কলকাতা, 2 ডিসেম্বর : রাতের কলকাতায় ফের আগুন ৷ ভস্মীভূত কয়েকটি দোকান ৷ ঘটনাটি ঘটেছে শ্যামপুকুর থানার মানিকতলা মোড়ের বিধান সরণি এলাকায় ৷ মঙ্গলবার রাত পৌনে 11 টা নাগাদ একটি ফাস্টফুডের দোকানে আগুন লাগে ।
মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় ৷ খবর দেওয়া হয় দমকল ও পুলিশে ৷ আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে আসে দমকলের চারটি ইঞ্জিন ৷ প্রায় এক থেকে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, রান্নার গ্যাসের সিলেন্ডার ফেটে এই ঘটনা ঘটেছে ।
দমকলের এক আধিকারিক জানান, ‘‘ প্রথমে ওই ফাস্টফুডের দোকানে কোনওভাবে আগুন লেগে যায় ৷ ক্রমেই তা পার্শ্ববর্তী কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে ।’’ যদিও আগুনে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷ তবে নষ্ট হয়েছে প্রচুর টাকার সম্পত্তি ৷ কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল ৷