ETV Bharat / state

বান্ধবীর আপত্তিকর ছবি ফেসবুকের মাধ্যমে বিক্রি, দোষীর কারাদণ্ডের নির্দেশ

ফেসবুকে বান্ধবীর আপত্তিকর ছবি বিক্রি করায় এক যুবককে দু'বছর কারাদণ্ডের নির্দেশ দিলেন বিধাননগরের অতিরিক্ত মুখ্য নগর দায়রা বিচারক ই লেপচা ৷ সঙ্গে 26 হাজার টাকা জরিমানা ৷

কলকাতা হাইকোর্ট
কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Feb 21, 2020, 6:32 PM IST

কলকাতা, 21 ফেব্রুয়ারি : ফেসবুকে বান্ধবীর নামে একাধিক ভুয়া প্রোফাইল খুলে অশ্লীল ছবি মোটা টাকায় বিক্রি করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধ ৷ সমস্ত কিছু খতিয়ে দেখার পর আজ বিধাননগরের অতিরিক্ত মুখ্য নগর দায়রা বিচারক ই লেপচা ওই যুবকের দু'বছরের জেল ও 26 হাজার টাকা জরিমানার নির্দেশ দেন ৷

এক অফিসে কাজের সূত্রে সুমিত দাস (নাম পরিবর্তিত)-র সঙ্গে আলাপ অরুণা মৈত্রর (নাম পরিবর্তিত) ৷ তারপর গড়ে ওঠে বন্ধুত্ব ৷ সেখান থেকে তৈরি ঘনিষ্ঠ সম্পর্ক ৷ দেখা করা, ফোনে কথা বলা থেকে বাড়তে থাকে সখ্যতা ৷ মাঝে মাঝে চলত ভিডিয়ো চ্যাটও ৷ সেসময়ই বিভিন্ন ভঙ্গিমায় অরুণার ছবি চাইত সুমিত ৷ অরুণাও সুমিতকে বিশ্বাস করে ছবি দিতে থাকে ৷ এভাবেই চলছিল সবকিছু ৷

2018 সালের শুরুতে নিজের বাড়িতে সুমিতের সঙ্গে সম্পর্কের কথা জানিয়ে দেয় অরুণা ৷ তার পরিবারও রাজি হয়ে যায় বিয়েতে ৷ কিন্তু, তা জানার পর থেকেই খারাপ ব্যবহার শুরু করে সুমিত ৷ চলতে থাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল ৷ সবকিছু থেকে দূরে থাকতে ওই অফিসে চাকরি ছেড়ে নতুন একটি কম্পানিতে কাজ শুরু করে অরুণা ৷ কিন্তু, তাতেও রেহাই মেলেনি ৷ অরুণার নামে ফেসবুকে একাধিক ফেক অ্যাকাউন্ট খোলে সুমিত ৷ সেখান থেকে অরুণার বিভিন্ন আপত্তিকর ছবি বিক্রি করতে শুরু করে ৷ আপত্তি জানালে জোটে হুমকি ৷

বাধ্য হয়ে 2018 সালের 2 এপ্রিল বিধাননগর সাইবার থানায় একটি অভিযোগ দায়ের করে অরুণা ৷ তার ভিত্তিতে 20 এপ্রিল সুমিতকে গ্রেপ্তার করে পুলিশ ৷ কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন জানালেও বিচারপতি শিবপ্রসাদ তা খারিজ করে দেন ৷ মামলার অন্তিম শুনানিতে বিধাননগর সাইবার পুলিশের তরফে জানানো হয়, তদন্ত করতে নেমে পুলিশ দেখেছে সমস্ত অভিযোগই সত্যি ৷ পুলিশ ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পুরো বিষয়টি যাচাই করে ৷ তারপরই 20 এপ্রিল তাকে গ্রেপ্তার করা হয় ৷ তদন্ত করতে গিয়ে পুলিশ দেখে, আরও তিনটি ফেসবুক অ্যাকাউন্টে অরুণার বিভিন্ন ছবি ও ভিডিয়ো আপলোড করেছিল সুমিত ৷ সঙ্গে হোয়াটসঅ্যাপে বিভিন্ন হুমকিও দেওয়া হত ৷ সমস্ত কিছু খতিয়ে দেখে অতিরিক্ত মুখ্য নগর দায়রা বিচারক আজ অভিযুক্তের দু'বছরের জেল ও 26 হাজার টাকা জরিমানার নির্দেশ দেন ৷

