বরাহনগর, 3 মে: কোনও রাজনৈতিক রং নেই, বিশ্বাসও নেই । বিপদে পড়া মানুষের পাশে দাঁড়াতে ওরা ভালোবাসে । বছরভর দৌড়ের এই ছবিটা লকডাউনে আরও গতি পেয়েছে । বরাহনগর বিধানসভা অঞ্চলে ওরা ছুটে বেড়াচ্ছেন ।
ওরা হলেন মানিক দাশগুপ্ত, সাহেব, শুভাশিস গুঁই, শঙ্কর বন্দ্যোপাধ্যায়, সমীর দত্ত, নারু দত্ত, সেন্টু, পিন্টু, অভিজিৎ, সুবীর । কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী । তবে এদের প্রত্যেকের নেশা আর্ত মানুষের পাশে দাঁড়ানো । লকডাউনে কাউকে অভুক্ত থাকতে দেওয়া যাবে না, এই সংকল্প নিয়ে ঘরবন্দী থাকার পরিবর্তে দৌড়ে বেড়াচ্ছেন তাঁরা । সঙ্গে কখনও থাকছে চাল, ডাল, তেল, সয়াবিন । কখনও আবার রান্না করা ভাত, ডাল ডিমের ডালনা । এছাড়াও এলাকায় ক্রমাগত চলছে সচেতনতার প্রচার ।
বরাহনগরের 28 নম্বর ওয়ার্ড সিল করে দিয়েছে পুলিশ । কোরোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে ওই ওয়ার্ডে। 29 নম্বর ওয়ার্ডে একটি আবাসনে একজন বৃদ্ধ মারা গেলেও মৃত্যুর কারণ কোভিড-19 কি না তা প্রমাণিত নয় । তবে সাবধানের মার নেই । তাই পুরো আবাসন স্যানিটাইজ় করা এবং সচেতনার প্রচারে খামতি রাখা হয়নি । জানিয়েছেন পেশায় বই প্রকাশক মানিক দাশগুপ্ত ।
![বাড়ি বাড়ি গিয়ে খাবার দেওয়া হচ্ছে](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-kol-02-chairmans-special-friend-when-you-are-in-distress-copy-7203838_24042020155057_2404f_01795_200.jpg)
আপাতত তালিকা বানিয়ে সেই মতো পরিকল্পনা সাজাচ্ছেন । যাদের রোজকার খাবারের প্রয়োজন তাদের জন্য সেই মতো ব্যবস্থা করা হচ্ছে । যাদেরকে শুধুমাত্র চাল-ডাল পৌঁছে দিলেই হবে, তাদের জন্য সেটাই করা হচ্ছে ।