ETV Bharat / state

বালিগঞ্জে মিমি চক্রবর্তীকে অশ্লীল অঙ্গভঙ্গির অভিযোগ , গ্রেপ্তার যুবক - MP Mimi Chakrabarty

গতকাল বিকেলে নিজের দরকারি কাজে বেরিয়েছিলেন মিমি । বিকেল পাঁচটা নাগাদ বালিগঞ্জের ট্র্যাফিক সিগনালে গাড়ি দাঁড়াতেই পাশের এক ট‍্যাক্সি থেকে অভিনেত্রীর দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করা হয় বলে অভিযোগ। তিনি তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে ওই ট্যাক্সিচালককে ধরে ফেলেন ।

Kolkata
মিমি চক্রবর্তীকে অশ্লীল অঙ্গভঙ্গির অভিযোগে গ্রেপ্তার যুবক
author img

By

Published : Sep 15, 2020, 2:42 PM IST

Updated : Sep 15, 2020, 5:35 PM IST

কলকাতা , 15 সেপ্টেম্বর : সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীকে অশ্লীল অঙ্গভঙ্গির অভিযোগে গ্রেপ্তার করা হল এক যুবককে । ওই যুবক পেশায় ট‍্যাক্সি চালক । গতকাল বিকেলে বালিগঞ্জে ওই ঘটনা ঘটে । তার পরিপ্রেক্ষিতে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেন সাংসদ । সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে গতরাতে গ্রেপ্তার করা হয় যুবককে ।


পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে নিজের দরকারি কাজে বেরিয়েছিলেন মিমি । বিকেল পাঁচটা নাগাদ বালিগঞ্জের ট্র্যাফিক সিগনালে গাড়ি দাঁড়াতেই পাশের এক ট‍্যাক্সি থেকে অভিনেত্রীর দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করা হয় বলে অভিযোগ। তিনি তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে ওই ট্যাক্সিচালককে ধরে ফেলেন । মুহূর্তে ভিড় জড়ো হয়ে যায় । তবে অন্য জায়গায় যাওয়ার তাড়া থাকায় সেই মুহূর্তে মিমি-র সেখানে থাকা সম্ভব ছিল না । সেই সুযোগ নিয়ে ট্যাক্সিচালক পালিয়ে যায় । পরে ওই ট্যাক্সির নম্বর দিয়ে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেন অভিনেত্রী তথা সাংসদ।

সেই অভিযোগের সূত্র ধরে গতকাল রাতে গ্রেপ্তার করা হয় ওই ট্যাক্সিচালককে । তার নাম দেবা যাদব । তবে এই ধরনের অভব্য আচরণের জন্য মিমির প্রতিবাদ এটাই প্রথম নয় । 2017 সালে চাকদা থেকে একটি শো করে ফিরছিলেন অভিনেত্রী । তেঘড়িয়ার কাছে একটি গাড়ি ধাক্কা মারে বাইক আরোহীকে । বাইরে থেকেই বোঝা যাচ্ছিল ওই গাড়িচালক বেসামাল অবস্থায় রয়েছেন । মিমি তৎপরতার সঙ্গে ওই গাড়িতে থাকা দুই মদ্যপকে পুলিশের হাতে তুলে দেন ।

কলকাতা , 15 সেপ্টেম্বর : সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীকে অশ্লীল অঙ্গভঙ্গির অভিযোগে গ্রেপ্তার করা হল এক যুবককে । ওই যুবক পেশায় ট‍্যাক্সি চালক । গতকাল বিকেলে বালিগঞ্জে ওই ঘটনা ঘটে । তার পরিপ্রেক্ষিতে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেন সাংসদ । সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে গতরাতে গ্রেপ্তার করা হয় যুবককে ।


পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে নিজের দরকারি কাজে বেরিয়েছিলেন মিমি । বিকেল পাঁচটা নাগাদ বালিগঞ্জের ট্র্যাফিক সিগনালে গাড়ি দাঁড়াতেই পাশের এক ট‍্যাক্সি থেকে অভিনেত্রীর দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করা হয় বলে অভিযোগ। তিনি তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে ওই ট্যাক্সিচালককে ধরে ফেলেন । মুহূর্তে ভিড় জড়ো হয়ে যায় । তবে অন্য জায়গায় যাওয়ার তাড়া থাকায় সেই মুহূর্তে মিমি-র সেখানে থাকা সম্ভব ছিল না । সেই সুযোগ নিয়ে ট্যাক্সিচালক পালিয়ে যায় । পরে ওই ট্যাক্সির নম্বর দিয়ে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেন অভিনেত্রী তথা সাংসদ।

সেই অভিযোগের সূত্র ধরে গতকাল রাতে গ্রেপ্তার করা হয় ওই ট্যাক্সিচালককে । তার নাম দেবা যাদব । তবে এই ধরনের অভব্য আচরণের জন্য মিমির প্রতিবাদ এটাই প্রথম নয় । 2017 সালে চাকদা থেকে একটি শো করে ফিরছিলেন অভিনেত্রী । তেঘড়িয়ার কাছে একটি গাড়ি ধাক্কা মারে বাইক আরোহীকে । বাইরে থেকেই বোঝা যাচ্ছিল ওই গাড়িচালক বেসামাল অবস্থায় রয়েছেন । মিমি তৎপরতার সঙ্গে ওই গাড়িতে থাকা দুই মদ্যপকে পুলিশের হাতে তুলে দেন ।

Last Updated : Sep 15, 2020, 5:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.