ETV Bharat / state

কয়লা পাচারের "গোপন পেন ড্রাইভ", তদন্তের দাবি জানিয়ে চিঠি কমিশনে - Coal smuggling

মমতা বন্দ্যোপাধ্যায়ের "কয়লা পাচারের গোপন পেন ড্রাইভ"-এর বক্তব্যের প্রেক্ষিতে উচ্চপর্যায়ের তদন্তের আর্জি জানিয়ে কমিশনে চিঠি লিখলেন বিশ্বনাথ গোস্বামী নামে জনৈক এক ব্যক্তি ।

ফাইল ফোটো
author img

By

Published : May 10, 2019, 7:45 PM IST

কলকাতা, 10 মে : কয়লা পাচার নিয়ে মোদি-মমতা বাগযুদ্ধের ঘটনা ফিকে হয়নি এখনও। বাঁকুড়া ও পুরুলিয়ার সভায় তৃণমূলের বিরুদ্ধে কয়লা পাচারের অভিযোগ করেছিলেন নরেন্দ্র মোদি। মমতা পালটা বলেছিলেন, কথাটা প্রমাণ করতে পারলে ৪২টি আসনেই প্রার্থী প্রত্যাহার করে নেবেন তিনি । পাশাপাশি পালটা অভিযোগ এনেছিলেন, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাংসদের কথোপকথনের পেন ড্রাইভ তাঁর কাছে রয়েছে । এইবার সেই পেন ড্রাইভ নিয়ে তদন্তের আর্জি জানিয়ে আবেদন জমা পড়ল নির্বাচন কমিশনে । বিশ্বনাথ গোস্বামী নামে জনৈক এক ব্যক্তি তদন্তের দাবি জানিয়েছে চিঠি লিখেছেন কমিশনে।

Commission
বিশ্বনাথ গোস্বামীর চিঠি

গতকাল মমতা বলেন, "আমার কাছে একটা পেন ড্রাইভ আছে । বাজারে যদি ছেড়ে দিই কোল স্মাগলিংয়ের অনেক কথা বেরিয়ে আসবে। যদি মিডিয়া দেখাতে চায়, দিয়ে দেব । কেন্দ্রীয় মন্ত্রী ও BJP সাংসদ কয়লা পাচারের কথা বলছেন ।" আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের পালটা হিসেবে ওই কথা বলেন মমতা। মোদি বাঁকুড়া এবং পুরুলিয়ার দুই সভাতেই অভিযোগ এনে বলেছিলেন, "কালো সোনায় (কয়লা) মাফিয়া রাজ চলছে বাংলায় । সেই মাফিয়ারাজ কায়েম করেছে তৃণমূল।"

কিন্তু, মমতার পেনড্রাইভ সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্বনাথ গোস্বামী নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন । তিনি লিখেছেন, মুখ্যমন্ত্রী অত্যন্ত গুরুতর অভিযোগ করেছেন। এই বিষয়ে উচ্চপর্যায়ের তদন্ত হওয়া উচিত ।

কলকাতা, 10 মে : কয়লা পাচার নিয়ে মোদি-মমতা বাগযুদ্ধের ঘটনা ফিকে হয়নি এখনও। বাঁকুড়া ও পুরুলিয়ার সভায় তৃণমূলের বিরুদ্ধে কয়লা পাচারের অভিযোগ করেছিলেন নরেন্দ্র মোদি। মমতা পালটা বলেছিলেন, কথাটা প্রমাণ করতে পারলে ৪২টি আসনেই প্রার্থী প্রত্যাহার করে নেবেন তিনি । পাশাপাশি পালটা অভিযোগ এনেছিলেন, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাংসদের কথোপকথনের পেন ড্রাইভ তাঁর কাছে রয়েছে । এইবার সেই পেন ড্রাইভ নিয়ে তদন্তের আর্জি জানিয়ে আবেদন জমা পড়ল নির্বাচন কমিশনে । বিশ্বনাথ গোস্বামী নামে জনৈক এক ব্যক্তি তদন্তের দাবি জানিয়েছে চিঠি লিখেছেন কমিশনে।

