ETV Bharat / state

রক্তাক্ত অবস্থায় উদ্ধার যুবতি , গ্রেপ্তার 1 - girl rescued in critical condition from rail quarters

16 সেপ্টেম্বর চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে আনা হয় ওই যুবতিকে । তাঁর বাড়ি কামারডাঙা এলাকায় । ওইদিন বিকেলবেলায় কামারডাঙা এলাকার রেল কোয়ার্টারে তাঁকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ৷ সেইসময় তাঁর জামা-কাপড় রক্তে ভেজা ছিল ৷ শরীরে আঘাতের চিহ্ন ছিল ৷

যুবতিকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার এক
One arrested in Kamardanga case
author img

By

Published : Sep 19, 2020, 12:52 PM IST

কলকাতা , 19 সেপ্টেম্বর : দিন দুয়েক আগে হাসপাতালে এসেছিলেন 19 বছরের এক যুবতি । বলা ভালো , তাঁকে উদ্ধার করে আনা হয়েছিল । তখন তিনি অজ্ঞান ৷ তাঁর জামা-কাপড় রক্তে ভেজা ৷ কয়েকজন সাধারণ মানুষ এইভাবেই তাঁকে উদ্ধার করে এনেছিল ৷ তখন থেকেই চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (ICU) তিনি চিকিৎসাধীন । খবর পেয়ে ঘটনার তদন্তে নেমে আজ এক অভিযুক্তকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ । ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারায় মামলা আনা হয়েছে । তার সঙ্গে শ্লীলতাহানির মামলা যোগ করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর।



পুলিশ সূত্রে জানা গেছে , 16 সেপ্টেম্বর চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে আনা হয় ওই যুবতিকে । তাঁর বাড়ি কামারডাঙা এলাকায় । ওইদিন বিকেলবেলায় কামারডাঙা এলাকার রেল কোয়ার্টারে তাঁকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ৷ সেইসময় তাঁর জামা-কাপড় রক্তে ভেজা ছিল ৷ শরীরে আঘাতের চিহ্ন ছিল ৷ এই অবস্থায় স্থানীয় কয়েকজন তাঁকে উদ্ধার করে নিয়ে আসে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে । খবর দেওয়া হয় কলকাতা পুলিশে । তাঁর বাড়িতেও খবর দেওয়া হয় ৷ ওই যুবতির বাবা জনৈক এক যুবকের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে পুলিশে একটি মামলা দায়ের করে ৷ সেই মামলার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করে পুলিশ ৷

CCTV ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করা হয় । এরপর আজ ওই অভিযুক্ত 24 বছরের মহম্মদ রাজাকে ডি সি দে রোড থেকে গ্রেপ্তার করে পুলিশ । পুলিশের দাবি , অভিযুক্ত ওই যুবতিকে অত্যাচারের কথা স্বীকার করে নিয়েছে । তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ কী কারণে এই ঘটনা , সমস্ত বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷

কলকাতা , 19 সেপ্টেম্বর : দিন দুয়েক আগে হাসপাতালে এসেছিলেন 19 বছরের এক যুবতি । বলা ভালো , তাঁকে উদ্ধার করে আনা হয়েছিল । তখন তিনি অজ্ঞান ৷ তাঁর জামা-কাপড় রক্তে ভেজা ৷ কয়েকজন সাধারণ মানুষ এইভাবেই তাঁকে উদ্ধার করে এনেছিল ৷ তখন থেকেই চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (ICU) তিনি চিকিৎসাধীন । খবর পেয়ে ঘটনার তদন্তে নেমে আজ এক অভিযুক্তকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ । ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারায় মামলা আনা হয়েছে । তার সঙ্গে শ্লীলতাহানির মামলা যোগ করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর।



পুলিশ সূত্রে জানা গেছে , 16 সেপ্টেম্বর চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে আনা হয় ওই যুবতিকে । তাঁর বাড়ি কামারডাঙা এলাকায় । ওইদিন বিকেলবেলায় কামারডাঙা এলাকার রেল কোয়ার্টারে তাঁকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ৷ সেইসময় তাঁর জামা-কাপড় রক্তে ভেজা ছিল ৷ শরীরে আঘাতের চিহ্ন ছিল ৷ এই অবস্থায় স্থানীয় কয়েকজন তাঁকে উদ্ধার করে নিয়ে আসে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে । খবর দেওয়া হয় কলকাতা পুলিশে । তাঁর বাড়িতেও খবর দেওয়া হয় ৷ ওই যুবতির বাবা জনৈক এক যুবকের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে পুলিশে একটি মামলা দায়ের করে ৷ সেই মামলার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করে পুলিশ ৷

CCTV ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করা হয় । এরপর আজ ওই অভিযুক্ত 24 বছরের মহম্মদ রাজাকে ডি সি দে রোড থেকে গ্রেপ্তার করে পুলিশ । পুলিশের দাবি , অভিযুক্ত ওই যুবতিকে অত্যাচারের কথা স্বীকার করে নিয়েছে । তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ কী কারণে এই ঘটনা , সমস্ত বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.