউনের ইকো স্পেসের এক বেসরকারি কোম্পানি ও তার মালিকের বিরুদ্ধে ।
অভিযোগ, নিউটাউনের ইকো স্পেসে অফিস খুলে প্রায় 30 থেকে 35 জনের থেকে ল্যাপটপ ও বিভিন্ন সুবিধা দেওয়ার নাম করে 30 থেকে 70 হাজার করে টাকা তোলা হয়েছিল । কিন্তু কোনও ল্যাপটপ দেওয়া তো দূরে থাক, বেতনটুকুও পাননি তাঁরা । প্রতারিতদের একাংশের বক্তব্য়, সংস্থার বিরুদ্ধে এর আগেও এই ধরনের আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছিল । এমনকি সংস্থার লেটারহেডে সদর দফতরের যে ঠিকানা উল্লেখ রয়েছে, সেখানেও কোনও অফিস নেই ওই সংস্থার ।
গতকাল রাতে প্রতারিত ব্যক্তিরা নিউটাউনের ওই অফিসের সামনে জড়ো হন । অফিসের ভিতরে কথা বলতে যেতে চান । কিন্তু তাঁদের বের করে দেওয়া হয় । এরপরই তাঁরা নিউটাউনের টেকনো সিটি থানায় অভিযোগ দায়ের করেন ।