কলকাতা, 21 ফেব্রুয়ারি : ফেসবুকে বান্ধবীর নামে একাধিক ভুয়া প্রোফাইল খুলে অশ্লীল ছবি মোটা টাকায় বিক্রি করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধ ৷ সমস্ত কিছু খতিয়ে দেখার পর আজ বিধাননগরের অতিরিক্ত মুখ্য নগর দায়রা বিচারক ই লেপচা ওই যুবকের দু'বছরের জেল ও 26 হাজার টাকা জরিমানার নির্দেশ দেন ৷

এক অফিসে কাজের সূত্রে সুমিত দাস (নাম পরিবর্তিত)-র সঙ্গে আলাপ অরুণা মৈত্রর (নাম পরিবর্তিত) ৷ তারপর গড়ে ওঠে বন্ধুত্ব ৷ সেখান থেকে তৈরি ঘনিষ্ঠ সম্পর্ক ৷ দেখা করা, ফোনে কথা বলা থেকে বাড়তে থাকে সখ্যতা ৷ মাঝে মাঝে চলত ভিডিয়ো চ্যাটও ৷ সেসময়ই বিভিন্ন ভঙ্গিমায় অরুণার ছবি চাইত সুমিত ৷ অরুণাও সুমিতকে বিশ্বাস করে ছবি দিতে থাকে ৷ এভাবেই চলছিল সবকিছু ৷

2018 সালের শুরুতে নিজের বাড়িতে সুমিতের সঙ্গে সম্পর্কের কথা জানিয়ে দেয় অরুণা ৷ তার পরিবারও রাজি হয়ে যায় বিয়েতে ৷ কিন্তু, তা জানার পর থেকেই খারাপ ব্যবহার শুরু করে সুমিত ৷ চলতে থাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল ৷ সবকিছু থেকে দূরে থাকতে ওই অফিসে চাকরি ছেড়ে নতুন একটি কম্পানিতে কাজ শুরু করে অরুণা ৷ কিন্তু, তাতেও রেহাই মেলেনি ৷ অরুণার নামে ফেসবুকে একাধিক ফেক অ্যাকাউন্ট খোলে সুমিত ৷ সেখান থেকে অরুণার বিভিন্ন আপত্তিকর ছবি বিক্রি করতে শুরু করে ৷ আপত্তি জানালে জোটে হুমকি ৷

বাধ্য হয়ে 2018 সালের 2 এপ্রিল বিধাননগর সাইবার থানায় একটি অভিযোগ দায়ের করে অরুণা ৷ তার ভিত্তিতে 20 এপ্রিল সুমিতকে গ্রেপ্তার করে পুলিশ ৷ কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন জানালেও বিচারপতি শিবপ্রসাদ তা খারিজ করে দেন ৷ মামলার অন্তিম শুনানিতে বিধাননগর সাইবার পুলিশের তরফে জানানো হয়, তদন্ত করতে নেমে পুলিশ দেখেছে সমস্ত অভিযোগই সত্যি ৷ পুলিশ ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পুরো বিষয়টি যাচাই করে ৷ তারপরই 20 এপ্রিল তাকে গ্রেপ্তার করা হয় ৷ তদন্ত করতে গিয়ে পুলিশ দেখে, আরও তিনটি ফেসবুক অ্যাকাউন্টে অরুণার বিভিন্ন ছবি ও ভিডিয়ো আপলোড করেছিল সুমিত ৷ সঙ্গে হোয়াটসঅ্যাপে বিভিন্ন হুমকিও দেওয়া হত ৷ সমস্ত কিছু খতিয়ে দেখে অতিরিক্ত মুখ্য নগর দায়রা বিচারক আজ অভিযুক্তের দু'বছরের জেল ও 26 হাজার টাকা জরিমানার নির্দেশ দেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.