কলকাতা, 11 মে : "জয়শ্রীরাম" ধ্বনি দেওয়ায় আক্রান্ত এক যুবক । নাম সোমনাথ বিশ্বাস । তিনি কসবা থানার শরৎ ঘোষ গার্ডেনের বাসিন্দা । কসবা থানায় অভিযোগ দায়ের হয়েছে ।
অভিযোগ, গতকাল রাতে জয়শ্রীরাম ধ্বনি দেওয়ায় একদল তৃণমূল কর্মী তাঁর বাড়িতে চড়াও হয় । জিনিসপত্র ভাঙচুর করে । খবর পেয়ে কসবা থানার পুলিশ ঘটনাস্থানে যায় ।
সোমনাথবাবু জানান, তিনি BJP কর্মী । জয়শ্রীরাম বলাতেই তাঁকে আক্রান্ত হতে হয়েছে । যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে ।