কলকাতা, 4 জুন : আধিকারিক পরিচয় দিয়ে মহিলার থেকে টাকা আদায়ের ঘটনা ঘটল কলকাতার বেলেঘাটা বিল্ডিং মোড়ে । অভিযোগকারিণীর নাম সৌমিত্রি ভৌমিক । নিজেকে পৌরনিগমের কর্মী হিসাবে পরিচয় দিয়ে অতনু রায় নামে এক ব্যক্তি সৌমিত্রিদেবীর কাছ থেকে ১০ হাজার টাকা নিয়ে চম্পট দেয় ।
বিল্ডিং মোড়ে সৌমিত্রিদেবীর বাবার একটি দোকান আছে । 2015 সালের মে'তে সৌমিত্রিদেবীর বাবা মারা যান । এরপরই দোকানের মালিকানার পরিবর্তন নিয়ে টালবাহানা শুরু হয় । সৌমিত্রিদেবী জানান, দোকানের নাম পরিবর্তনের জটিলতার ফলে প্রায় দু'বছর ধরে ফুড ও ট্রেড লাইসেন্সের নির্ধারিত কর বাকি আছে । তিনি বলেন, "সেই প্রসঙ্গেই 7 মে অতনু রায় নামে এক ব্যক্তি নিজেকে খাদ্য বিভাগের আধিকারিক বলে পরিচয় দিয়ে তাঁর দোকানে আসে । দোকানে এসে বলে, আমাদের আড়াই লাখ টাকা কর বকেয়া রয়েছে । এখনই যদি সেটা না দিই তবে পুলিশ ডাকা হবে ।"
সৌমিত্রিদেবী আরও বলেন, একসঙ্গে অত টাকা দিতে না চাইলে এই লেনদেন 13 হাজার টাকায় রফা হয় । তখন অভিযুক্ত অতনু রায় তাঁদের বলে যে এক্ষুনি যদি নগদ 10 হাজার টাকা না দেয় তবে সে পুলিশে খবর দেবে । ভয়ে সৌমিত্রিদেবী মোট 10000 টাকা ওই ভুয়ো পৌরকর্মীর হাতে তুলে দেন । এরপর অভিযুক্ত তাঁকে একটি ভুয়ো সার্টিফিকেটও দেয় বলে জানান সৌমিত্রিদেবী । ঘটনার পর তিন-চারদিন ফোনে যোগাযোগ রাখলেও তারপরে ফোন বন্ধ করে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয় সেই ভুয়ো পৌরকর্মী ।
এই ঘটনার পর সৌমিত্রিদেবী থানায় অভিযোগ দায়ের করেন । পরে কলকাতা পৌরনিগমে খোঁজখবর নিয়ে জানতে পারেন, অতনু রায় নামে ওই ব্যক্তি প্রতারক । শুধু সৌমিত্রিদেবীরই নয়, এই প্রতারক অনেকের সঙ্গেই প্রতারণা করেছে বলে জানায় কলকাতা পৌরনিগম কর্তৃপক্ষ ।