কলকাতা, 18 অক্টোবর : পাইকপাড়ার বিলাসবহুল আবাসন । আজ সাতসকালে সেখানে একটি ফ্ল্যাটে চিৎকার-চেঁচামেচি শুনে প্রতিবেশীরা বুঝতে পারেন বড়সড় ঝামেলা চলছে । তাঁরা পুরো বিষয়টি নিরাপত্তারক্ষীদের জানান । নিরাপত্তারক্ষীরা ওই ফ্ল্যাটে এসে দেখেন, তিন মত্ত যুবক একে অপরের সঙ্গে মারামারি করছে । এমনকী মদের ভাঙা বোতল নিয়ে একে অপরকে আক্রমণ করছে । তারা পুরো বিষয়টি দ্রুত চিৎপুর থানায় জানায় । পুলিশ আসতে দেখে ফ্ল্যাট থেকে ঝাঁপ দেয় এক যুবক । তাকে দ্রুত আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় । জানা যায়, মৃত যুবক হুগলির কুখ্যাত দুষ্কৃতী । তারপরই বিষয়টির গভীরে যাওয়ার চেষ্টা করে তদন্তকারীরা । আর তাতে চোখ ছানাবড়া প্রশাসনের ।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, পাইকপাড়া বিলাসবহুল আবাসন ক্যাভেন্টারের চার তলার ফ্ল্যাটটি মালদা জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পায়েল খাতুনের । সম্প্রতি ওই ফ্ল্যাটে এসেছিলেন তাঁর স্বামী । আবাসনের রেজিস্টার বলছে, 16 অক্টোবর সন্ধ্যায় সেখান থেকে বেরিয়ে যান তিনি । চলে যান আজমের শরিফ । সূত্র বলছে, তার সঙ্গেই এসেছিল ওই কুখ্যাত দুষ্কৃতী । পায়েলের শওহর মহম্মদ ইয়াসিন আজমের যাওয়ার আগে ফ্ল্যাটে রেখে যান গাড়ির চালক, ফ্ল্যাট দেখাশোনার এক কর্মী ও সেন্টিয়াকে । পুলিশের খাতায় দাগি অপরাধী এই সেন্টিয়া । কয়েকটি মামলায় সে ওয়ান্টেড ছিল । হুগলির চাপদানিতে তোলাবাজ হিসেবে একটা সময় নাম ছিল তার । সেই সূত্র ধরেই সে হুব্বা শ্যামলের সংস্পর্শে আসে । শ্যামলের মৃত্যুর পর সেই শূন্যস্থান পূরণ করতে এগিয়ে আসে সেন্টিয়া । তোলাবাজি, বেআইনি অস্ত্র মজুত, খুনের চেষ্টা, খুন সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে । জানা গেছে, শাসকদলের ছত্রছায়াতেই সে বেড়ে উঠছিল হুগলিতে । কিন্তু মালদার তৃণমূল নেত্রীর স্বামীর সঙ্গে তার কী সম্পর্ক তা এখনও পর্যন্ত পরিষ্কার নয় তদন্তকারীদের কাছে ।
পুলিশ তদন্তে জানতে পেরেছে, ওই ফ্ল্যাটে গতরাতে দুই মহিলা উপস্থিত ছিল । রাতভর চলে মদ্যপান । আজ কাকভোরে বেরিয়ে যায় ওই দুই মহিলা । মহিলা ঘটিত বিষয় নিয়েই তিনজনের মধ্যে প্রাথমিক অশান্তি শুরু হয় কি না তা খতিয়ে দেখা হচ্ছে । এরপর সকালে তাদের চিৎকারে আবাসনের বাসিন্দাদের ঘুম ভেঙে গেলে নিরাপত্তারক্ষীরা খবর দেয় পুলিশে । তদন্তকারীদের প্রাথমিক ধারণা, তাকে গ্রেপ্তার করতে পুলিশ এসেছে এমনটা ভেবেই ঝাঁপ দেয় সে । পুরো বিষয়টি নিয়ে ইয়াসিনের গাড়ির চালক ও ফ্ল্যাট দেখাশোনার কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।