কলকাতা, 28 মার্চ : কোরোনা মোকাবিলায় দেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার । যার জেরে বাতিল হয়েছে একাধিক ট্রেন । স্থগিত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান পরিষেবা । কোরোনা সংক্রমণ রুখতে সমস্ত ট্রেন বাতিল করেছে ভারতীয় রেল । চিকিৎসা করাতে গিয়ে এই পরিস্থিতিতে জেরে ভেলোরে আটকে পড়েছে দমদমের 6 বাসিন্দা । লকডাউনের জেরে দু'বার ট্রেনের সময়সীমা পরিবর্তন করলেও 21 দিন লকডাউন ঘোষণার পর এখন অথৈজলে পরিবারটি ।
দমদম মুকুন্দ দাস রোডের বাসিন্দা উজ্জ্বলকুমার ঘোষ (৭৬), মানব ঘোষ (৬১), রীতা ঘোষসেন (৪৯), মৃন্ময় ঘোষ ( ১৩), সুগন্ধা সেন (৬৮), রুবি মালিক (৫৪) চিকিৎসার প্রয়োজনে গত ৮ মার্চ ভেলোর গিয়েছিলেন । ফেরার কথা ছিল ২৬ মার্চ । কিন্তু লকডাউনের জেরে টিকিট বাতিল করে ১ এপ্রিল টিকিট কাটেন তাঁরা । তারপরই ২১ দিনের লকডাউন ঘোষণা হওয়ার পর সেই টিকিটও বাতিল হলে যায় । বর্তমানে বাড়ি ফিরতে না পারায় দিশেহারা পরিবারটি ।
ভেলোর গেছিলেন নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে । লকডাউনের পর ভেলোরে থাকার সময়সীমা বাড়ায় ফুরিয়েছে সেই টাকা । ক'দিন আগে থাকার মতো জায়গাও ছিল না । বর্তমানে ভেলোরের G M ডিলাস্ক রেসিডেন্সিও তাঁদের রাখতে চাইছিল না । পরে কিছু টাকা জোগার হওয়ায় এই হোটেলে ঠাঁট হয় তাঁর ।
ভেলোর কালেক্টর ডিজ়াস্টার ম্যানেজমেন্ট টিমের সঙ্গে যোগাযোগ করেন তাঁদের আইনজীবী । কর্তৃপক্ষ জানিয়ে দেয় এখনই তাদের পক্ষে কিছু করা সম্ভব নয় । তারপর ভেলোর পুলিশ সুপার, করপোরেশন কমিশনার, APDO, সাব কালেক্টরের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা চেষ্টা করছেন বলেই রেখে দেন । পরে আজ সকালে ভেলোরের সাংসদ D M কার্তিক আনন্দ ফোন করেন আইনজীবী আশিসকুমার চৌধুরিকে । তিনিও সাহায্যের আশ্বাস দেন ।
তবে, সরকারিভাবে এখনও পর্যন্ত কী উদ্যোগ নেওয়া হয়েছে বা আদৌ কোনও উদ্যোগ নেওয়া হয়েছে কি না তা জানা যায়নি ।