ETV Bharat / state

দুর্ঘটনায় মৃত্যুর আড়ালে খুন! গ্রেপ্তার ক্যাব চালক - পুলিশ

21 জুলাই রাতে খিদিরপুরে এলাকায় দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এক ব্যক্তির । আপাতদৃষ্টিতে এই ঘটনা 'দুর্ঘটনা' বলে মনে হলেও তদন্তের শেষে বেরিয়ে এল চাঞ্চল্যকর এক তথ্য । দুর্ঘটনা নয় পরিকল্পিতভাবেই খুন করা হয়েছিল ওই ব্যক্তিকে । লালবাজারের তদন্তে উঠে আসে এই তথ্য । আর সেই তথ্য প্রমাণের ভিত্তিতে গ্রেপ্তার করা হল অভিযুক্তকে ।

MURDER
author img

By

Published : Jul 27, 2019, 6:13 PM IST

কলকাতা, 27 জুলাই : খিদিরপুরে এলাকায় দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এক ব্যক্তির । আপাতদৃষ্টিতে এই ঘটনা 'দুর্ঘটনা' বলে মনে হলেও তদন্তের শেষে বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য । দুর্ঘটনা নয় পরিকল্পিতভাবেই খুন করা হয়েছিল ওই ব্যক্তিকে । আর এই ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত ।

21 জুলাই রাতে দিলীপ রাম নামে এক ক্যাব চালক কার্লমার্কস সরণিতে সঞ্জয় হালদার নামে এক বাইক আরোহীকে ধাক্কা মারেন । মাথায় গুরুতর চোট পান সঞ্জয় । ঘটনাস্থানেই লুটিয়ে পড়েন তিনি । তড়িঘড়ি CMRI হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । এই ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের হয় । সেই সূত্রেই তদন্ত করছিল লালবাজার ।

তদন্তকারীরা জানতে পারেন, ঘটনার কিছুক্ষণ আগেই একটি পেট্রল পাম্পে সঞ্জয় এবং দিলীপের মধ্যে বচসা হয় । তখনই দানা বাঁধে সন্দেহ । পেট্রল পাম্পের CCTV ফুটেজ খতিয়ে দেখে বোঝা যায় খবর ঠিক । তারপরই ঘটনাস্থানের CCTV ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেন তদন্তকারীরা । আর তাতেই যবনিকা ওঠে দিলীপের কুকর্মের । দেখা যায়, এটি কোনও দুর্ঘটনা নয় । ইচ্ছাকৃতভাবেই সঞ্জয়ের মোটরবাইকে সজোরে ধাক্কা মারছে দিলীপের গাড়ি ।

বিষয়টি পরিষ্কার হওয়ার পর আজই লালবাজারের তরফে দিলীপকে গ্রেপ্তার করা হয় । খুনের মামলা রুজু করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই দিলীপ তাঁর পরিকল্পনামাফিক খুনের কথা স্বীকার করেছে‌ন ।

কলকাতা, 27 জুলাই : খিদিরপুরে এলাকায় দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এক ব্যক্তির । আপাতদৃষ্টিতে এই ঘটনা 'দুর্ঘটনা' বলে মনে হলেও তদন্তের শেষে বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য । দুর্ঘটনা নয় পরিকল্পিতভাবেই খুন করা হয়েছিল ওই ব্যক্তিকে । আর এই ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত ।

21 জুলাই রাতে দিলীপ রাম নামে এক ক্যাব চালক কার্লমার্কস সরণিতে সঞ্জয় হালদার নামে এক বাইক আরোহীকে ধাক্কা মারেন । মাথায় গুরুতর চোট পান সঞ্জয় । ঘটনাস্থানেই লুটিয়ে পড়েন তিনি । তড়িঘড়ি CMRI হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । এই ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের হয় । সেই সূত্রেই তদন্ত করছিল লালবাজার ।

তদন্তকারীরা জানতে পারেন, ঘটনার কিছুক্ষণ আগেই একটি পেট্রল পাম্পে সঞ্জয় এবং দিলীপের মধ্যে বচসা হয় । তখনই দানা বাঁধে সন্দেহ । পেট্রল পাম্পের CCTV ফুটেজ খতিয়ে দেখে বোঝা যায় খবর ঠিক । তারপরই ঘটনাস্থানের CCTV ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেন তদন্তকারীরা । আর তাতেই যবনিকা ওঠে দিলীপের কুকর্মের । দেখা যায়, এটি কোনও দুর্ঘটনা নয় । ইচ্ছাকৃতভাবেই সঞ্জয়ের মোটরবাইকে সজোরে ধাক্কা মারছে দিলীপের গাড়ি ।

বিষয়টি পরিষ্কার হওয়ার পর আজই লালবাজারের তরফে দিলীপকে গ্রেপ্তার করা হয় । খুনের মামলা রুজু করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই দিলীপ তাঁর পরিকল্পনামাফিক খুনের কথা স্বীকার করেছে‌ন ।

Intro:কলকাতা, ২৭ জুলাই: ছিল রুমাল হয়ে গেল বিড়াল! “নিরীহ"পথ দুর্ঘটনার তদন্ত করতে গিয়ে “কেউটে"র সন্ধান পেল পুলিশ। আপাতদৃষ্টিতে পথ দুর্ঘটনার ঘটনা মনে হলেও 21 জুলাই রাতে খিদিরপুর এলাকায় খুন করা হয় এক ব্যক্তিকে। তদন্তে এমন প্রমাণই পায় পুলিশ‌। সেই সূত্রে গ্রেপ্তার করা হলো অভিযুক্তকে।Body:একেবারে সিনেমার কায়দা। পরিকল্পনামাফিক গাড়ি দিয়ে ধাক্কা মেরে খুন করার পর তার দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা। অভিযোগ, এমন চেষ্টাই করেছিল ক্যাব চালক দিলীপ রাম। ২১ জুলাই রাতে সে ইচ্ছাকৃতভাবে কার্ল মার্ক্স সারণিতে 31 বছরের সঞ্জয় হালদার নামে এক বাইক আরোহীকে ধাক্কা মারে। ঘটনা স্থানেই লুটিয়ে পড়েন সঞ্জয়। মাথায় গুরুতর চোট পান তিনি। কিছুক্ষণের মধ্যে থাকে CMRI হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। Conclusion:ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের হয়। সেই সূত্রেই তদন্ত করছিল লালবাজার। তদন্তকারীরা জানতে পারেন ঘটনার কিছুক্ষণ আগেই সিটি অফ জয় নামে পেট্রোল পাম্পে সঞ্জয় এবং দিলীপের মধ্যে বচসা হয়। তখনই দানা বাঁধে সন্দেহ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বোঝা যায় খবর ঠিক। তারপর দুর্ঘটনা স্থানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেন গোয়েন্দারা। আর তাতেই হয় দিলীপের কেরামতির পর্দা ফাঁস। দেখা যায়, কোনও দুর্ঘটনা নয় ইচ্ছাকৃতভাবে সঞ্জয়ের মোটরবাইকে সজোরে ধাক্কা মারছে দিলিপের সাদা সুইফট ডিজায়ার গাড়ি। বিষয়টি পরিষ্কার হয়ে যাওয়ার পর আজ দিলীপকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টিতে খুনের মামলা শুরু করেছে পুলিশ। পুলিশের দাবি, ইতিমধ্যেই দিলীপ তার অপরাধ কবুল করেছে‌।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.