ETV Bharat / state

20 কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার মাদক পাচারকারী - heroin recovered

মালদা থেকে গতকাল সন্ধেবেলাতেই কলকাতায় আসে অভিযুক্ত হালিম শেখ । পুলিশি জেরায় জানা গেছে , কলকাতার মাদককারবারীদের কাছে ওই মাদক পৌঁছে দেওয়ার কথা ছিল তার ।

Kolkata
হেরোইন
author img

By

Published : Dec 5, 2020, 1:52 PM IST

Updated : Dec 5, 2020, 5:00 PM IST

কলকাতা, 5 ডিসেম্বর : কুড়ি কোটি টাকার হেরোইনসহ এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স । মালদার বাসিন্দা ওই ব্যক্তি কলকাতায় মাদক পাচার করতে এসেছিল । সেই সময়ই তাকে পাকড়াও করা হয় । প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ, এই মাদক পাচারের সঙ্গে আন্তর্জাতিক পাচারকারীদের যোগ রয়েছে । বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।

এসটিএফ সূত্রে জানা গেছে, গত সন্ধে নাগাদ খবর পেয়ে হেয়ার স্ট্রিট থানা এলাকার ধর্মতলা চত্বরে আটক করা হয় হালিম শেখকে । তার বয়স 40 বছর । সে মালদা থেকে গতকাল সন্ধেবেলাতেই কলকাতায় আসে । তার কাছে তল্লাশি চালিয়ে 3 কেজি 749 গ্রাম হেরোইন পাওয়া যায় । যার মূল্য কুড়ি কোটি টাকা বলে দাবি কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের । তাকে প্রাথমিকভাবে জেরা করে পুলিশ জানতে পেরেছে কলকাতার মাদককারবারীদের কাছে ওই মাদক পৌঁছে দেওয়ার কথা ছিল তার । ধর্মতলা চত্বরেই হাতবদল হত । কিন্তু তার আগেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় ।

আরও পড়ুন , জয়গাঁয় গ্রেপ্তার মহিলা-সহ 4 আন্তর্জাতিক মাদক পাচারকারী


প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ, বাংলাদেশ সীমান্ত পার হয়ে ওই মাদক ভারতে ঢুকেছে । হেরোইনের গুণমান বলছে সেটি মায়ানমারের হতে পারে । পুরো বিষয়টি জানতে হালিমকে জেরা করছে পুলিশ । কলকাতায় কার হাতে ওই মাদক তুলে দেওয়ার কথা ছিল তাও জানার চেষ্টা করছে । পুলিশের ধারণা এই ব্যক্তির মাধ্যমে বড়সড়ো মাদকচক্রের পর্দাফাঁস সম্ভব হবে । আজ ওই ব্যক্তিকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয় । 14 ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ।

কলকাতা, 5 ডিসেম্বর : কুড়ি কোটি টাকার হেরোইনসহ এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স । মালদার বাসিন্দা ওই ব্যক্তি কলকাতায় মাদক পাচার করতে এসেছিল । সেই সময়ই তাকে পাকড়াও করা হয় । প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ, এই মাদক পাচারের সঙ্গে আন্তর্জাতিক পাচারকারীদের যোগ রয়েছে । বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।

এসটিএফ সূত্রে জানা গেছে, গত সন্ধে নাগাদ খবর পেয়ে হেয়ার স্ট্রিট থানা এলাকার ধর্মতলা চত্বরে আটক করা হয় হালিম শেখকে । তার বয়স 40 বছর । সে মালদা থেকে গতকাল সন্ধেবেলাতেই কলকাতায় আসে । তার কাছে তল্লাশি চালিয়ে 3 কেজি 749 গ্রাম হেরোইন পাওয়া যায় । যার মূল্য কুড়ি কোটি টাকা বলে দাবি কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের । তাকে প্রাথমিকভাবে জেরা করে পুলিশ জানতে পেরেছে কলকাতার মাদককারবারীদের কাছে ওই মাদক পৌঁছে দেওয়ার কথা ছিল তার । ধর্মতলা চত্বরেই হাতবদল হত । কিন্তু তার আগেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় ।

আরও পড়ুন , জয়গাঁয় গ্রেপ্তার মহিলা-সহ 4 আন্তর্জাতিক মাদক পাচারকারী


প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ, বাংলাদেশ সীমান্ত পার হয়ে ওই মাদক ভারতে ঢুকেছে । হেরোইনের গুণমান বলছে সেটি মায়ানমারের হতে পারে । পুরো বিষয়টি জানতে হালিমকে জেরা করছে পুলিশ । কলকাতায় কার হাতে ওই মাদক তুলে দেওয়ার কথা ছিল তাও জানার চেষ্টা করছে । পুলিশের ধারণা এই ব্যক্তির মাধ্যমে বড়সড়ো মাদকচক্রের পর্দাফাঁস সম্ভব হবে । আজ ওই ব্যক্তিকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয় । 14 ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ।

Last Updated : Dec 5, 2020, 5:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.