Commission
বিশ্বনাথ গোস্বামীর চিঠি

গতকাল মমতা বলেন, "আমার কাছে একটা পেন ড্রাইভ আছে । বাজারে যদি ছেড়ে দিই কোল স্মাগলিংয়ের অনেক কথা বেরিয়ে আসবে। যদি মিডিয়া দেখাতে চায়, দিয়ে দেব । কেন্দ্রীয় মন্ত্রী ও BJP সাংসদ কয়লা পাচারের কথা বলছেন ।" আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের পালটা হিসেবে ওই কথা বলেন মমতা। মোদি বাঁকুড়া এবং পুরুলিয়ার দুই সভাতেই অভিযোগ এনে বলেছিলেন, "কালো সোনায় (কয়লা) মাফিয়া রাজ চলছে বাংলায় । সেই মাফিয়ারাজ কায়েম করেছে তৃণমূল।"

কিন্তু, মমতার পেনড্রাইভ সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্বনাথ গোস্বামী নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন । তিনি লিখেছেন, মুখ্যমন্ত্রী অত্যন্ত গুরুতর অভিযোগ করেছেন। এই বিষয়ে উচ্চপর্যায়ের তদন্ত হওয়া উচিত ।

Intro:কলকাতা, ১০ মে: কয়লা পাচার নিয়ে মোদি-মমতা বাগযুদ্ধের ঘটনা ফিকে হয়নি এখনও। বাঁকুড়া ও পুরুলিয়ার সভায় তৃণমূলের বিরুদ্ধে কয়লা পাচারের অভিযোগ করেছিলেন নরেন্দ্র মোদী। মমতা পাল্টা বলেছিলেন, কথাটা প্রমাণ করতে পারলে ৪২ টি আসনেই প্রার্থী প্রত্যাহার করে নেবেন তিনি। পাশাপাশি তিনি পাল্টা অভিযোগ এনেছিলেন। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাংসদের কথোপকথনের একটি পেন ড্রাইভ তাঁর কাছে রয়েছে বলে বৃহস্পতিবার দাবি করেন মমতা। এইবার সেই পেনড্রাইভ নিয়ে তদন্তের আরজি জানিয়ে আবেদন জমা পড়ল নির্বাচন কমিশনে। জনৈক বিশ্বনাথ গোস্বামী নামে এক ব্যক্তি তদন্তের দাবি জানিয়েছে লিখেছেন কমিশনে।Body:বৃহস্পতিবার মমতা বলেন,“আমার কাছে একটা পেন ড্রাইভ আছে। বাজারে যদি ছেড়ে দিই কোল স্মাগলিংয়ের অনেক কথা বেরিয়ে আসবে। যদি মিডিয়া দেখাতে চায়, দিয়ে দেব। কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ কয়লা পাচারের কথা বলছে।" আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের পাল্টা হিসেবে ওই কথা বলেন মমতা। মোদি বাঁকুড়া এবং পুরুলিয়ার দুই সভাতেই অভিযোগ এনেছিলেন। বলেছিলেন, “ কালো সোনায় ( পড়ুন কয়লা) মাফিয়া রাজ চলছে বাংলায়। সেই মাফিয়ারাজ কায়েম করেছে তৃণমূল।"Conclusion:কিন্তু মমতার পেনড্রাইভ সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে সোশিয়ো-লিগ্যাল রিসার্চার ও অ্যাক্টিভিস্ট নামে সংস্থার বিশ্বনাথ গোস্বামী নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন। চিঠিতে তার বক্তব্য, মুখ্যমন্ত্রীর অত্যন্ত গুরুতর অভিযোগ করেছেন। এ বিষয়ে উচ্চপর্যায়ের তদন্ত হওয়া উচিত।


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.